alt

জাতীয়

বিদেশে বাংলাদেশি কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

পত্রিকা পড়ে জেনেছি, উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি: রেজওয়ানা

কূটনৈতিক বার্তা পরিবেশক : রোববার, ১৭ আগস্ট ২০২৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

তবে চেষ্টা করেও রোববার,(১৭ আগস্ট ২০২৫) সাংবাদিকরা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাননি। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ ব্যাপারে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব এ বিষয়ে কোনো কথা বলেননি। মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমানও প্রশ্ন এড়িয়ে যান। মিশনগুলো থেকে নামানোর উদ্যোগ নেয়া হলেও রোববার, বিকেল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি দেখা যায়।

তবে রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশনার যে খবর সংবাদ মাধ্যমে এসেছে তা তিনি পত্রিকা পড়ে জেনেছেন। তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এক সাংবাদিকের প্রশ্নে রিজওয়ানা বলেন, ‘এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা জানি না। আমি পত্রিকায় দেখেছি। সরকারি পর্যায়ের সব মহলের সিদ্ধান্ত হলে সেটা লিখিত থাকত। সরকার আদৌ এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা জানি না। উপদেষ্টা পরিষদের সভায় এটা আলোচিত হয়নি। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হলে সভায় আলোচিত হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে- কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত একাধিক মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।

দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের

বাসভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এ পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকছে না।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।’

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে।

সারাবিশ্বে বাংলাদেশের ৮২টি মিশন ও উপ-মিশন রয়েছে। এর মধ্যে ৬৫টির বেশি মিশন ও উপ-মিশন থেকে ৫ আগস্টের পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। যে কয়েকটি মিশনের এখনো রাষ্ট্রপতির ছবি টানানো রয়েছে সেগুলো নামিয়ে ফেলতে সম্প্রতি নির্দেশনা দেয়া হয়।

গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্টপতি মো, সাহাবুদ্দিনকে সরানোর অনেক চেষ্টা হয়েছে। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হয়নি। এরপর সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির ছবি না টানানোর সিদ্ধান্ত নেয়া হয়। তখনই অনেক কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলা হয়। তবে অনেক দূতাবাসে এখনও রাষ্ট্রপতি ছবি টানানো রয়েছে।

ছবি সরানোর উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়ার সফরের সময় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে এবং রাষ্ট্রদূতের বাসভবনে রাষ্ট্রপতির ছবি থাকার বিষয়টি আলোচনায় আসে। যেহেতু অন্যান্য দূতাবাসের ছবি সরানো হয়েছে, এখানে সরানো হয়নি কেন, সেই প্রশ্ন আসে। এরপর মিশনগুলো থেকে যেন সরানো হয়, অর্থাৎ একই রকম থাকে, সেই উদ্যোগ নেয়া হয়।’

ছবি

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাষ্ট্রপতির ছবি অপসারণ নিয়ে অবগত নন পরিবেশ উপদেষ্টা

ছবি

নদী ভাঙনে বিলীনের পথে আশ্রয়ণ: ঘর আছে, থাকার পরিবেশ নেই

ছবি

দলীয় ‘লেজুড়বৃত্তি’ নয়, পাসপোর্ট কর্মকর্তাদেরকে উপদেষ্টা

ছবি

বসুন্ধরা চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

ছবি

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ছবি

পরিবেশ উপদেষ্টার আপত্তি সত্ত্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাস

ছবি

ভোলাগঞ্জের পর এবার লোভাছড়ায় পাথর লুট

ছবি

সংবিধানের ওপরে ‘জুলাই সনদ’, তোলা যাবে না প্রশ্ন

ছবি

‘পাচারের’ ৪০ হাজার কোটি টাকার ‘সম্পদের’ সন্ধান, প্রধান উপদেষ্টাকে তথ্য দিলো এনবিআর

ছবি

ভূপৃষ্ঠের পানি শোধন প্রকল্পের ব্যয় বাড়ল ৩৫ শতাংশ

সিলেটে পাথর লুট: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজওয়ানা হাসান

বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ

ছবি

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার চলছে

ছবি

সেই রিকশাচালকের জামিন, মুক্তিতে বাধা নেই

ছবি

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ছবি

ফারুকীর চিকিৎসার বিষয়ে বসছে মেডিকেল বোর্ড

ছবি

জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আবেদনের শুনানি পিছিয়েছে

সাগরে ফের লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ছবি

বনানীর সিসা বারে রাব্বি হত্যার পেছনে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব : র‌্যাব

