গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দ সম্পর্কিত নিরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় নিরীক্ষাটি তিন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে নির্দেশনা প্রদান করেছে।
গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রাজউকের প্লট ও ফ্ল্যাট বরাদ্দে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। বিশেষ করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত অনিয়মের কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ধানমন্ডি এলাকায় সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ‘অ্যালোকেশন অব ফাংশনস’, কর্মকর্তাদের ‘চার্টার অব ডিউটিস’ এবং মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে একটি নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং রাজউক আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরীক্ষা সম্পন্ন করতে হবে। নিরীক্ষার জন্য গঠিত টিমের সদস্যদের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে সরবরাহ করতে হবে এবং রাজউককে পর্যায়ক্রমে নিরীক্ষার অগ্রগতি জানাতে হবে।
নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে, যাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করা যায়।
রাজউক সংক্রান্ত অনিয়মের এসব অভিযোগ তদন্ত ও নিরীক্ষার মাধ্যমে বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহায়ন মন্ত্রণালয়ের এ উদ্যোগ নেয়া হয়েছে।
---
রোববার, ১০ আগস্ট ২০২৫
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দ সম্পর্কিত নিরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় নিরীক্ষাটি তিন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে নির্দেশনা প্রদান করেছে।
গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রাজউকের প্লট ও ফ্ল্যাট বরাদ্দে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। বিশেষ করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত অনিয়মের কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ধানমন্ডি এলাকায় সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ‘অ্যালোকেশন অব ফাংশনস’, কর্মকর্তাদের ‘চার্টার অব ডিউটিস’ এবং মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে একটি নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং রাজউক আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরীক্ষা সম্পন্ন করতে হবে। নিরীক্ষার জন্য গঠিত টিমের সদস্যদের বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে সরবরাহ করতে হবে এবং রাজউককে পর্যায়ক্রমে নিরীক্ষার অগ্রগতি জানাতে হবে।
নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে, যাতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিশ্চিত করা যায়।
রাজউক সংক্রান্ত অনিয়মের এসব অভিযোগ তদন্ত ও নিরীক্ষার মাধ্যমে বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহায়ন মন্ত্রণালয়ের এ উদ্যোগ নেয়া হয়েছে।
---