alt

জাতীয়

৯ সরকারি হাইস্কুল প্রকল্পে অনিয়ম, অগ্রিম বিল পরিশোধের পর নির্মাণ কাজে স্থবিরতা

রাকিব উদ্দিন : শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

শিক্ষার গুরুত্বপূর্ণ নয়টি সরকারি হাইস্কুল স্থাপন প্রকল্পের নথিপত্রে অগ্রগতি ৩৫ শতাংশ। তবে বাস্তবে এই প্রকল্প পরিদর্শনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কাজ না হলেও অবকাঠামো নির্মাণে নিয়মিত অর্থও ছাড় হচ্ছে। ঠিকাদারের নামে কোটি টাকার বিল পরিশোধ দেখানো হয়েছে। অথচ উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানতে পায় নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি।

এ তথ্য পাওয়া গেছে বিভাগীয় পর্যায়ে নতুন ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদফতরের (মাউশি) উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি টিম এ প্রকল্পের আওতায় রংপুরে একটি বিদ্যালয় নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে এ তথ্য জানতে পায়।

কিন্তু টাকা ছাড়ের সঙ্গে সম্পৃক্ত প্রকল্প কর্মকর্তা এবং নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রকৌশলীরা প্রভাবশালী হওয়ায় এ অনিয়ম ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে। ইইডির পরিদর্শন দলের সদস্যরা এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেয়ার জন্য সংস্থার শীর্ষ কর্মকর্তার সম্মতি চাইলে তা মেলেনি বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন।

রংপুর সদরে নতুন ‘কামাল কাছলা মৌজা সরকারি উচ্চ বিদ্যালয়’ স্থাপন হচ্ছে। এ জন্য ১০তলা ভিত্তি বিশিষ্ট ১০তলা একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। এ অবমাঠামো নির্মাণের জন্য ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে গত ২৮ এপ্রিল কার্যাদেশ দেয়া হয়। এ নির্মাণ কাজের মোট দরপত্র মূল্য ধরা হয়েছে ২৩ কোটি দশ লাখ টাকার মতো। মোট ৩৬ মাসে নির্মাণ কাজ শেষ করার কথা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প কার্যালয় থেকে গত ২৬ জুন রংপুর অফিসের অনুকূলে (ইইডি) এক কোটি টাকা ছাড় করা হয়। পরবর্তীতে আরও প্রায় পাঁচ কোটি টাকা ছাড় হয় প্রকল্প অফিস থেকে। তবে প্রকল্পের পরিচালক (পিডি) টাকা ছাড়ের বিষয়টি অস্বীকার করেছেন। ইইডির প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরাও এই অনিয়মের সঙ্গে জড়িত বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাজ না হওয়া সত্ত্বেও টাকা ছাড়ের বিষয়ে জানতে চাইলে ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পিডি অধ্যাপক রায়হানা তসলিম সংবাদকে বলেন, রংপুরের ওই স্কুলটির জন্য ‘আমরা টাকা ছাড় করিনি।’

কিন্তু ইইডি কর্মকর্তারা টাকা ছাড়ের প্রমাণ পেয়েছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পিডি বলেন, ‘অল্প কিছু টাকা দেয়া হয়েছে; কাজও এখন চলমান।’

এ বিষয়ে ইইডির রংপুর আঞ্চলিক অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মো. আকতারুজ্জামান সংবাদকে বলেন, তিনি এখন প্রায় পাঁচ কোটি টাকা পেয়েছেন প্রকল্প অফিস থেকে। এর মধ্যে ঠিকাদারকে এক কোটি টাকার মতো দেয়া হয়েছে। বাকি টাকা ‘ইইডির ট্রেজারি’তে রাখা হয়েছে।

ইইডির দুই কর্মকর্তা জানিয়েছেন, রংপুরে একটি স্কুল স্থাপনে ‘ভুল ডিজাইনে ভুল ফাইলিং’ হয়েছে। যদিও এ প্রকল্পের ডিজাইনের দায়িত্বে থাকা সংস্থার নির্বাহী প্রকৌশলী ও ‘বিশেষজ্ঞ’ ডিজাইনার জয়নাল আবেদীন সংবাদকে বলেন, ‘আমি কোনো ভুল ডিজাইন করি না। সেখানে (রংপুর) ফাইলিংয়ে ভুল হয়েছে। এখন নতুন করে ফাইলিং করতে হবে।’

অগ্রিম বিল পরিশোধের পরও নির্মাণ কাজ এগুচ্ছে না বিভাগীয় পর্যায়ে নতুন ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থান প্রকল্পে। এ প্রকল্পের আওতায় রংপুরে দুটি স্কুল নির্মাণের কথা রয়েছে। তবে ছয় মাসে কাজ হয়নি ১০ লাখ টাকারও। এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ওই বিদ্যালয় স্থল পরিদর্শনে যান শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) কয়েকজন প্রকৌশলী ও কর্মকর্তা। তারা সেখানে গিয়ে জানতে পান আগাম টাকা-পয়সা দেয়া হলেও নির্মাণ কাজ শুরু হয়নি।

এরপর তারা বিষয়টি সংস্থার প্রধান প্রকৌশলীকে অবহিত করলে তিনি প্রকৌশলীদের ওপর ‘ক্ষোভ’ প্রকাশ করেন। ‘পরিদর্শনের এজেন্ডায়’ এই স্কুলের নাম না থাকায় ‘ক্ষোভ’ প্রকাশ করেন প্রধান প্রকৌশলী। কারণ ইইডির ওই জোন অফিসের প্রধান এবং ওই কাজের ঠিকাদার-দুজনই ‘প্রভাবশালী’। এ অনিয়মের’ সঙ্গে প্রকল্প কর্মকর্তাদেরও সম্পৃক্ততা থাকতে পারে বলে ইইডি কর্মকর্তাদের ধারণা।

২০১৮ সালের অক্টোবরে শুরু হওয়া ‘৯ স্কুল’ প্রকল্পটির প্রথম দফায় মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। এ হিসেবে আগামী সাত মাসে প্রকল্পের বাস্তবায়ন শেষ করতে হবে।

৪৬৪ কোটি টাকার এ প্রকল্পে গত জুন নাগাদ প্রায় ১৬২ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এ হিসেবে আর্থিক অগ্রগতি দাঁড়ায় ৩৫ শতাংশের মতো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে বাস্তবায়ন হওয়া এ প্রকল্পের প্রকৃত অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তারা সংবাদকে জানিয়েছেন, ৯টি বিদ্যালয়ের মধ্যে অন্তত পাঁচটির অবকাঠামো নির্মাণ কাজই ‘সন্তোষজনক’ নয়। এগুলোতে কখনো কাজ হচ্ছে, কখনো বন্ধ থাকছে। ‘মনিটরিং’ হচ্ছে দায়সারাগোচের। এ কারণে আগাম বিল পরিশোধের পরও কাজ এগুচ্ছে না।

প্রকল্পটির অধীনে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগীয় শহরে দুটি করে, ময়মনসিংহ বিভাগীয় শহর ও জয়পুরহাটে একটি করে এবং সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের কথা রয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় শহরের দুটি বিদ্যালয়ের জমি নির্ধারণ করতেই দুই বছর চলে যায়। একটি বিদ্যালয় নির্মাণের জন্য অন্তত দুই একর জমির প্রয়োজন। একসঙ্গে জমি না পাওয়ায় শহরের দক্ষিণের দিকে পতেঙ্গায় দুটি বিদ্যালয় নির্মাণের জমি নির্ধারণ করা হয়। দুটি বিদ্যালয়ের মধ্যে একটির নির্মাণ কাজ শুরু হলে কাজ এগুচ্ছে ধীরগতিতে; আরেকটি কাজ শুরু হয়নি।

রাজশাহী শহরে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বোয়ালিয়ার ছোট বনগ্রাম এবং বড় বনগ্রাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটির কাজ শুরু হলেও অপরটির কাজ শুরু হয়নি।

এছাড়া জয়পুরহাটের বিদ্যালয়টির নির্মাণ কাজ চলমান রয়েছে। রংপুর শহরের কামালকাস্তা এবং উত্তম এলাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় দুটি স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উত্তম এলাকায় স্কুলের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস এলাকায় জমি নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র। আর শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভেতরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হলেও কাজ এগুচ্ছে ধীর গতিতে।

৯টি বিদ্যালয়ের মধ্যে বিভাগীয় শহরের ৭টি বিদ্যালয় হবে ১০ তলাবিশিষ্ট এবং জেলা-উপজেলা শহরের দুটি হবে ৬ তলাবিশিষ্ট। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষের পাশাপাশি আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মাল্টিপারপাস হল রুম, প্রধান শিক্ষকের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ, শিক্ষক কমনরুম, দর্শনার্থী কক্ষ ও মিড ডে মিল কক্ষ ও সেমিনার কক্ষ থাকবে।

