ছবি: সংগৃহিত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ আগস্ট সোমবার থেকে তিন দিনের সরকারি সফরে কুয়ালা লামপুর যাচ্ছেন।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান সফরের বিস্তারিত তুলে ধরেন। সফরের প্রথম দিন ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হবে এবং আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরের দিন পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হবেন।
বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়া হবে। এ সময় প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্যিক কাউন্সিল গঠন, উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণসহ মোট পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনটি ‘নোট বিনিময়’ও হতে পারে।
সফরের তৃতীয় দিনে ইউনূস মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ ও রাজকীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। তিনি সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতাও দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আলোচনা হবে।
বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ পদে উন্নীত হওয়া এবং রেজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-তে যোগদানের আবেদন জোরদার করার পরিকল্পনা রয়েছে।
শাহ আসিফ বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগে সিন্ডিকেটের প্রভাবসহ সকল বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া জঙ্গিবাদে জড়িতদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো এবং অবৈধ প্রবাসীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রসার ঘটানোর কথাও আলোচনা হবে।
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ও সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ছবি: সংগৃহিত
রোববার, ১০ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ আগস্ট সোমবার থেকে তিন দিনের সরকারি সফরে কুয়ালা লামপুর যাচ্ছেন।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান সফরের বিস্তারিত তুলে ধরেন। সফরের প্রথম দিন ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হবে এবং আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরের দিন পুত্রজায়ায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হবেন।
বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়া হবে। এ সময় প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্যিক কাউন্সিল গঠন, উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণসহ মোট পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনটি ‘নোট বিনিময়’ও হতে পারে।
সফরের তৃতীয় দিনে ইউনূস মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ ও রাজকীয় ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। তিনি সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতাও দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আলোচনা হবে।
বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ পদে উন্নীত হওয়া এবং রেজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-তে যোগদানের আবেদন জোরদার করার পরিকল্পনা রয়েছে।
শাহ আসিফ বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগে সিন্ডিকেটের প্রভাবসহ সকল বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া জঙ্গিবাদে জড়িতদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো এবং অবৈধ প্রবাসীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রসার ঘটানোর কথাও আলোচনা হবে।
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ও সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ।