সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

১০ ডিআইজিসহ ওএসডি ৭৬ কর্মকর্তা এবার দেশের বিভিন্ন জায়গায় সংযুক্ত

image

১০ ডিআইজিসহ ওএসডি ৭৬ কর্মকর্তা এবার দেশের বিভিন্ন জায়গায় সংযুক্ত

বুধবার, ০৬ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৭৬ জন কর্মকর্তাকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করে রাখা হয়েছিল। এবার তাদেরকে দেশের পুলিশের বিভিন্ন রেঞ্জ অফিস ও ট্রেনিং সেন্টারগুলোতে সংযুক্ত করার নতুন আদেশ দেয়া হয়েছে। তবে তারা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবেই থাকবেন। অর্থাৎ তাদের কোনো দায়িত্ব থাকবে না। তাদের কোনো কাজও দেয়া হবে না। বুধবার,(৬ আগস্ট ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এই আদেশ জারি করা হয়েছে। সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে ১০ জন ডিআইজি, ৪৬ জন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছে।

স্বরাস্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

ডিআইডি শাহমিজান শাফিউর রহমানকে (ওএসডি) রংপুর রেঞ্জে ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), তাকে অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, অতিরিক্ত ডিআইজি শামসুন্নাহার (ওএসডি), তাকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি রিফাত রহমান শামীম, বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে বদলির আদেশপ্রাপ্ত। তাকে রাজশাহীর সারদায় সংযুক্ত করা হলো।

ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ (ওএসডি) তাকে ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি মাশরুকুর রহমান খালেদ (ওএসডি), তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি সঞ্জিত (ওএসডি)। তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিটিসি টাঙ্গাইলে সংযুক্ত করা হলো।

ডিআইজি জাকির হোসেন (ওএসডি)। তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান (ওএসডি)। তাকে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি আসমা সিদ্দিকা মিলি (ওএসডি)। তাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেন (ওএসপি)। তাকে চটটগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে। ডিআইজি শাহ আবিদ হোসেন (ওএসডি)। তাকে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী (ওএসডি)। টাঙ্গাইলের পিটিটি অফিসে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি দেলোয়ার হোসেন (ওএসডি), তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হলো। পুলিশ সুপার কাজি আশরাফুল আজীম (ওএসডি), তাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি এবিএম মাসুদ হোসেন (ওএসডি)। তাকে সারদা রাজশাহীতে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (ওএসডি)। তাকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি আহমার উজ্জামান (ওএসডি)। তাকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির (ওএসডি) । তাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।

ডিআইজি ইলিয়াছ শরীফ (ওএসডি)। তাকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি আ স ম মাহাতাব উদ্দিন (ওএসডি)। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (ওএসডি)। তাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন খান (ওএসডি)। তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হলো। পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার (ওএসডি)। তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। ডিআইজি জেহাদুল কবির (ওএসডি)। তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। ডিআইজি মনিরুজ্জামান (ওএসডি)। তাকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি শাহজালাল (ওএসডি) তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

এভাবে পুলিশের ৭৬ জন কর্মকর্তাকে (ওএসডি) বিভিন্ন রেঞ্জ অফিসে নতুন করে বুধবার সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান ওই আদেশে স্বাক্ষর করেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য গেল বছর শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর পুলিশবাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়। পরবর্তীতে তাদেরকে ওএসডি করে রাখা হয়। অনেকেই রাজধানীতে নির্দিষ্ট অফিসে গিয়ে স্বাক্ষর করে ফিরে যেতেন। এখন তাদেরকে ঢাকার বাইরে বিভিন্ন রেঞ্জ অফিস ,ট্রেনিং সেন্টার, সারদায় অফিসগুলোতে সংযুক্ত করে রাখা হয়েছে। অনেকেই বলছেন, তারা এখনও ওএসডি আছে। তাদেরকে নানা কারণে হয়তো বিভিন্ন অফিসে সংযুক্ত করে নতুন করে বদলির আদেশ দেয়া হয়েছে। এখনও তাদের মূলত কোনো কাজ নেই বলে অনেকেই মন্তব্য করেন।

একজন ডিআইজ বলেন, আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওএসডি হিসেবে ছিলাম। পরিবার নিয়ে থাকা যেত। এখন রেঞ্জ ও ট্রেনিং অফিসগুলোতে পাঠিয়েছে। এতে একটু সমস্যা হবে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান