ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শাহাবের পাশাপাশি তার স্ত্রী শিরিন আক্তার, মেয়ে তাসমিয়া শারমিন ও ছেলে জাকির হোসেন জুমনের নামে থাকা এসব হিসাবে রয়েছে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা। তাদের ৮ হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম। আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও জাকির হোসেন জুমনের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে এ পরিবারের ৮টি ব্যাংক হিসাব পাওয়া যায়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২০ আগস্ট ২০২৫
দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শাহাবের পাশাপাশি তার স্ত্রী শিরিন আক্তার, মেয়ে তাসমিয়া শারমিন ও ছেলে জাকির হোসেন জুমনের নামে থাকা এসব হিসাবে রয়েছে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা। তাদের ৮ হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম। আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও জাকির হোসেন জুমনের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে এ পরিবারের ৮টি ব্যাংক হিসাব পাওয়া যায়।