প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত।
মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে অন্তর্বর্তী সরকার। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।”
এসময় রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশটির ব্যবসায়ীদের আহ্বান জানান এবং বাংলাদেশের তরুণদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানান।