ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লক্ষীপুর জেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর ইয়ার বাড়ির অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোস্তফা কামাল কৃষিকাজ ও কয়েকটি গরু-ছাগল পালন করে কোনোমতে সংসার চালান। সম্প্রতি বাড়ির সামনের রাস্তার কাছে এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের একটি গরু বেঁধে তিনি বাড়ি যান। আধা ঘণ্টা পরে গিয়ে দেখেন গরু নেই।
মামলা করতে যান না ভুক্তভোগীরা
কৃষক ও খামারিদের ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ: ডিআইজি
চুরি ও ডাকাতির ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে: পুলিশ সদর দপ্তর
খোঁজ নিয়ে জানতে পারছেন, দুর্বৃত্তরা পিকআপ ট্রাকযোগে তার গরু চুরি করে নিয়ে গেছে। এভাবে বিভিন্ন সময় তার ২টি গরু ও একটি ছাগল চুরি হয়েছে বলে তিনি সংবাদকে জানিয়েছেন। শুধু তাই না, একই বাড়ি থেকে তার ভাইসহ আরও ২ জনের ৫টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
তার মতে, চোর রাতে বাড়ির ঘরের দরজায় তালা বা শিকল দিয়ে বেঁধে রেখে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা এলাকাজুড়ে প্রায়ই ঘটছে। সম্প্রতি এসব ঘটনা বেড়ে গেছে বলে স্থানীয়রা জানান। এলাকায় বখাটে ও মাদকাসক্তদের ভয়ে কেউ মুখ খুলছে না। এর আগেও ওই ইউনিয়ন ও বশিকপুর গ্রামে গরু, ছাগল থেকে হাঁস ও কবুতর চুরি হয়েছে।
রংপুরের পীরগঞ্জের স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রংপুর জেলার পীরগঞ্জে চতরা ইউনিয়ন থেকে পুলিশ রাতে দুইটি চোরাই গরু উদ্ধার করেছে। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ খোঁজখবর নিচ্ছে।
এই সম্পর্কে বৃহস্পতিবার,(১৪ আগস্ট ২০২৫) রাতে পীরগঞ্জ থানার ওসির সঙ্গে বারবার যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানায় টেলিফোন করলেও কেউ রিসিভ করেনি।
অন্যদিকে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকে বলেন, গরু, ছাগল চুরি ও ডাকাতির ঘটনা প্রায় ঘটছে। চর ও বিল এলাকায় বেশি চুরি ও গরু, ডাকাতি হচ্ছে। খামারে রাখালিকে বেঁধে গরু ডাকাতি করছে। ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে আসামি চিহ্নিত করার চেষ্টা করছে।
রাজশাহী বিভাগসহ সীমান্তবর্তী জেলাগুলোতে চরাঞ্চলে প্রায় গভীররাতে গরুর রাখালতে হাত-পা বেঁধে রেখে ট্রাকযোগে খামার থেকে সব গরু, ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এমন ঘটনায় কোনো কোনো এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
পুলিশের একজন ডিআইজি সংবাদকে বলেন, দেশের বিল ও চরাঞ্চলে প্রতিনিয়ত গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এলাকায় দুর্বল নিরাপত্তার কারণে এসব ঘটনা ঘটছে।
গ্রাম-গঞ্জের কৃষকদের গরু, ছাগল পালন করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ গরু চুরি, ডাকাতি আদিম একটি পেশা। খামারের আশপাশে বেড়া, ব্যারিকেড দেয়া ও নিরাপত্তা জোরদার করতে হবে। ব্যক্তিগতভাবে এই নিরাপত্তার উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করার তিনি পরামর্শ দেন।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক গ্রাম-গঞ্জে পুলিশের টহল কমে গেছে। পুলিশ রাতে এলাকায় কম যায় বলে স্থানীয়রা মন্তব্য করেন।
পুলিশ সদর দপ্তরের এক তথ্যে জানা গেছে, ২০২৫ সালে জানুয়ারি মাসে ৭৯৭টি চুরির মামলা রেকর্ড করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ৬৭৩টি মামলা, মার্চ মাসে ৮৬৬টি মামলা রেকর্ড, এপ্রিল মাসে ৭১৫টি মামলা রেকর্ড, মে মাসে ৭৬৫টি মামলা, জুন মাসে ৭২২টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে ৩৮১টি মামলা, সেপ্টেম্বর মাসে ৬০৫টি মামলা, অক্টোবর মাসে ৭২২টি মামলা, নভেম্বর মাসে ৭১৬টি মামলা ও ডিসেম্বর-২০২৪ ৭২৯টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ওসির সঙ্গে বৃহস্পতিবার রাতে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এই সম্পর্কে চট্টগ্রাম বিভাগের ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) আহসান হাবিব পলাশের সঙ্গে বৃহস্পতিবার রাতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আর বশিকপুরে যে বাড়িতে গরু ডাকাতি হয়েছে সেই বাড়িতে পুলিশ পাঠিয়ে আরও খোঁজখবর নিবেন বলে জানিয়েছে।
এই সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে বলা হয়েছে, গরু চুরি ও ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নিবে। আর কৃষকদের গবাদিপশু চুরি ঠেকাতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হচ্ছে। পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানায়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
