alt

জাতীয়

বেঁধে দেয়া দামে এলপি গ্যাস বিক্রিতে অনাগ্রহী ব্যবসায়ীরা

ফয়েজ আহমেদ তুষার : বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেয়া দামে এলপি গ্যাস বিক্রি করতে চাইছেন না সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার যে দাম ঘোষণা করেছে, সেই দামে এলপি গ্যাস বিক্রি করে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণে আগামী ৭ জুলাই গণশুনানির উদ্যোগ নিয়েছে কমিশন। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’র দাম বেঁধে দেয়ার তিন মাসের মাথায় আবারও গণশুনানির এ সিদ্ধান্ত নেয়া হলো।

এদিকে সারাদেশেই এলপি গ্যাসের দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে। এলপিজি অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর পেছনে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ ওঠেছে। সোনারগাঁয়ের খুচরা ব্যবসায়ী মো. শাহজালাল জানান, গত সপ্তাহে ৮৩০-৮৬০ টাকা দিয়ে ১২ কেজি সিলিন্ডার কিনেছেন তিনি। সোমবার একাধিক ডিলার ও এজেন্টের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন দাম বেড়ে গেছে। ৮৮০ থেক ৯২০ টাকায় সিলিন্ডার পাওয়া যাবে। গতকাল বুধবারের খবরে বাজার আরও চড়া। এখন বাজারে পাইকারি সিলিন্ডার ৯৫০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার খবর এসেছে, মুন্সীগঞ্জ, রংপুর, বগুড়াসহ আরও কিছু জেলা থেকে।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। এরপর প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করা হচ্ছে। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা অতিরিক্ত নানা খরচ দেখিয়ে শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনঃনির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এ কারণেই পুনরায় গণশুনানিতে যাচ্ছে কমিশন।

এলপি গ্যাস বা এলপিজির দাম পুনঃনির্ধারণে জানুয়ারিতে অনুষ্ঠিত গণশুনানিতে লোয়াব ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৫৯ টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল। লোয়াবের সেই প্রস্তাব নাকচ করে বিইআরসি দাম ঘোষণা করেছিল ১২ কেজির সিলিন্ডার ৯৭৫ টাকা। লোয়াবের যুক্তি খন্ডন করতে গিয়ে বিইআরসি তখন বলেছিল, ‘আপনারা যে দাম চাচ্ছেন, তার চেয়ে অনেক কম দামে বিক্রি করছেন। আমরা মার্কেট যাচাই করে দেখেছি, ৯৫০ টাকা থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে আপনাদের প্রস্তাবের কোন যৌক্তিকতা দেখছি না।’

ওই দর ঘোষণার পরদিনই লোয়াব আবার দাম বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দেয় বিইআরসিকে। কিন্তু বিইআরসি সেই চিঠির জবাব দিয়ে বলেছে, গণশুনানি ছাড়া এলপিজির প্রফিট মার্জিন বাড়ানোর কোন পথ খোলা নেই। বর্তমানে শুধু আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ওঠা-নামা করলে সেই পরিমাণ কমবেশি হবে। গণশুনানির আদেশের পরিপ্রেক্ষিতে বিশেষ কমিটি এটি সমন্বয় করছে। ১২ এপ্রিল ঘোষিত দরের বিষয়ে আপত্তি থাকলে লাইসেন্সিকে আবেদন করতে হবে।

এ নিয়ে টানাপড়েনের মধ্যে পরবর্তি দুই মাসে আরও দুই দফা এলপিজির দর ঘোষণা করে বিইআরসি। সর্বশেষ ৩১ মে জুন মাসের জন্য দর ঘোষণা করা হয়। সেখানে বিইআরসি চেয়ারম্যান বলেন, গত ৩০ মে ৬টি কোম্পানি দাম বাড়ানোর জন্য গণশুনানির আবেদন করেছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেব।

এদিকে এলপিজির দাম পুনঃনির্ধারণের দাবিতে লোয়াবের চিঠিতে উল্লেখ করা হয়, ‘বিইআরসি দর ঘোষণার সময়ে তাদের অনেকগুলো খাতের খরচকে বিবেচনা আনা হয়নি। অপারেটর প্রফিট, ব্যাংকের সুদ, আমদানি ব্যয়, ডিস্ট্রিবিউশন খরচ, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন সবমিলিয়ে ৪৮১ টাকা চেয়েছিলাম, সেখানে বিইআরসি ১৯৪ টাকা অনুমোদন করেছে। ডিলার ও খুচরা বিক্রেতার প্রফিট যথাক্রমে ২৪ টাকা ২৭ টাকা ধরা হয়েছে এটি বাস্তবসম্মত হয়নি। এলপিজি শিল্পের অস্তিত্ব রক্ষায় ১২ কেজি সিলিন্ডারের ঘোষিত দরের সঙ্গে আরও ২৮৭ টাকা যুক্ত করা হোক।’

প্রথমবার এলপি গ্যাসের দর ঘোষণার সময় বিইআরসি বলেছিল, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। মার্চের সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে আসে সে অনুযায়ী জুন মাসের জন্য ১২ কেজি বেসরকারি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা পুনঃনির্ধারণ করা হয়।

সে অনুযায়ী জুনের শুরুতে কয়েকদিন কম দামেই কেনাবেচা হয়। কিন্তু গত মঙ্গলবার ও বুধবার সারাদেশে একযোগে পাইকারি দরেই ৮৯০ থেকে ১০০০ টাকায় বেচাকেনার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আসন্ন গণশুনানিতে দাম বাড়ানোর অযুহাত দাঁড় করাতেই দেশব্যাপী মূল্যবৃদ্ধির এই কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে বিইআরসির এক কর্মকর্তা বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত একটি প্রক্রিয়া অনুসরণ করে মাসে মাসে সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটররা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তিনি বলেন, ৭ জুলাই বিয়াম ফাউন্ডেশনে এই শুনানি হবে। একদিনে যদি আলোচনা শেষ করা না যায় তাহলে আরও একদিন অর্থাৎ ৮ জুলাইও রাখা হয়েছে শুনানির সুযোগ।

বিইআরসি এলপি গ্যাসের মূল্য বেঁধে দেয়ায় দীর্ঘদিন এলপি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের একচেটিয়া প্রভাব কিছুটা কমে এসেছিল। সাধারণ গ্রাহক সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস না পেলে, বিক্রেতাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে নতুন করে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম বাড়ানো হলে বাজারে ব্যবসায়ীদের আধিপত্যই প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন এ খাতের বিশ্লেষকরা।

ছবি

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে : আরাফাত

স্বাধীনতার ঘোষণাপত্র এবং মুজিবনগর দিবস সম্পর্কে নতুন প্রজন্মেকে জানাতে হবে

ছবি

স্থানীয় সরকার নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি সংসদ নির্বাচ‌নের ‌চে‌য়ে বে‌শি থাকবে

ছবি

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন-জুলাইয়ে দেশে ইনফ্লুয়েঞ্জার হার বেশি

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখতে বললেন প্রধানমন্ত্রী

এথেন্স সম্মেলনে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ছবি

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: স্পিকার

ছবি

মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার তাগিদ প্রধানমন্ত্রীর

ছবি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ

ছবি

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

ছবি

এমভি আবদুল্লাহ : ২১ নাবিক দেশে ফিরবেন জাহাজে, বাকি দুজন বিমানে

ছবি

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু, আবেদনের নিয়ম

ছবি

ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে আলোচনা

ছবি

টিসিবির তালিকা হালনাগাদ করতে চাই:বাণিজ্য প্রতিমন্ত্রী

ছবি

লক্ষ্যমাত্রার চেয়ে গমের আবাদ কম

ছবি

ভোজ্য তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা আপত্তি বাণিজ্য প্রতিমন্ত্রীর

ছবি

অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো : তথ্য প্রতিমন্ত্রী

ছবি

জলবায়ু পরিবর্তনে দেশে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখাত : মন্ত্রী

ছবি

দেশে ফিরতে আরও ১০ দিন সময় লাগবে নাবিকদের

ছবি

মুক্ত এমভি আবদুল্লাহর ৩ ছবি প্রকাশ

ছবি

২ মে বসছে সংসদের দ্বিতীয় অধিবেশন

ছবি

কারো যাতে ডেঙ্গু না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি

মুক্তিপণ দেওয়ার ছবি নিয়ে যা বললেন নৌ প্রতিমন্ত্রী

ছবি

লঞ্চে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীর চাপ

ছবি

নববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

ছবি

জিম্মি জাহাজটি কীভাবে মুক্ত হলো, জানাল মালিকপক্ষ

ছবি

সোমানিয়ান জলদস্যুদের কবল থেকে এমভি আব্দুল্লাহ মুক্ত ২৩ নাবিক অক্ষত

ছবি

মুক্তিপণ নিয়ে তীরে উঠেই ৮ জলদস্যু গ্রেপ্তার

ছবি

দেশের প্রতি ভালোবাসার বার্তা এমভি আব্দুল্লাহর নাবিকদের

ছবি

কত টাকায় মুক্তি পেলেন জিম্মি ২৩ বাংলাদেশি নাবিক

ছবি

সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক মুক্ত

ছবি

আজ পহেলা বৈশাখ,নতুন বছর বরণের দিন,বাঙালির উৎসবের দিন

ছবি

চালের বস্তায় যেসব লেখা বাধ্যতামূলক করল সরকার

ছবি

নাবিকরা শিগগিরই মুক্তি পাবে : পররাষ্ট্রমন্ত্রী

tab

জাতীয়

বেঁধে দেয়া দামে এলপি গ্যাস বিক্রিতে অনাগ্রহী ব্যবসায়ীরা

ফয়েজ আহমেদ তুষার

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেয়া দামে এলপি গ্যাস বিক্রি করতে চাইছেন না সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার যে দাম ঘোষণা করেছে, সেই দামে এলপি গ্যাস বিক্রি করে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণে আগামী ৭ জুলাই গণশুনানির উদ্যোগ নিয়েছে কমিশন। দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’র দাম বেঁধে দেয়ার তিন মাসের মাথায় আবারও গণশুনানির এ সিদ্ধান্ত নেয়া হলো।

এদিকে সারাদেশেই এলপি গ্যাসের দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে। এলপিজি অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর পেছনে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ ওঠেছে। সোনারগাঁয়ের খুচরা ব্যবসায়ী মো. শাহজালাল জানান, গত সপ্তাহে ৮৩০-৮৬০ টাকা দিয়ে ১২ কেজি সিলিন্ডার কিনেছেন তিনি। সোমবার একাধিক ডিলার ও এজেন্টের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন দাম বেড়ে গেছে। ৮৮০ থেক ৯২০ টাকায় সিলিন্ডার পাওয়া যাবে। গতকাল বুধবারের খবরে বাজার আরও চড়া। এখন বাজারে পাইকারি সিলিন্ডার ৯৫০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার খবর এসেছে, মুন্সীগঞ্জ, রংপুর, বগুড়াসহ আরও কিছু জেলা থেকে।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। এরপর প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করা হচ্ছে। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা অতিরিক্ত নানা খরচ দেখিয়ে শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনঃনির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এ কারণেই পুনরায় গণশুনানিতে যাচ্ছে কমিশন।

এলপি গ্যাস বা এলপিজির দাম পুনঃনির্ধারণে জানুয়ারিতে অনুষ্ঠিত গণশুনানিতে লোয়াব ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৫৯ টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল। লোয়াবের সেই প্রস্তাব নাকচ করে বিইআরসি দাম ঘোষণা করেছিল ১২ কেজির সিলিন্ডার ৯৭৫ টাকা। লোয়াবের যুক্তি খন্ডন করতে গিয়ে বিইআরসি তখন বলেছিল, ‘আপনারা যে দাম চাচ্ছেন, তার চেয়ে অনেক কম দামে বিক্রি করছেন। আমরা মার্কেট যাচাই করে দেখেছি, ৯৫০ টাকা থেকে ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে আপনাদের প্রস্তাবের কোন যৌক্তিকতা দেখছি না।’

