নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব রাজাবাজার এলাকার দুর্ঘটনাস্থলে দমকলকর্মীদের উদ্ধার তৎপরতা। বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে গেলে নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান -সংবাদ
সড়ক দুর্ঘটনায় নেয়াখালীতে সাতজনসহ দেশের বিভিন্ন জায়গায় অন্তত ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এদিকে, সিলেট-সুনামগঞ্জ সড়কে নিহত হয়েছে আরও দু’জন। এছাড়া, ফরিদপুরে এক শিশু ও ময়মনসিংহে একজন নিহত হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৬ জনসহ নিহত সাতজন
বেগমগঞ্জ ও সুনামগঞ্জে আহত অন্তত ৭ জন
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, বুধবার,(৬ আগস্ট ২০২৫) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯) ও লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে একজন ওমান প্রবাসী লক্ষ্মীপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে ডুবে যায়। এ সময় কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আমাদের মাইজদী ও চৌমুহনী স্টেশন থেকে দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে। তিনি আরও জানান, চালক ঘুমিয়ে পড়ায় (রেজি. নং ঢাকা মেট্রো-চ ২০-২১৬৪) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালকসহ গাড়িটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
সিলেট থেকে নিজস্ব বার্তা পরিবেশক জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুর পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এ সময় বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুর পুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তবে এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।’
# সালথায় ট্রলির চাপায় ৩ বছরের শিশু নিহত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী রোডের যদুনন্দী মৌলভীপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত শিশুটি, যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি ট্রলি পুড়ে পাড়া থেকে ইট নামিয়ে ফেরত আসার সময় মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশু হুসাইনকে চাপা দেয়। তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ট্রলির চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব রাজাবাজার এলাকার দুর্ঘটনাস্থলে দমকলকর্মীদের উদ্ধার তৎপরতা। বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে গেলে নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান -সংবাদ
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
সড়ক দুর্ঘটনায় নেয়াখালীতে সাতজনসহ দেশের বিভিন্ন জায়গায় অন্তত ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এদিকে, সিলেট-সুনামগঞ্জ সড়কে নিহত হয়েছে আরও দু’জন। এছাড়া, ফরিদপুরে এক শিশু ও ময়মনসিংহে একজন নিহত হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৬ জনসহ নিহত সাতজন
বেগমগঞ্জ ও সুনামগঞ্জে আহত অন্তত ৭ জন
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, বুধবার,(৬ আগস্ট ২০২৫) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯) ও লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে একজন ওমান প্রবাসী লক্ষ্মীপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে ডুবে যায়। এ সময় কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আমাদের মাইজদী ও চৌমুহনী স্টেশন থেকে দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে। তিনি আরও জানান, চালক ঘুমিয়ে পড়ায় (রেজি. নং ঢাকা মেট্রো-চ ২০-২১৬৪) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালকসহ গাড়িটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
সিলেট থেকে নিজস্ব বার্তা পরিবেশক জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুর পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এ সময় বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুর পুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তবে এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।’
# সালথায় ট্রলির চাপায় ৩ বছরের শিশু নিহত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী রোডের যদুনন্দী মৌলভীপাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত শিশুটি, যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি ট্রলি পুড়ে পাড়া থেকে ইট নামিয়ে ফেরত আসার সময় মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশু হুসাইনকে চাপা দেয়। তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ট্রলির চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।