আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ইসির প্রকাশিত এই সম্পূরক খসড়া তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। হালনাগাদ তালিকায় নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছেন এবং মৃত ও অযোগ্য ভোটার হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২ মার্চ দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়।
হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। এছাড়া দেশে হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২২৪ জন। এবারের হালনাগাদ তালিকায় নতুন যুক্ত হওয়া ভোটারদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। নতুন নারী ভোটার হয়েছেন ২৭ লাখ ৭৬২ জন এবং পুরুষ ভোটার হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। হিজড়া হিসেবে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ২৫১ জন।
ইসি জানিয়েছে, এ বছর ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ। প্রকাশিত খসড়া তালিকাটি সারাদেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে নির্দিষ্ট স্থানে টানিয়ে দেয়া হয়েছে। তালিকায় কোনো ভুল-ত্রুটি থাকলে বা নাম অন্তর্ভুক্ত ও বাদ দেয়ার বিষয়ে দাবি বা আপত্তি জানানোর জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নতুন ভোটারদের যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে। এ বছর নির্বাচন কমিশন মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে। ২ মার্চ প্রথমটি প্রকাশিত হয়েছে, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর বা তারপরে প্রকাশ করা হবে। আগামী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করা হবে।
রোববার, ১০ আগস্ট ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। ইসির প্রকাশিত এই সম্পূরক খসড়া তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। হালনাগাদ তালিকায় নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছেন এবং মৃত ও অযোগ্য ভোটার হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২ মার্চ দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়।
হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন। এছাড়া দেশে হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২২৪ জন। এবারের হালনাগাদ তালিকায় নতুন যুক্ত হওয়া ভোটারদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। নতুন নারী ভোটার হয়েছেন ২৭ লাখ ৭৬২ জন এবং পুরুষ ভোটার হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। হিজড়া হিসেবে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ২৫১ জন।
ইসি জানিয়েছে, এ বছর ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ। প্রকাশিত খসড়া তালিকাটি সারাদেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে নির্দিষ্ট স্থানে টানিয়ে দেয়া হয়েছে। তালিকায় কোনো ভুল-ত্রুটি থাকলে বা নাম অন্তর্ভুক্ত ও বাদ দেয়ার বিষয়ে দাবি বা আপত্তি জানানোর জন্য আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নতুন ভোটারদের যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে। এ বছর নির্বাচন কমিশন মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে। ২ মার্চ প্রথমটি প্রকাশিত হয়েছে, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর বা তারপরে প্রকাশ করা হবে। আগামী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করা হবে।