শরতের শুরুতেই বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার দুপুরে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, “সবশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি আজ গুরুত্ব হারিয়েছে। এখন যে লঘুচাপ সৃষ্টির কথা বলা হচ্ছে, সেটারও একই রকম প্রভাব পড়তে পারে। খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে থেমে থেমে বৃষ্টি চলতে পারে। ২০ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, যা ২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে সমুদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় চট্টগ্রামের সন্দীপে ১৭ মিলিমিটার এবং খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে।
গত একদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে, ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার, ১৭ আগস্ট ২০২৫
শরতের শুরুতেই বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার দুপুরে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, “সবশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি আজ গুরুত্ব হারিয়েছে। এখন যে লঘুচাপ সৃষ্টির কথা বলা হচ্ছে, সেটারও একই রকম প্রভাব পড়তে পারে। খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে থেমে থেমে বৃষ্টি চলতে পারে। ২০ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, যা ২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে সমুদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় চট্টগ্রামের সন্দীপে ১৭ মিলিমিটার এবং খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে।
গত একদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে, ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।