এছাড়া বিএনসিসি, গার্লস গাইড কক্ষ, প্রাথমিক চিকিৎসা কক্ষ এবং ইন্টানেট সুবিধাসহ ল্যাপটপ, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বই-পুস্তক, খেলাধুলার সরঞ্জাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আসবাবপত্র সুবিধাও রাখার কথা রয়েছে প্রকল্প দলিলে।

ছবি

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম বাদ, নতুন নীতিমালায় বড় পরিবর্তন

ছবি

হত্যাকারীদের বিচার না করে নির্বাচন নয়: নাহিদ

দেশে নারী ও শিশু নির্যাতন মহামারীর পর্যায়ে: উপদেষ্টা

শ্রীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, শিক্ষক কারাগারে

ওসমানী হাসপাতালের বারান্দায় দুই নারীর সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু

বিএমইটির ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২

ছবি

সিলেটে পাথর কোয়ারী ‘দখল’: সবার স্বপ্ন এক

তাভেল্লা হত্যা: তিনজনের যাবজ্জীবন

ছবি

‘অপরাধকে লেবাস দিয়ে কালারিং করার প্রয়োজন নাই’

সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়, অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন

রোহিঙ্গা নাগরিক মোস্তফা ‘পাচ্ছেন জুলাই শহীদের স্বীকৃতি’

কলাবাগানে ভাঙচুর-চাঁদাবাজি: বরখাস্ত ওসি ও এসআইদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিআইডি

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

ভোটের আগে টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

ছবি

কুমিল্লার মুরাদনগরে এবার গণপিটুনি, দুই সন্তানসহ নিহত হলেন নারী

কোনো সেনা সদস্য ‘গুমে’ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা : সেনা সদর

স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা প্রকাশ

রাষ্ট্রপতির ক্ষমার বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ইস্যুতে ‘ঐকমত্য’

ছবি

বৃষ্টি ও ঝুঁকির কারণে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলল পানি উন্নয়ন বোর্ড

ছবি

পটিয়ার ঘটনায় ওসির স্থায়ী অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ছবি

উপসহকারী প্রকৌশলী নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ

ছবি

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

ছবি

৯ কোটি টাকার অনুদান, পিচিং নিয়ে নির্মাতাদের অভিযোগ

ছবি

তাভেল্লা হত্যা: তিনজনের যাবজ্জীবন, বিএনপি নেতা কাইয়ুমসহ চারজন খালাস

ছবি

জুলাই স্মৃতি উদযাপনে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল

ছবি

সংস্কার নিয়ে ৫৩ বছরে এমন আলোচনার সুযোগ হয়নি: আলী রীয়াজ

ছবি

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ব্যাপকতা ও প্রভাবের মুখে শহর: ঝুঁকি হ্রাসে ঢাকায় আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন

ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: রাষ্ট্রদূত

ছবি

সাবেক এমপি ও ক্রিকেট অধিনায়ক দুর্জয় গ্রেপ্তার

সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর

‘দুর্নীতি করতে বিদেশে জনশক্তি পাঠানোর প্রক্রিয়া জটিল করা হয়’

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৪১৬ জন

ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের উদ্যোগ চান প্রধান উপদেষ্টা

ছবি

দালাই লামা জানালেন, পুরনো নিয়ম মেনে উত্তরসূরি ঠিক করবে ট্রাস্ট

tab

জাতীয়

৯ সরকারি হাইস্কুল প্রকল্পে অনিয়ম, অগ্রিম বিল পরিশোধের পর নির্মাণ কাজে স্থবিরতা

রাকিব উদ্দিন

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

শিক্ষার গুরুত্বপূর্ণ নয়টি সরকারি হাইস্কুল স্থাপন প্রকল্পের নথিপত্রে অগ্রগতি ৩৫ শতাংশ। তবে বাস্তবে এই প্রকল্প পরিদর্শনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কাজ না হলেও অবকাঠামো নির্মাণে নিয়মিত অর্থও ছাড় হচ্ছে। ঠিকাদারের নামে কোটি টাকার বিল পরিশোধ দেখানো হয়েছে। অথচ উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানতে পায় নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি।

