বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
রোববার রাজধানীতে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, শ্রম খাত, গণমাধ্যম, নারী ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে অগ্রগতি নেই, শিক্ষায় তো কমিশনই হয়নি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গত ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স গঠন করে, যা ৩০ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। এতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, ২০২৫-২৬ সালের বাজেটের প্রস্তুতি, মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, ভঙ্গুর খাত চিহ্নিত করে সংস্কার শুরু, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের নীতি, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পদক্ষেপ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সংলাপ ফোরাম গঠনের প্রস্তাব ছিল।
সিপিডি জানায়, সুপারিশের আংশিক প্রভাব ব্যাংক খাত, বৈদেশিক খাত ও মূল্যস্ফীতিতে দেখা গেলেও জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতের ঋণপ্রবাহ, রাজস্ব আহরণ ও এডিপি বাস্তবায়নে নেতিবাচক ধারা বজায় আছে।
ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে হার ধীর। বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না, রাজস্ব আহরণও বাড়ছে না। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য চলমান সহায়তা কর্মসূচি চালু রাখার পাশাপাশি খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, জুনে কিছুটা কমলেও জুলাইয়ে খাদ্য ও অখাদ্য উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। অর্থবছরের প্রথম মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশ, যা জুনে ছিল ৮.৪৮ শতাংশ।
রোববার, ১০ আগস্ট ২০২৫
বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
রোববার রাজধানীতে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, শ্রম খাত, গণমাধ্যম, নারী ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে অগ্রগতি নেই, শিক্ষায় তো কমিশনই হয়নি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গত ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স গঠন করে, যা ৩০ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। এতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, ২০২৫-২৬ সালের বাজেটের প্রস্তুতি, মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, ভঙ্গুর খাত চিহ্নিত করে সংস্কার শুরু, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের নীতি, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পদক্ষেপ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সংলাপ ফোরাম গঠনের প্রস্তাব ছিল।
সিপিডি জানায়, সুপারিশের আংশিক প্রভাব ব্যাংক খাত, বৈদেশিক খাত ও মূল্যস্ফীতিতে দেখা গেলেও জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতের ঋণপ্রবাহ, রাজস্ব আহরণ ও এডিপি বাস্তবায়নে নেতিবাচক ধারা বজায় আছে।
ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে হার ধীর। বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না, রাজস্ব আহরণও বাড়ছে না। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য চলমান সহায়তা কর্মসূচি চালু রাখার পাশাপাশি খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, জুনে কিছুটা কমলেও জুলাইয়ে খাদ্য ও অখাদ্য উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। অর্থবছরের প্রথম মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশ, যা জুনে ছিল ৮.৪৮ শতাংশ।