সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ১১ আগস্ট ২০২৫

‘প্লট দুর্নীতি’ মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু

image

‘প্লট দুর্নীতি’ মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু

সোমবার, ১১ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলার একটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী দুদকের উপপরিচালক সালাহউদ্দিন সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সামনে তার জবানবন্দি দেন।

দুদক প্রসিকিউটর মুহাম্মদ সুলতান মাহমুদ জানান, তিন মামলার মধ্যে একটিতে শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ আসামি, এবং তৃতীয়টিতে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন। শেখ হাসিনা, জয় ও পুতুল পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে তাদের আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে পারছেন না।

গত ৩১ জুলাই ঢাকার দুই বিশেষ জজ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৬ প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে তিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বাকি তিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেন ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।

শেখ পরিবারের বাইরে এই মামলার আসামির তালিকায় রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, বিভিন্ন পদে থাকা একাধিক রাজউক কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ আরও অনেকে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার পরিবারের অন্য সদস্যরাও দেশের বাইরে রয়েছেন।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন, যদিও তারা যোগ্যতার শর্ত পূরণ করেননি। গত বছরের ডিসেম্বরে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে পর্যায়ক্রমে ছয়টি মামলা দায়ের করা হয়, যেখানে শেখ হাসিনাকে সব মামলাতেই আসামি করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান