alt

জাতীয়

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদে লড়বেন পাঁচ নারী

এম এইচ ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয় : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ডাকসুর শীর্ষ তিন পদে লড়ছেন উমামা ফাতেমা, তাসনিম আফরোজ ইমি, সাবিনা ইয়াসমিন, ফাতেহা শারমিন এ্যানি, আশরেফা খাতুন

ডাকসুর ইতিহাসে এবারই প্রথম একাধিক নারী শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়ন নিয়েছেন। তাদের মধ্যে দু’জন ভিপি পদে, একজন জিএস ও দু’জন এজিএস পদে লড়বেন।

মঙ্গলবার,(১৯ আগস্ট ২০২৫) বিকেল চারটায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের মনোনয়ন ফরম বিতরণের শেষ সময়। কেন্দ্রীয় ছাত্রসংসদের ২৮টি পদের বিপরীতে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৬৫৮টি।

বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ ঘোষণা

আবিদ ও হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল

সবার আগে শিবিরের মনোনয়ন জমা

মঙ্গলবার বিকেল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এদিকে গত ১৮ আগস্ট মনোনয়ন সংগ্রহের শেষ দিন থাকলেও একটি ছাত্রী হলে ছাত্রদলের নেতাকর্মীদের ফরম সংগ্রহে বাধার অভিযোগ উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত আসে। তবে সময় বাড়ানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্রসংগঠন। তারা বলছে, একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিতেই প্রশাসন সময় বাড়িয়েছে। অভিযোগের বিষয়ে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য আমরা এক দিন সময় বৃদ্ধি করিনি?। আপনারা দেখেছেন মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার। সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারে, সেজন্যই আমরা এক দিন বাড়িয়েছি।’

ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসে দুইজন নারী ভিপি নির্বাচিত হওয়ার ইতিহাস জানা যায়। এরমধ্যে প্রথম নারী ভিপি হিসেবে এ আসন অলংকৃত করেন বেগম জাহানারা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৯৬০-৬১ শিক্ষাবর্ষের ডাকসু নির্বাচনে এ পদে নির্বাচিত হন। এর পরে খুব অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় নারী দেখা মেলে। তিনি ছিলেন মাহফুজা খানম। মাহফুজা খানম বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন। এর পরে আর কোনো নারী ভিপির দেখা পায়নি ডাকসু।

ভিপিতে দুই মুখ

ছয় বছরের খরা কাটিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারের ডাকসুর তিন পদ সহ-সভাপতি (ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছেলেদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে পাঁচ নারী শিক্ষার্থীকে।

নারী ভিপি গৌরব ফিরিয়ে আনতে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ উমামা ফাতিমা। ক্যাম্পাস ও জাতীয় নানা ইস্যুতে সরব থাকা এই মুখ সবচেয়ে বেশি পরিচিতি পায় জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। সে সময় দলের পরিচয়ের বাইরে এসে যে কয়েকজন ছাত্রী ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা, আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে কাজ করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম।

কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কের দায়িত্বে থাকা উমামা অভ্যুত্থানের পরেই ছাত্র ফেডারেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব থেকে পদত্যাগ করেন। তখন ধারণা করা হচ্ছিল- নতুন দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। তবে সবার ধারণা পাল্টে দিয়ে তিনি এক ধাপ এগিয়ে স্বতন্ত্র প্যানেল তৈরি করেন। যখন সবাই বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের ব্যানার বিক্রি করে নানা কু-কাজে যুক্ত হচ্ছে তখন উমামার এমন কাজ সর্বমহলে প্রশংসা কুড়াতে দেখা যায়।

এছাড়াও অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানা ইস্যুতেও পত্রিকার শিরোনাম হয়েছেন উমামা। সর্বশেষ বিশ্ববিদ্যালয় ডাকসুর তফসিল ঘোষণা করলে সর্বপ্রথম স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দেয়া এবং একযোগে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গড়ে তোলা এ আন্দোলনে ফের আলোচনায় আসেন এই নারী।

