প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)

রোববার, ১০ আগস্ট ২০২৫

আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স: বৃষ্টির পানিতে তলিয়ে যায় ফ্লোর

image
জলাবদ্ধতায় জরাজীর্ণ বরিশালের আগৈলঝাড়ার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স

আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স: বৃষ্টির পানিতে তলিয়ে যায় ফ্লোর

রোববার, ১০ আগস্ট ২০২৫
প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। বৃষ্টি হলে তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ ছাদ দিয়ে পানি চুঁইয়ে পড়ে ফ্লোর তলিয়ে যায়। কয়েকদিনের ভারী বর্ষণের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ডে ছাদের পানি পড়ে ফ্লোর তলিয়ে গেছে।

ভবনের ভিতরে ময়লা ও অপরিষ্কার পানির কারণে রোগীরা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশের ড্রেনে ময়লা জমে পানি সরবরাহ বন্ধ থাকায় ভবনের পিছনে ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। ভবন সংস্কারের জন্য তিনবার ঊর্ধ্বতন দপ্তরে লিখিত আবেদন করা হলেও এখনও কোনও সুফল মেলেনি।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়, জনসাধারণের চিকিৎসা সেবার লক্ষ্যে। ২০০৪ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবা ও পরিবেশ উন্নত হয়নি।

ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে রোগীদের গায়ে পানি পড়ে ভিজে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সটির ছাদ চুঁইয়ে পানি পড়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ডের ফ্লোরে পানি জমে রোগীরা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ভবনের বিভিন্ন স্থানে দিয়ে পানি চুঁইয়ে পড়ছে। বর্তমানে রোগীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। কমপ্লেক্সটির জেনারেটর দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে অসুস্থ রোগীরা গরম ও অন্ধকারে চরম বিপাকে পড়েন। পানি সরবরাহের সমস্যার কারণে দুর্গন্ধযুক্ত ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না রোগীরা। বৃষ্টির পানি কমপ্লেক্সটির চারপাশে জমে দুর্গন্ধ ছড়িয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সংস্কারের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখনও কোনও সুফল পাওয়া যায়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী দেলোয়ার মল্লিক, জনি সরদার ও মাহিনুর বেগম বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা সুস্থ হওয়ার জন্য ভর্তি হয়, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ ও পানি থাকে না, যার কারণে ওয়াশরুম দুর্গন্ধযুক্ত হয়ে যায় এবং ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির সময় ভবনের ছাদ দিয়ে পানি পড়ে ফ্লোর তলিয়ে যায়।” আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন জানান, “কমপ্লেক্সের দ্বিতল ভবনের ছাদ দিয়ে পানি পড়ে ওয়ার্ডের ফ্লোর তলিয়ে যায়। এতে দ্বিতীয় তলার বাথরুম ও টয়লেটের নোংরা পানি বের হয়ে মিশে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। ছাদের পানি চুঁইয়ে বৈদ্যুতিক পাখা শর্ট সার্কিট হয়ে যায়। অনেক সময় বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ ব্যাহত হয়। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অধিকাংশ সময় ধারণক্ষমতার চেয়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকে। একেকজন রোগীকে দেখাশোনার জন্য ৪-৫ জন লোক আসে। তাদের চলাচলের কারণে ওয়ার্ডের ফ্লোর কর্দমাক্ত হয়ে যায়, যা প্রতিদিন ২-৩ বার পরিষ্কার করেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় না। এসব কারণে রোগীদের কাঙ্খিত সেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হয়েছে।” এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম মোর্শেদ সজীব সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ছে, যার ফলে রোগীদের চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। ভবন সংস্কারের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।”

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান