আইসিডিডিআর,র্বি সাসকাওয়া মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি রোববার (২৬ জুন) কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আজ থেকে আগামী ২ জুলাই পর্যন্ত ২৪ লাখ অধিবাসীকে কলেরার টিকা দেয়া হবে।
আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স) একেএম তারিফুল ইসলাম খান জানান, রোববার থেকে ২ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম ডোজ কলেরা টিকাদান কর্মসূচি চলবে। যাত্রাবাড়িতে ৫ লাখ, সবুজবাগে প্রায় ৪ লাখ ২০ হাজার, দক্ষিণ খানে ২ লাখ ৮০ হাজার, মিরপুরে প্রায় ৭ লাখ ৮০ হাজার, মোহাম্মদপুরে প্রায় ৪ লাখ অধিবাসীকে কলেরার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে মাইকিং করা হচ্ছে। প্রায় ৭শটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছ। কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতা অবলম্বন করে এ সব
এলাকার অধিবাসীদেরকে কলেরার টিকা নিয়ে এ রোগ প্রতিরোধ করার জন্য আহবান করা যাচ্ছে। টিকাদান কার্যক্রমে সহায়তা করতে অনুরোধ করা হচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিকরপোরেশনের সার্বিক সহায়তা আইসিডিডিআর,বি, এ কলেরার টিকার সার্বিক কর্মর্সূচি পালন করবে।
গর্ভবর্তী মহিলা এবং যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোন টিকা গ্রহণ করেছে তারা ব্যতিত সকলেই এই টিকা গ্রহণ করতে পারবেন।
রোববার, ২৬ জুন ২০২২
আইসিডিডিআর,র্বি সাসকাওয়া মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি রোববার (২৬ জুন) কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আজ থেকে আগামী ২ জুলাই পর্যন্ত ২৪ লাখ অধিবাসীকে কলেরার টিকা দেয়া হবে।
আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স) একেএম তারিফুল ইসলাম খান জানান, রোববার থেকে ২ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম ডোজ কলেরা টিকাদান কর্মসূচি চলবে। যাত্রাবাড়িতে ৫ লাখ, সবুজবাগে প্রায় ৪ লাখ ২০ হাজার, দক্ষিণ খানে ২ লাখ ৮০ হাজার, মিরপুরে প্রায় ৭ লাখ ৮০ হাজার, মোহাম্মদপুরে প্রায় ৪ লাখ অধিবাসীকে কলেরার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে মাইকিং করা হচ্ছে। প্রায় ৭শটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছ। কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতা অবলম্বন করে এ সব
এলাকার অধিবাসীদেরকে কলেরার টিকা নিয়ে এ রোগ প্রতিরোধ করার জন্য আহবান করা যাচ্ছে। টিকাদান কার্যক্রমে সহায়তা করতে অনুরোধ করা হচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিকরপোরেশনের সার্বিক সহায়তা আইসিডিডিআর,বি, এ কলেরার টিকার সার্বিক কর্মর্সূচি পালন করবে।
গর্ভবর্তী মহিলা এবং যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোন টিকা গ্রহণ করেছে তারা ব্যতিত সকলেই এই টিকা গ্রহণ করতে পারবেন।