যদিও বিভিন্ন দলীয় প্যানেল থেকে তাকে প্রস্তাব দেয়া হয়। তবে সব দলের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ প্যানেলের সার্বিক কাজ শেষ করেছেন তিনি। স্বতন্ত্র এ প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা নিজে এবং জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি প্রতিদ্বন্দ্বী করবেন বলে জানা যায়।

উমামার মতোই এবারের ডাকসুতে ভিপি পদে লড়বেন আরেক শিক্ষার্থী তাসনিম আফরোজ ইমি। বামপন্থি সংগঠনগুলোর জোটের উদ্যোগে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ নামের এ প্যানেলে লড়বেন তিনি। এ জোটে তার সঙ্গে জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

ইমি সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সেখান থেকেও পদত্যাগ করেন তিনি। ইমি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জিএস এক নারী

ভিপি পদে দুজন নারী প্রার্থীর দেখা মিললেও এবারের ডাকসুতে জিএস পদে একজন নারী প্রার্থীর তথ্য জানা যায়। তার নাম সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে এবারের ডাকসুতে জিএস পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি।

# এজিএসে লড়ছেন যে দুই নারী

ডাকসুর শীর্ষ তিন পদের মধ্যে এজিএস পদে লড়ার ঘোষণা দিয়েছেন দুই নারী। এদের মধ্যে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি। মিডিয়াপাড়ায় তার নাম অপরিচিত হলেও নানা সামাজিক, সাংস্কৃতিক ও নারীদের অধিকার নিয়ে বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কাজে জড়িত থাকায় ওই অঙ্গনে পরিচিতি ব্যাপক। এ্যানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলে অধ্যয়নরত। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি। তিনি বহ্নিশিখা নারী ও শিশু অধিকারবিষয়ক সামাজিক সংগঠনের কেন্দ্রীয় সংগঠক, রোকেয়া হল সাহিত্য সংসদের এইচ আর, ক্যাম্পাসভিত্তিক সামাজিক সংগঠন ‘সজ্জা’-এর উপ-প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া ‘গ্রিন ভয়েস’-এর কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পালন করছেন তিনি। গত ডাকসুতে গ্রিন ক্যাম্পাসের শত ভলেন্টিয়ার প্রজেক্টের একজন ভলেন্টিয়ার ছিলেন তিনি। করোনার সময়কালে বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়াও তার বাকপটুতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালক, ডিবেটর, আবৃত্তিকার হিসেবেও বেশ খ্যাতি রয়েছে।

একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের এক নারী শিক্ষার্থীকে মনোনয়ন দেয়ার কথা জানা যায়। ওই শিক্ষার্থীর নাম আশরেফা খাতুন। তিনি ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। আশরেফা বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, আশরেফা খাতুন ২০১৯ সাল থেকেই অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন। নিরাপদ সড়ক আন্দোলনে শাহবাগের উত্তপ্ত রাজপথে স্লোগানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর সাত কলেজ বাতিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন আশরেফা খাতুন।

অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেষ্ট ভূমিকা পালন করেছেন তিনি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের প্রথম দিন থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন আশরেফা খাতুন।

# আবিদ ও হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল

এবারের ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে ভিপি ও জিএস পদে নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানটির শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামীম। আবিদ ও হামীমের বিষয়টি এতদিন আলোচনায় থাকলেও তাদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ১৮ আগস্ট ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল থেকে মনোনয়ন নিয়েছেন আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বারি হামীম। আবিদুল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। আর শেখ তানভীর বারি হামীম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এছাড়া ছাত্রদলের প্যানেল থেকে বিজয় হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এজিএস পদে লড়বেন।

# সবার আগে শিবিরের মনোনয়ন জমা

সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়েছে ছাত্রশিবিরে নেতৃত্বাধীন প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয়ে মনোনয়ন জমা দেন তারা।

# বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থি শিক্ষার্থীদের জোট ‘প্রতিরোধ পর্ষদ’। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত একটি সংবাদ সম্মেলন থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জোটটি। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিবেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অংশ নেবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।

ছবি

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, বেশি মোটরসাইকেলে

ছবি

বারবার যান্ত্রিক ত্রুটি: যেসব পদক্ষেপের কথা জানালো বিমান

ছবি

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক

ছবি

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে ফেরানোর পূর্ণাঙ্গ রায়

ছবি

পাটুরিয়ায় নদী ভাঙন: নিঃস্ব ঘাট পাড়ের অন্তত ৩০টি পরিবার

ছবি

ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি নির্বাচনে দলীয় প্রতীক বাদ

ছবি

একদিনে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ছবি

ছাদ সৌরবিদ্যুৎ: ৩ হাজার মেগাওয়াট ডিসেম্বরের মধ্যে ‘অসম্ভব ও উচ্চাভিলাষী’ বলছে আইইইএফএ

ছবি

যুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার

ছবি

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০, বাড়িঘর লুট, ভাঙচুর

ছবি

জুলাই সনদের ‘অসংগতি সংশোধন’ হলে মতামত দেবে বিএনপি

ছবি

‘অনিয়মের’ অভিযোগ: কয়লা আমদানির দরপত্র বাতিল, সংকটে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

ছবি

মালয়েশিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

ছবি

‘তিন শিক্ষক মানবতা ও সাহসিকতার দৃষ্টান্ত’ — প্রধান উপদেষ্টা

ছবি

সিএমপি কমিশনারের বেতার বার্তা ফাঁস: পুলিশ সদস্য অমি দাশ তিন দিনের রিমান্ডে

ছবি

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চাইল দুদক

ছবি

অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

ছবি

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশকে ৪০ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন

ছবি

সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ছবি

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার-আহতদের অবস্থান, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

ছবি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ, অধ্যাদেশ জারি

ছবি

ট্রাইব্যুনালে ছেলের লাশ পোড়ানোর ভিডিও চলাকালে ভেঙে পড়লেন বাবা

ছবি

রাজশাহীতে ‘আওয়ামী লীগ নেতাদের’ সশস্ত্র হামলার বর্ণনা ট্রাইব্যুনালে দিলেন জসিম, ফাঁসি দাবি

ছবি

ধর্ম নিয়ে কটূক্তি ‘ব্যক্তির অপরাধ’, সম্প্রদায়কে দায়ী করা যাবে না: ধর্ম উপদেষ্টা

ছবি

অ্যাম্বুলেন্স চক্রে জিম্মি রোগী ও স্বজন

ছবি

‘ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় পাহাড়ে দখল, উচ্ছেদ, সংঘাত’

ছবি

বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে ‘রেকর্ড’

ছবি

কর্মস্থলে অনুপস্থিত: হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি

হায়দরাবাদে পাচার হওয়া বাংলাদেশি কিশোরী উদ্ধার

ছবি

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

ছবি

চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে : ইসি সচিব

ছবি

পাটুরিয়া-দৌলতদিয়া-কাজীরহাট: ফেরি চলাচল ব্যাহত, ঘাট এলাকায় যানজট, দুর্ভোগ

ছবি

সেমিনারে চিকিৎসকদের অভিমত, ‘জুলাই আন্দোলনে আহতদের সাড়ে ৮২ শতাংশ বিষণ্নতায় ভুগছেন’

ছবি

শাটডাউন কর্মসূচিতে যাচ্ছেন বমেকের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা

ছবি

বিপর্যয়ের একটি সকাল কেড়ে নিলো পাঁচটি তাজা প্রাণ

ছবি

জুলাই গণঅভ্যুত্থানে হাসান ইমামকে গুলি করেন তিন পুলিশ সদস্য: একজনের সাক্ষ্য

tab

জাতীয়

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদে লড়বেন পাঁচ নারী

এম এইচ ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাকসুর শীর্ষ তিন পদে লড়ছেন উমামা ফাতেমা, তাসনিম আফরোজ ইমি, সাবিনা ইয়াসমিন, ফাতেহা শারমিন এ্যানি, আশরেফা খাতুন

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ডাকসুর ইতিহাসে এবারই প্রথম একাধিক নারী শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়ন নিয়েছেন। তাদের মধ্যে দু’জন ভিপি পদে, একজন জিএস ও দু’জন এজিএস পদে লড়বেন।

মঙ্গলবার,(১৯ আগস্ট ২০২৫) বিকেল চারটায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের মনোনয়ন ফরম বিতরণের শেষ সময়। কেন্দ্রীয় ছাত্রসংসদের ২৮টি পদের বিপরীতে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৬৫৮টি।

বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ ঘোষণা

আবিদ ও হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল

সবার আগে শিবিরের মনোনয়ন জমা

মঙ্গলবার বিকেল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এদিকে গত ১৮ আগস্ট মনোনয়ন সংগ্রহের শেষ দিন থাকলেও একটি ছাত্রী হলে ছাত্রদলের নেতাকর্মীদের ফরম সংগ্রহে বাধার অভিযোগ উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত আসে। তবে সময় বাড়ানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্রসংগঠন। তারা বলছে, একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিতেই প্রশাসন সময় বাড়িয়েছে। অভিযোগের বিষয়ে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য আমরা এক দিন সময় বৃদ্ধি করিনি?। আপনারা দেখেছেন মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার। সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারে, সেজন্যই আমরা এক দিন বাড়িয়েছি।’

ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসে দুইজন নারী ভিপি নির্বাচিত হওয়ার ইতিহাস জানা যায়। এরমধ্যে প্রথম নারী ভিপি হিসেবে এ আসন অলংকৃত করেন বেগম জাহানারা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৯৬০-৬১ শিক্ষাবর্ষের ডাকসু নির্বাচনে এ পদে নির্বাচিত হন। এর পরে খুব অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় নারী দেখা মেলে। তিনি ছিলেন মাহফুজা খানম। মাহফুজা খানম বিশ্ববিদ্যালয়ের ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন। এর পরে আর কোনো নারী ভিপির দেখা পায়নি ডাকসু।

ভিপিতে দুই মুখ

ছয় বছরের খরা কাটিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এবারের ডাকসুর তিন পদ সহ-সভাপতি (ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছেলেদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে পাঁচ নারী শিক্ষার্থীকে।

নারী ভিপি গৌরব ফিরিয়ে আনতে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ উমামা ফাতিমা। ক্যাম্পাস ও জাতীয় নানা ইস্যুতে সরব থাকা এই মুখ সবচেয়ে বেশি পরিচিতি পায় জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। সে সময় দলের পরিচয়ের বাইরে এসে যে কয়েকজন ছাত্রী ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা, আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে কাজ করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম।

কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কের দায়িত্বে থাকা উমামা অভ্যুত্থানের পরেই ছাত্র ফেডারেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব থেকে পদত্যাগ করেন। তখন ধারণা করা হচ্ছিল- নতুন দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। তবে সবার ধারণা পাল্টে দিয়ে তিনি এক ধাপ এগিয়ে স্বতন্ত্র প্যানেল তৈরি করেন। যখন সবাই বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের ব্যানার বিক্রি করে নানা কু-কাজে যুক্ত হচ্ছে তখন উমামার এমন কাজ সর্বমহলে প্রশংসা কুড়াতে দেখা যায়।

এছাড়াও অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানা ইস্যুতেও পত্রিকার শিরোনাম হয়েছেন উমামা। সর্বশেষ বিশ্ববিদ্যালয় ডাকসুর তফসিল ঘোষণা করলে সর্বপ্রথম স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দেয়া এবং একযোগে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গড়ে তোলা এ আন্দোলনে ফের আলোচনায় আসেন এই নারী।

