ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি উঠলেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না। বৃহস্পতিবার,(১৪ আগস্ট ২০২৫) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আবাসিক, অনাবাসিক সবার কথা চিন্তা করেই আমরা এসব কেন্দ্র নির্ধারণ করেছি। কার্জন হল মাত্র একটা হল। সেখানে কোনোভাবেই চারটা হলের ভোট নেয়া সম্ভব না। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস থাকবে। আমরা তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবো। আমরা অনেক বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়েছি। আবাসিক-অনাবাসিক সবার সমান সুযোগকে প্রাধান্য দিয়েছি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুতে নারী ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসিতে না করে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল, হলের ভোটকেন্দ্রে টিচার্স ক্লাবে না দিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনন্সিটিউট এবং রোকেয়া হল ও শামসুন্নাহার হলের জন্য টিএসসি ও বিকল্প ভোটকেন্দ্রে স্থাপনের দাবি করেন তিনি। আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের যে পাঁচটি ডাকসু ভোট কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে তা হল থেকে দূরে। এতে অনেক নারী শিক্ষার্থী ভোট দিতে আসবে না। যারা নারী নেতৃত্ব চায় না তারা প্রশাসনের সঙ্গে মিলে পরিকল্পনাভাবে এমনটা করেছে। তিনি বলেন, টিএসসির মতো ছোট জায়গায় চৌদ্দ হাজারের বেশি ভোট কাস্ট করা সম্ভব নয়। সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এখানে যদি একটা পরিকল্পনা আছে। এখানে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লাইন তৈরি করতে চাচ্ছে। একদল চাচ্ছে না নারীরা ভোটে অংশগ্রহণ করুক। এ সময় তিনি প্রশাসনকে অতিদ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ছাত্ররাজনীতি করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। ছাত্র রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের কল্যাণে তাদের সেন্টিমেন্ট বুঝে করতে হবে। যদি আমরা আমূল পরিবর্তন চাই তাহলে শিক্ষার্থীদের দাবি মাথায় রেখে ছাত্ররাজনীতি করা জরুরি।
তৃতীয় দিনে নমিনেশন
তুললেন ২২ প্রার্থী
ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র বিতরনের তৃতীয় দিনে নতুন করে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৫ জন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একজন, অ্যাসিসেন্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে দুজন ও সম্পাদক পদে আঠারো জন এবং সদস্য পদে এগারো জন মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, গত তিন দিনে আমাদের কাছ থেকে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন। এ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন। তবে, কোন পদে জমা দিয়েছে, তা জানা যায়নি। আবার ১৮টি হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
ছাত্ররাজনীতির রূপরেখা
প্রণয়নে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্ররাজনীতির গঠনমূলক ভূমিকা নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১১ আগস্ট অনুষ্ঠিত এসএমটি কমিটির মিটিংয়ে এ কমিটি করা হয়। এ কমিটির কাজ হবে ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছাত্ররাজনীতির একটি সমন্বিত রূপরেখা প্রণয়ন ও সুপারিশ করা। কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
হল কিমিটি বহাল রাখবে ছাত্রদল
নানা আলোচনা সমালোচনা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কয়েকদফার বৈঠকের পরে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল রাখার কথা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ৯ আগস্ট ঢাবি প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নিয়ে যে বৈঠক হয়েছিল, তার আপডেট জানতেই আজ আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হলপর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে। গুপ্ত রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক মহোদয়রা নিজেরাই স্বীকার করেছেন, ইসলামী ছাত্রশিবির পরিচয় গোপন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব কায়েম করছে। যেভাবে ছাত্রলীগও করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের বিশ্ববিদ্যালয়ের বড় সংকটগুলো গুপ্ত রাজনীতির কারণে হয়েছে। গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়টি রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ফেইসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক ও গণআন্দোলনের নেতাদের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকা-ে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি উঠলেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না। বৃহস্পতিবার,(১৪ আগস্ট ২০২৫) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আবাসিক, অনাবাসিক সবার কথা চিন্তা করেই আমরা এসব কেন্দ্র নির্ধারণ করেছি। কার্জন হল মাত্র একটা হল। সেখানে কোনোভাবেই চারটা হলের ভোট নেয়া সম্ভব না। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস থাকবে। আমরা তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসবো। আমরা অনেক বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়েছি। আবাসিক-অনাবাসিক সবার সমান সুযোগকে প্রাধান্য দিয়েছি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুতে নারী ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসিতে না করে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল, হলের ভোটকেন্দ্রে টিচার্স ক্লাবে না দিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনন্সিটিউট এবং রোকেয়া হল ও শামসুন্নাহার হলের জন্য টিএসসি ও বিকল্প ভোটকেন্দ্রে স্থাপনের দাবি করেন তিনি। আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের যে পাঁচটি ডাকসু ভোট কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে তা হল থেকে দূরে। এতে অনেক নারী শিক্ষার্থী ভোট দিতে আসবে না। যারা নারী নেতৃত্ব চায় না তারা প্রশাসনের সঙ্গে মিলে পরিকল্পনাভাবে এমনটা করেছে। তিনি বলেন, টিএসসির মতো ছোট জায়গায় চৌদ্দ হাজারের বেশি ভোট কাস্ট করা সম্ভব নয়। সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এখানে যদি একটা পরিকল্পনা আছে। এখানে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লাইন তৈরি করতে চাচ্ছে। একদল চাচ্ছে না নারীরা ভোটে অংশগ্রহণ করুক। এ সময় তিনি প্রশাসনকে অতিদ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ছাত্ররাজনীতি করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। ছাত্র রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের কল্যাণে তাদের সেন্টিমেন্ট বুঝে করতে হবে। যদি আমরা আমূল পরিবর্তন চাই তাহলে শিক্ষার্থীদের দাবি মাথায় রেখে ছাত্ররাজনীতি করা জরুরি।
তৃতীয় দিনে নমিনেশন
তুললেন ২২ প্রার্থী
ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র বিতরনের তৃতীয় দিনে নতুন করে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৫ জন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একজন, অ্যাসিসেন্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে দুজন ও সম্পাদক পদে আঠারো জন এবং সদস্য পদে এগারো জন মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, গত তিন দিনে আমাদের কাছ থেকে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন। এ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৭ জন। তবে, কোন পদে জমা দিয়েছে, তা জানা যায়নি। আবার ১৮টি হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
ছাত্ররাজনীতির রূপরেখা
প্রণয়নে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্ররাজনীতির গঠনমূলক ভূমিকা নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১১ আগস্ট অনুষ্ঠিত এসএমটি কমিটির মিটিংয়ে এ কমিটি করা হয়। এ কমিটির কাজ হবে ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছাত্ররাজনীতির একটি সমন্বিত রূপরেখা প্রণয়ন ও সুপারিশ করা। কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
হল কিমিটি বহাল রাখবে ছাত্রদল
নানা আলোচনা সমালোচনা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কয়েকদফার বৈঠকের পরে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল রাখার কথা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ৯ আগস্ট ঢাবি প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নিয়ে যে বৈঠক হয়েছিল, তার আপডেট জানতেই আজ আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হলপর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে। গুপ্ত রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক মহোদয়রা নিজেরাই স্বীকার করেছেন, ইসলামী ছাত্রশিবির পরিচয় গোপন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব কায়েম করছে। যেভাবে ছাত্রলীগও করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের বিশ্ববিদ্যালয়ের বড় সংকটগুলো গুপ্ত রাজনীতির কারণে হয়েছে। গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়টি রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ফেইসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক ও গণআন্দোলনের নেতাদের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকা-ে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছে।