ছবি: সংগৃহীত
সারা দেশে করোনাভাইরাসে গত একদিনে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ, দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অন্যজনের ৬০ বছরের বেশি। এ সময়ে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুইজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ৩৪ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে দুই জনের মৃত্যু দেখল দেশ। এর আগে ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে একদিনে দুই জনের মৃত্যু হয়েছিল।
নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩০ জন হয়েছে।
সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।
গত একদিনে ৪ হাজার ৬০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ছবি: সংগৃহীত
সোমবার, ২৩ মে ২০২২
সারা দেশে করোনাভাইরাসে গত একদিনে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ, দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অন্যজনের ৬০ বছরের বেশি। এ সময়ে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুইজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ৩৪ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে দুই জনের মৃত্যু দেখল দেশ। এর আগে ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে একদিনে দুই জনের মৃত্যু হয়েছিল।
নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩০ জন হয়েছে।
সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।
গত একদিনে ৪ হাজার ৬০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।