আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা জোরদারের জন্য অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “নির্বাচনের সময় আনসার বাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তার জন্য হাতে অস্ত্রসহ বিশেষ গার্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে, যাতে কেউ তাদের ওপর হামলা করতে না পারে।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগের তুলনায় পুলিশ ও আনসারের শৃঙ্খলা অনেক উন্নত হয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য এখনও অর্জিত হয়নি। আমাদের সময় এখনও রয়েছে এবং আমরা আরও এগিয়ে যাচ্ছি।”
নির্বাচনে সহিংসতার শঙ্কার বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে নির্বাচনকে সুষ্ঠু করতে অংশগ্রহণকারীদেরও দায়িত্বশীল হতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা দরকার।”
সরকার পতনের পর লুট হওয়া বা হারিয়ে যাওয়া প্রায় ৫ হাজার ৮১৮টি অস্ত্র ও ৬ লাখ ৭ হাজার ২৬২টি গোলাবারুদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত প্রায় ৭০০টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে।
নিউমার্কেট থেকে সামুরাই, চাপাতিসহ ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়ে সতর্ক করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা এসব অস্ত্র তৈরি ও সরবরাহ করে, তাদের সতর্ক থাকতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নিয়েছে।”
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে। আগে মানুষ খারাপ ঘটনা প্রতিহত করত, এখন অনেকেই শুধু ভিডিও করে। আমরা চাই সবাই সক্রিয়ভাবে অপরাধ প্রতিহত করুক।”
শেরপুরে স্বামী কর্তৃক এক নারীর নির্যাতনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “যদি ভিডিও না করে সরাসরি এগিয়ে আসত, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হত। এলাকার মানুষও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারত।”
রোববার, ১০ আগস্ট ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা জোরদারের জন্য অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “নির্বাচনের সময় আনসার বাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তার জন্য হাতে অস্ত্রসহ বিশেষ গার্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে, যাতে কেউ তাদের ওপর হামলা করতে না পারে।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগের তুলনায় পুলিশ ও আনসারের শৃঙ্খলা অনেক উন্নত হয়েছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য এখনও অর্জিত হয়নি। আমাদের সময় এখনও রয়েছে এবং আমরা আরও এগিয়ে যাচ্ছি।”
নির্বাচনে সহিংসতার শঙ্কার বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে নির্বাচনকে সুষ্ঠু করতে অংশগ্রহণকারীদেরও দায়িত্বশীল হতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা দরকার।”
সরকার পতনের পর লুট হওয়া বা হারিয়ে যাওয়া প্রায় ৫ হাজার ৮১৮টি অস্ত্র ও ৬ লাখ ৭ হাজার ২৬২টি গোলাবারুদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত প্রায় ৭০০টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে।
নিউমার্কেট থেকে সামুরাই, চাপাতিসহ ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়ে সতর্ক করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা এসব অস্ত্র তৈরি ও সরবরাহ করে, তাদের সতর্ক থাকতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নিয়েছে।”
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “সমাজে অসহিষ্ণুতা বেড়ে গেছে। আগে মানুষ খারাপ ঘটনা প্রতিহত করত, এখন অনেকেই শুধু ভিডিও করে। আমরা চাই সবাই সক্রিয়ভাবে অপরাধ প্রতিহত করুক।”
শেরপুরে স্বামী কর্তৃক এক নারীর নির্যাতনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “যদি ভিডিও না করে সরাসরি এগিয়ে আসত, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হত। এলাকার মানুষও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারত।”