যদিও বিভিন্ন দলীয় প্যানেল থেকে তাকে প্রস্তাব দেয়া হয়। তবে সব দলের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ প্যানেলের সার্বিক কাজ শেষ করেছেন তিনি। স্বতন্ত্র এ প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা নিজে এবং জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি প্রতিদ্বন্দ্বী করবেন বলে জানা যায়।

উমামার মতোই এবারের ডাকসুতে ভিপি পদে লড়বেন আরেক শিক্ষার্থী তাসনিম আফরোজ ইমি। বামপন্থি সংগঠনগুলোর জোটের উদ্যোগে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ নামের এ প্যানেলে লড়বেন তিনি। এ জোটে তার সঙ্গে জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

ইমি সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সেখান থেকেও পদত্যাগ করেন তিনি। ইমি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জিএস এক নারী

ভিপি পদে দুজন নারী প্রার্থীর দেখা মিললেও এবারের ডাকসুতে জিএস পদে একজন নারী প্রার্থীর তথ্য জানা যায়। তার নাম সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে এবারের ডাকসুতে জিএস পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি।

# এজিএসে লড়ছেন যে দুই নারী

ডাকসুর শীর্ষ তিন পদের মধ্যে এজিএস পদে লড়ার ঘোষণা দিয়েছেন দুই নারী। এদের মধ্যে স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি। মিডিয়াপাড়ায় তার নাম অপরিচিত হলেও নানা সামাজিক, সাংস্কৃতিক ও নারীদের অধিকার নিয়ে বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কাজে জড়িত থাকায় ওই অঙ্গনে পরিচিতি ব্যাপক। এ্যানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলে অধ্যয়নরত। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি। তিনি বহ্নিশিখা নারী ও শিশু অধিকারবিষয়ক সামাজিক সংগঠনের কেন্দ্রীয় সংগঠক, রোকেয়া হল সাহিত্য সংসদের এইচ আর, ক্যাম্পাসভিত্তিক সামাজিক সংগঠন ‘সজ্জা’-এর উপ-প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া ‘গ্রিন ভয়েস’-এর কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পালন করছেন তিনি। গত ডাকসুতে গ্রিন ক্যাম্পাসের শত ভলেন্টিয়ার প্রজেক্টের একজন ভলেন্টিয়ার ছিলেন তিনি। করোনার সময়কালে বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়াও তার বাকপটুতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালক, ডিবেটর, আবৃত্তিকার হিসেবেও বেশ খ্যাতি রয়েছে।

একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের এক নারী শিক্ষার্থীকে মনোনয়ন দেয়ার কথা জানা যায়। ওই শিক্ষার্থীর নাম আশরেফা খাতুন। তিনি ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। আশরেফা বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, আশরেফা খাতুন ২০১৯ সাল থেকেই অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন। নিরাপদ সড়ক আন্দোলনে শাহবাগের উত্তপ্ত রাজপথে স্লোগানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর সাত কলেজ বাতিল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন আশরেফা খাতুন।

অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সর্বদা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেষ্ট ভূমিকা পালন করেছেন তিনি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের প্রথম দিন থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন আশরেফা খাতুন।

# আবিদ ও হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল

এবারের ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে ভিপি ও জিএস পদে নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানটির শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামীম। আবিদ ও হামীমের বিষয়টি এতদিন আলোচনায় থাকলেও তাদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ১৮ আগস্ট ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেল থেকে মনোনয়ন নিয়েছেন আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বারি হামীম। আবিদুল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। আর শেখ তানভীর বারি হামীম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এছাড়া ছাত্রদলের প্যানেল থেকে বিজয় হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এজিএস পদে লড়বেন।

# সবার আগে শিবিরের মনোনয়ন জমা

সবার আগে মনোনয়ন ফরম জমা দিয়েছে ছাত্রশিবিরে নেতৃত্বাধীন প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয়ে মনোনয়ন জমা দেন তারা।

# বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থি শিক্ষার্থীদের জোট ‘প্রতিরোধ পর্ষদ’। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত একটি সংবাদ সম্মেলন থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জোটটি। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিবেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অংশ নেবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।

back to top