এ তথ্য পাওয়া গেছে বিভাগীয় পর্যায়ে নতুন ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদফতরের (মাউশি) উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি টিম এ প্রকল্পের আওতায় রংপুরে একটি বিদ্যালয় নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে এ তথ্য জানতে পায়।

কিন্তু টাকা ছাড়ের সঙ্গে সম্পৃক্ত প্রকল্প কর্মকর্তা এবং নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রকৌশলীরা প্রভাবশালী হওয়ায় এ অনিয়ম ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে। ইইডির পরিদর্শন দলের সদস্যরা এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেয়ার জন্য সংস্থার শীর্ষ কর্মকর্তার সম্মতি চাইলে তা মেলেনি বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে জানিয়েছেন।

রংপুর সদরে নতুন ‘কামাল কাছলা মৌজা সরকারি উচ্চ বিদ্যালয়’ স্থাপন হচ্ছে। এ জন্য ১০তলা ভিত্তি বিশিষ্ট ১০তলা একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। এ অবমাঠামো নির্মাণের জন্য ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে গত ২৮ এপ্রিল কার্যাদেশ দেয়া হয়। এ নির্মাণ কাজের মোট দরপত্র মূল্য ধরা হয়েছে ২৩ কোটি দশ লাখ টাকার মতো। মোট ৩৬ মাসে নির্মাণ কাজ শেষ করার কথা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প কার্যালয় থেকে গত ২৬ জুন রংপুর অফিসের অনুকূলে (ইইডি) এক কোটি টাকা ছাড় করা হয়। পরবর্তীতে আরও প্রায় পাঁচ কোটি টাকা ছাড় হয় প্রকল্প অফিস থেকে। তবে প্রকল্পের পরিচালক (পিডি) টাকা ছাড়ের বিষয়টি অস্বীকার করেছেন। ইইডির প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরাও এই অনিয়মের সঙ্গে জড়িত বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাজ না হওয়া সত্ত্বেও টাকা ছাড়ের বিষয়ে জানতে চাইলে ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পিডি অধ্যাপক রায়হানা তসলিম সংবাদকে বলেন, রংপুরের ওই স্কুলটির জন্য ‘আমরা টাকা ছাড় করিনি।’

কিন্তু ইইডি কর্মকর্তারা টাকা ছাড়ের প্রমাণ পেয়েছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পিডি বলেন, ‘অল্প কিছু টাকা দেয়া হয়েছে; কাজও এখন চলমান।’

এ বিষয়ে ইইডির রংপুর আঞ্চলিক অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মো. আকতারুজ্জামান সংবাদকে বলেন, তিনি এখন প্রায় পাঁচ কোটি টাকা পেয়েছেন প্রকল্প অফিস থেকে। এর মধ্যে ঠিকাদারকে এক কোটি টাকার মতো দেয়া হয়েছে। বাকি টাকা ‘ইইডির ট্রেজারি’তে রাখা হয়েছে।

ইইডির দুই কর্মকর্তা জানিয়েছেন, রংপুরে একটি স্কুল স্থাপনে ‘ভুল ডিজাইনে ভুল ফাইলিং’ হয়েছে। যদিও এ প্রকল্পের ডিজাইনের দায়িত্বে থাকা সংস্থার নির্বাহী প্রকৌশলী ও ‘বিশেষজ্ঞ’ ডিজাইনার জয়নাল আবেদীন সংবাদকে বলেন, ‘আমি কোনো ভুল ডিজাইন করি না। সেখানে (রংপুর) ফাইলিংয়ে ভুল হয়েছে। এখন নতুন করে ফাইলিং করতে হবে।’

অগ্রিম বিল পরিশোধের পরও নির্মাণ কাজ এগুচ্ছে না বিভাগীয় পর্যায়ে নতুন ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থান প্রকল্পে। এ প্রকল্পের আওতায় রংপুরে দুটি স্কুল নির্মাণের কথা রয়েছে। তবে ছয় মাসে কাজ হয়নি ১০ লাখ টাকারও। এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ওই বিদ্যালয় স্থল পরিদর্শনে যান শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) কয়েকজন প্রকৌশলী ও কর্মকর্তা। তারা সেখানে গিয়ে জানতে পান আগাম টাকা-পয়সা দেয়া হলেও নির্মাণ কাজ শুরু হয়নি।

এরপর তারা বিষয়টি সংস্থার প্রধান প্রকৌশলীকে অবহিত করলে তিনি প্রকৌশলীদের ওপর ‘ক্ষোভ’ প্রকাশ করেন। ‘পরিদর্শনের এজেন্ডায়’ এই স্কুলের নাম না থাকায় ‘ক্ষোভ’ প্রকাশ করেন প্রধান প্রকৌশলী। কারণ ইইডির ওই জোন অফিসের প্রধান এবং ওই কাজের ঠিকাদার-দুজনই ‘প্রভাবশালী’। এ অনিয়মের’ সঙ্গে প্রকল্প কর্মকর্তাদেরও সম্পৃক্ততা থাকতে পারে বলে ইইডি কর্মকর্তাদের ধারণা।

২০১৮ সালের অক্টোবরে শুরু হওয়া ‘৯ স্কুল’ প্রকল্পটির প্রথম দফায় মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। এ হিসেবে আগামী সাত মাসে প্রকল্পের বাস্তবায়ন শেষ করতে হবে।

৪৬৪ কোটি টাকার এ প্রকল্পে গত জুন নাগাদ প্রায় ১৬২ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এ হিসেবে আর্থিক অগ্রগতি দাঁড়ায় ৩৫ শতাংশের মতো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে বাস্তবায়ন হওয়া এ প্রকল্পের প্রকৃত অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তারা সংবাদকে জানিয়েছেন, ৯টি বিদ্যালয়ের মধ্যে অন্তত পাঁচটির অবকাঠামো নির্মাণ কাজই ‘সন্তোষজনক’ নয়। এগুলোতে কখনো কাজ হচ্ছে, কখনো বন্ধ থাকছে। ‘মনিটরিং’ হচ্ছে দায়সারাগোচের। এ কারণে আগাম বিল পরিশোধের পরও কাজ এগুচ্ছে না।

প্রকল্পটির অধীনে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগীয় শহরে দুটি করে, ময়মনসিংহ বিভাগীয় শহর ও জয়পুরহাটে একটি করে এবং সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের কথা রয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় শহরের দুটি বিদ্যালয়ের জমি নির্ধারণ করতেই দুই বছর চলে যায়। একটি বিদ্যালয় নির্মাণের জন্য অন্তত দুই একর জমির প্রয়োজন। একসঙ্গে জমি না পাওয়ায় শহরের দক্ষিণের দিকে পতেঙ্গায় দুটি বিদ্যালয় নির্মাণের জমি নির্ধারণ করা হয়। দুটি বিদ্যালয়ের মধ্যে একটির নির্মাণ কাজ শুরু হলে কাজ এগুচ্ছে ধীরগতিতে; আরেকটি কাজ শুরু হয়নি।

রাজশাহী শহরে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বোয়ালিয়ার ছোট বনগ্রাম এবং বড় বনগ্রাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটির কাজ শুরু হলেও অপরটির কাজ শুরু হয়নি।

এছাড়া জয়পুরহাটের বিদ্যালয়টির নির্মাণ কাজ চলমান রয়েছে। রংপুর শহরের কামালকাস্তা এবং উত্তম এলাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় দুটি স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উত্তম এলাকায় স্কুলের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

ময়মনসিংহ শহরের ঢাকা বাইপাস এলাকায় জমি নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র। আর শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভেতরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হলেও কাজ এগুচ্ছে ধীর গতিতে।

৯টি বিদ্যালয়ের মধ্যে বিভাগীয় শহরের ৭টি বিদ্যালয় হবে ১০ তলাবিশিষ্ট এবং জেলা-উপজেলা শহরের দুটি হবে ৬ তলাবিশিষ্ট। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক শ্রেণিকক্ষের পাশাপাশি আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মাল্টিপারপাস হল রুম, প্রধান শিক্ষকের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ, শিক্ষক কমনরুম, দর্শনার্থী কক্ষ ও মিড ডে মিল কক্ষ ও সেমিনার কক্ষ থাকবে।

এছাড়া বিএনসিসি, গার্লস গাইড কক্ষ, প্রাথমিক চিকিৎসা কক্ষ এবং ইন্টানেট সুবিধাসহ ল্যাপটপ, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী, মাল্টিমিডিয়া প্রজেক্টর, বই-পুস্তক, খেলাধুলার সরঞ্জাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আসবাবপত্র সুবিধাও রাখার কথা রয়েছে প্রকল্প দলিলে।

back to top