ওই দর ঘোষণার পরদিনই লোয়াব আবার দাম বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দেয় বিইআরসিকে। কিন্তু বিইআরসি সেই চিঠির জবাব দিয়ে বলেছে, গণশুনানি ছাড়া এলপিজির প্রফিট মার্জিন বাড়ানোর কোন পথ খোলা নেই। বর্তমানে শুধু আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ওঠা-নামা করলে সেই পরিমাণ কমবেশি হবে। গণশুনানির আদেশের পরিপ্রেক্ষিতে বিশেষ কমিটি এটি সমন্বয় করছে। ১২ এপ্রিল ঘোষিত দরের বিষয়ে আপত্তি থাকলে লাইসেন্সিকে আবেদন করতে হবে।

এ নিয়ে টানাপড়েনের মধ্যে পরবর্তি দুই মাসে আরও দুই দফা এলপিজির দর ঘোষণা করে বিইআরসি। সর্বশেষ ৩১ মে জুন মাসের জন্য দর ঘোষণা করা হয়। সেখানে বিইআরসি চেয়ারম্যান বলেন, গত ৩০ মে ৬টি কোম্পানি দাম বাড়ানোর জন্য গণশুনানির আবেদন করেছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেব।

এদিকে এলপিজির দাম পুনঃনির্ধারণের দাবিতে লোয়াবের চিঠিতে উল্লেখ করা হয়, ‘বিইআরসি দর ঘোষণার সময়ে তাদের অনেকগুলো খাতের খরচকে বিবেচনা আনা হয়নি। অপারেটর প্রফিট, ব্যাংকের সুদ, আমদানি ব্যয়, ডিস্ট্রিবিউশন খরচ, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন সবমিলিয়ে ৪৮১ টাকা চেয়েছিলাম, সেখানে বিইআরসি ১৯৪ টাকা অনুমোদন করেছে। ডিলার ও খুচরা বিক্রেতার প্রফিট যথাক্রমে ২৪ টাকা ২৭ টাকা ধরা হয়েছে এটি বাস্তবসম্মত হয়নি। এলপিজি শিল্পের অস্তিত্ব রক্ষায় ১২ কেজি সিলিন্ডারের ঘোষিত দরের সঙ্গে আরও ২৮৭ টাকা যুক্ত করা হোক।’

প্রথমবার এলপি গ্যাসের দর ঘোষণার সময় বিইআরসি বলেছিল, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। মার্চের সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে আসে সে অনুযায়ী জুন মাসের জন্য ১২ কেজি বেসরকারি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা পুনঃনির্ধারণ করা হয়।

সে অনুযায়ী জুনের শুরুতে কয়েকদিন কম দামেই কেনাবেচা হয়। কিন্তু গত মঙ্গলবার ও বুধবার সারাদেশে একযোগে পাইকারি দরেই ৮৯০ থেকে ১০০০ টাকায় বেচাকেনার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আসন্ন গণশুনানিতে দাম বাড়ানোর অযুহাত দাঁড় করাতেই দেশব্যাপী মূল্যবৃদ্ধির এই কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে বিইআরসির এক কর্মকর্তা বলেন, বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত একটি প্রক্রিয়া অনুসরণ করে মাসে মাসে সৌদি আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস আর অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটররা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তিনি বলেন, ৭ জুলাই বিয়াম ফাউন্ডেশনে এই শুনানি হবে। একদিনে যদি আলোচনা শেষ করা না যায় তাহলে আরও একদিন অর্থাৎ ৮ জুলাইও রাখা হয়েছে শুনানির সুযোগ।

বিইআরসি এলপি গ্যাসের মূল্য বেঁধে দেয়ায় দীর্ঘদিন এলপি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের একচেটিয়া প্রভাব কিছুটা কমে এসেছিল। সাধারণ গ্রাহক সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস না পেলে, বিক্রেতাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে নতুন করে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম বাড়ানো হলে বাজারে ব্যবসায়ীদের আধিপত্যই প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন এ খাতের বিশ্লেষকরা।

back to top