চট্টগ্রাম ব্যুরো

সোমবার, ১১ আগস্ট ২০২৫

এনসিপি নেতার চট্টগ্রাম বন্দরে ‘চাঁদা দাবি’, দল থেকে নোটিশ

image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত

এনসিপি নেতার চট্টগ্রাম বন্দরে ‘চাঁদা দাবি’, দল থেকে নোটিশ

সোমবার, ১১ আগস্ট ২০২৫
চট্টগ্রাম ব্যুরো

‘চাঁদা চাওয়ার’ কথোপকথনের ভিডিও ফাঁসের পর দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে তিনি চাঁদা দাবি করেছিলেন। সোমবার,(১১ আগস্ট ২০২৫) দলের চট্টগ্রাম মহানগর শাথা থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকা অবস্থায় চাঁদা দাবির অভিযোগে তার সদস্য পদ স্থগিত করা হয়েছিল। যদিও পরে তা ফিরিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে চাঁদা চাওয়া নিয়ে নিজাম উদ্দিনের সঙ্গে অন্য ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও গতকাল রোববার ছড়িয়ে পড়ে। এরপরই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে দল।

কারন দর্শানোর নোটিশে কথোপকোথনের বিষয়টি বর্ণনা করে নোটিশে বলা হয়, ‘এ বিষয়টির কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।’ এনসিপির মহানগর শাথার দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন কারণ দর্শানো নোটিশে স্বাক্ষর করেছেন।

নোটিশে কেন তার (নিজাম উদ্দিন) বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে না সে বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।’

এদিকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে নিজাম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘তাকে হেয় করার জন্য এ ধরনের (টাকা চাওয়া) অপপ্রচার চালানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আমি জবাব দেব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রোববার রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ম্যাসেঞ্জারে এক জনের সঙ্গে কথা বলতে দেখা যায় নিজাম উদ্দিনকে। যেটি অন্য একটি মোবাইল থেকে ভিডিও করা হয়েছে। এক মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ম্যাসেঞ্জারে কথা বলা যুবক নিজাম উদ্দিনকে ভাই সম্বোধন করে বলেন, ‘যদি মীর ভাইরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করবো?’

নিজাম উদ্দিন বলেন, ‘তোমারে টাকা দিছে? পাল্টা জবাবে ওই যুবক বলেন, ‘হ্যাঁ ভাই’।

এ সময় নিজাম কত টাকা দিয়েছে জানতে চাওয়ার পর ওই যুবকের উত্তর ছিল ‘পাঁচ’।

তখন নিজাম বলেন, ‘আরও বেশি নিতা প্রেসার দিয়ে।’

তখন ওই যুবক পাল্টা বলেন, ‘না ভাই আমারতো ফ্যামিলি মেম্বার। আমি কেমনে বলি?’

নিজাম বলেন, ‘আন্দোলন বন্ধ করতে হবে না?’

ওই যুবক বলেন, ‘উনারাতো বলল এ রকমই’।

নিজাম বলেন, ‘তোমরা দেখ না, আরও কিছু নিতে পারলে আমি ওদেরকে এনে রোহান, মীরদের কিছু একটা দিয়ে দিলাম’

ওই যুবক তখন আর কত টাকা জানতে চাইলে নিজাম বলেন, ‘টেন, এটাতো বন্দর বোঝ না কেন?’

এর আগে এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকার সময় নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে সিএমপি কমিশনারকে চিঠি দেন। ওই নারীর অভিযোগ ছিল দুই কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে নিজাম তার স্বামীকে পুলিশে দিয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘সঞ্জীবন প্রকল্পে’ উৎপাদনমুখী সামাজিক বিনিয়োগ আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে মাইলফলক: আনসার প্রধান

» সিইসির আগামীকালের ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের চিঠি

» প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৫৯ হাজার ছাড়ালো

» বেগম রোকেয়া দিবস

» কিছু ব্যবসায়ী ও আমলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বাধা: জ্বালানি উপদেষ্টা

» ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৯৮ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৩৯৮ জন

» খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

» কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

» বেক্সিমকো এভিয়েশনের সালমান ও সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

» রোজা ও পূজা বিতর্ক : শিশির মনিরের বিরুদ্ধে মামলা

» মার্কিন নাগরিকের মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার

» ডেঙ্গু: আরও ৫১৬ জন হাসপাতালে, মৃত্যু ২

» খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

» ‘মিনেসোটা প্রটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি

» দুর্নীতি আছে, দখল-চাঁদাবাজিও চলছে, সরকারের অভ্যন্তরেও দুর্নীতি হয়েছে

» প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী মারাত্মক বৈষম্যের শিকার

» গুম: ট্রাইব্যুনালে অভিযোগ গঠন নিয়ে আসামিপক্ষের শুনানি কাল

» বিদেশে নেয়ার অবস্থায় নেই খালেদা জিয়া

» ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইসি, ‘সন্তুষ্ট’ প্রধান উপদেষ্টা

» বাংলাদেশে আমরা ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই-উপদেষ্টা ফাওজুল কবির খান