ছবি

আসন সমঝোতার কথা বলে এনসিপিকে কেনা যাবে না: হাসনাত

ছবি

সাদা পাথর লুট: চিহ্নিতদের বাদ দিয়ে অজ্ঞাত ২০০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা, নানা প্রশ্ন

ছবি

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু: সালাহউদ্দিন

ছবি

‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন’, জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান

ছবি

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতি, চিকিৎসা করতে গিয়ে তিনজন হাসপাতালে

ছবি

বিষের ফাঁদে সুন্দরবন, দাদনে জিম্মি জেলে

ছবি

এয়ার টিকেটের উচ্চমূল্য, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে খাত

ছবি

প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন সেই মাসেই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

মুচি সম্প্রদায়ের দু’জনকে পিটিয়ে হত্যা: এখনও গ্রেপ্তার হয়নি শনাক্ত ৫ জন

ছবি

জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা, খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে ঐকমত্য কমিশন

ছবি

‘অপ্রয়োজনীয়’ স্বাস্থ্য পরীক্ষা বন্ধের আহ্বান আসিফ নজরুলের

ছবি

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ শুরু

ছবি

শনিবার থেকে চট্টগ্রাম–ঢাকা পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু

ছবি

প্রেস সচিবের নির্দেশনার প্রসঙ্গ টেনে ভুল স্বীকার করলেন ওসি

ছবি

১৫ আগস্ট: শেখ মুজিব ও তার পরিবার হত্যার ৫০ বছর

tab

জাতীয়

বিদেশে বাংলাদেশি কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

পত্রিকা পড়ে জেনেছি, উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি: রেজওয়ানা

কূটনৈতিক বার্তা পরিবেশক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রোববার, ১৭ আগস্ট ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

তবে চেষ্টা করেও রোববার,(১৭ আগস্ট ২০২৫) সাংবাদিকরা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাননি। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ ব্যাপারে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব এ বিষয়ে কোনো কথা বলেননি। মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমানও প্রশ্ন এড়িয়ে যান। মিশনগুলো থেকে নামানোর উদ্যোগ নেয়া হলেও রোববার, বিকেল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি দেখা যায়।

তবে রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশনার যে খবর সংবাদ মাধ্যমে এসেছে তা তিনি পত্রিকা পড়ে জেনেছেন। তিনি বলেছেন, উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এক সাংবাদিকের প্রশ্নে রিজওয়ানা বলেন, ‘এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা জানি না। আমি পত্রিকায় দেখেছি। সরকারি পর্যায়ের সব মহলের সিদ্ধান্ত হলে সেটা লিখিত থাকত। সরকার আদৌ এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা জানি না। উপদেষ্টা পরিষদের সভায় এটা আলোচিত হয়নি। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হলে সভায় আলোচিত হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে- কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত একাধিক মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন।

দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের

বাসভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এ পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকছে না।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।’

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে।

সারাবিশ্বে বাংলাদেশের ৮২টি মিশন ও উপ-মিশন রয়েছে। এর মধ্যে ৬৫টির বেশি মিশন ও উপ-মিশন থেকে ৫ আগস্টের পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। যে কয়েকটি মিশনের এখনো রাষ্ট্রপতির ছবি টানানো রয়েছে সেগুলো নামিয়ে ফেলতে সম্প্রতি নির্দেশনা দেয়া হয়।

গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্টপতি মো, সাহাবুদ্দিনকে সরানোর অনেক চেষ্টা হয়েছে। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হয়নি। এরপর সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির ছবি না টানানোর সিদ্ধান্ত নেয়া হয়। তখনই অনেক কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলা হয়। তবে অনেক দূতাবাসে এখনও রাষ্ট্রপতি ছবি টানানো রয়েছে।

ছবি সরানোর উদ্যোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়ার সফরের সময় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে এবং রাষ্ট্রদূতের বাসভবনে রাষ্ট্রপতির ছবি থাকার বিষয়টি আলোচনায় আসে। যেহেতু অন্যান্য দূতাবাসের ছবি সরানো হয়েছে, এখানে সরানো হয়নি কেন, সেই প্রশ্ন আসে। এরপর মিশনগুলো থেকে যেন সরানো হয়, অর্থাৎ একই রকম থাকে, সেই উদ্যোগ নেয়া হয়।’

back to top