লক্ষীপুর জেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর ইয়ার বাড়ির অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোস্তফা কামাল কৃষিকাজ ও কয়েকটি গরু-ছাগল পালন করে কোনোমতে সংসার চালান। সম্প্রতি বাড়ির সামনের রাস্তার কাছে এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের একটি গরু বেঁধে তিনি বাড়ি যান। আধা ঘণ্টা পরে গিয়ে দেখেন গরু নেই।
মামলা করতে যান না ভুক্তভোগীরা
কৃষক ও খামারিদের ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ: ডিআইজি
চুরি ও ডাকাতির ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে: পুলিশ সদর দপ্তর
খোঁজ নিয়ে জানতে পারছেন, দুর্বৃত্তরা পিকআপ ট্রাকযোগে তার গরু চুরি করে নিয়ে গেছে। এভাবে বিভিন্ন সময় তার ২টি গরু ও একটি ছাগল চুরি হয়েছে বলে তিনি সংবাদকে জানিয়েছেন। শুধু তাই না, একই বাড়ি থেকে তার ভাইসহ আরও ২ জনের ৫টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
তার মতে, চোর রাতে বাড়ির ঘরের দরজায় তালা বা শিকল দিয়ে বেঁধে রেখে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা এলাকাজুড়ে প্রায়ই ঘটছে। সম্প্রতি এসব ঘটনা বেড়ে গেছে বলে স্থানীয়রা জানান। এলাকায় বখাটে ও মাদকাসক্তদের ভয়ে কেউ মুখ খুলছে না। এর আগেও ওই ইউনিয়ন ও বশিকপুর গ্রামে গরু, ছাগল থেকে হাঁস ও কবুতর চুরি হয়েছে।
রংপুরের পীরগঞ্জের স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রংপুর জেলার পীরগঞ্জে চতরা ইউনিয়ন থেকে পুলিশ রাতে দুইটি চোরাই গরু উদ্ধার করেছে। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ খোঁজখবর নিচ্ছে।
এই সম্পর্কে বৃহস্পতিবার,(১৪ আগস্ট ২০২৫) রাতে পীরগঞ্জ থানার ওসির সঙ্গে বারবার যোগাযোগ করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানায় টেলিফোন করলেও কেউ রিসিভ করেনি।
অন্যদিকে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকে বলেন, গরু, ছাগল চুরি ও ডাকাতির ঘটনা প্রায় ঘটছে। চর ও বিল এলাকায় বেশি চুরি ও গরু, ডাকাতি হচ্ছে। খামারে রাখালিকে বেঁধে গরু ডাকাতি করছে। ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে আসামি চিহ্নিত করার চেষ্টা করছে।
রাজশাহী বিভাগসহ সীমান্তবর্তী জেলাগুলোতে চরাঞ্চলে প্রায় গভীররাতে গরুর রাখালতে হাত-পা বেঁধে রেখে ট্রাকযোগে খামার থেকে সব গরু, ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এমন ঘটনায় কোনো কোনো এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
পুলিশের একজন ডিআইজি সংবাদকে বলেন, দেশের বিল ও চরাঞ্চলে প্রতিনিয়ত গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। এলাকায় দুর্বল নিরাপত্তার কারণে এসব ঘটনা ঘটছে।
গ্রাম-গঞ্জের কৃষকদের গরু, ছাগল পালন করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ গরু চুরি, ডাকাতি আদিম একটি পেশা। খামারের আশপাশে বেড়া, ব্যারিকেড দেয়া ও নিরাপত্তা জোরদার করতে হবে। ব্যক্তিগতভাবে এই নিরাপত্তার উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করার তিনি পরামর্শ দেন।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক গ্রাম-গঞ্জে পুলিশের টহল কমে গেছে। পুলিশ রাতে এলাকায় কম যায় বলে স্থানীয়রা মন্তব্য করেন।
পুলিশ সদর দপ্তরের এক তথ্যে জানা গেছে, ২০২৫ সালে জানুয়ারি মাসে ৭৯৭টি চুরির মামলা রেকর্ড করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ৬৭৩টি মামলা, মার্চ মাসে ৮৬৬টি মামলা রেকর্ড, এপ্রিল মাসে ৭১৫টি মামলা রেকর্ড, মে মাসে ৭৬৫টি মামলা, জুন মাসে ৭২২টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে ৩৮১টি মামলা, সেপ্টেম্বর মাসে ৬০৫টি মামলা, অক্টোবর মাসে ৭২২টি মামলা, নভেম্বর মাসে ৭১৬টি মামলা ও ডিসেম্বর-২০২৪ ৭২৯টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ওসির সঙ্গে বৃহস্পতিবার রাতে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এই সম্পর্কে চট্টগ্রাম বিভাগের ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) আহসান হাবিব পলাশের সঙ্গে বৃহস্পতিবার রাতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আর বশিকপুরে যে বাড়িতে গরু ডাকাতি হয়েছে সেই বাড়িতে পুলিশ পাঠিয়ে আরও খোঁজখবর নিবেন বলে জানিয়েছে।
এই সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে বলা হয়েছে, গরু চুরি ও ডাকাতির ঘটনায় কেউ থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নিবে। আর কৃষকদের গবাদিপশু চুরি ঠেকাতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হচ্ছে। পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানায়।