নিজস্ব বার্তা পরিবেশক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আগামী নির্বাচনে তরুণদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত

আগামী নির্বাচনে তরুণদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ১১ আগস্ট ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি কেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার,(১১ আগস্ট ২০২৫) ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ও অংশগ্রহণ বাড়াতে এই বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। তাছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই।’

নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, যার মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় পর্যায় থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা

যাবে। তিনি বলেন, ‘পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে বর্তমানে কিছু বডি-ওর্ন ক্যামেরা থাকলেও আসন্ন নির্বাচনের জন্য নতুন করে আরও ৪০ হাজার ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের নির্দেশনাও দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একটা বিশেষ দল বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড দখল করে রাখছে সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ভবিষ্যৎতেও কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া হবে না, তা সে যে দলেরই হোক না কেন।’

এর আগে উপদেষ্টা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদর দপ্তর এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারাগার পরিদর্শনকালে তিনি বন্দীদের জীবনযাত্রা ও খাবারের মান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানাও পরিদর্শন করেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান