alt

জাতীয়

মৈত্রী পাইপলাইনে প্রথম দিনই ডিজেল এসেছে ৯০ লাখ লিটার

চিত্ত ঘোষ, দিনাজপুর : শনিবার, ১৮ মার্চ ২০২৩

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে জ্বালানি তেল (ডিজেল) আমদানি শুরু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় স্থাপিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে ডিজেল সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রায় ৯০ লাখ লিটার ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছায়।

দীর্ঘ প্রতিক্ষিত পাইপলাইন চালুর ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে নিরাপদে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেল সরবরাহ করা সম্ভব হবে। এর আগে ভারত থেকে রেল ট্যাংকারে এ ডিজেল আমদানি করা হতো।

ভারত-বাংলাদেশের সম্প্রীতি ও সহযোগিতার ঐতিহাসিক এ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে দিনাজপুরের পার্বতীপুরে পাইপলাইনের রিসিপ্ট টার্মিনাল চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তার দু’ধার ও মোড়ে মোড়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি দিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। এদিকে, পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ও অতিরিক্ত সচিব খালিদ আহমেদ, পরিচালক (বিপনণ) ও যুগ্ম সচিব অনুপম বড়–য়া, নুমালিগড় রিফাইনারির কান্ট্রি ম্যানেজার আর এম খঞ্জির, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, প্রকল্প পরিচালক (পিডি) টিপু সুলতান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) ও প্রকল্পের সমন্বয়কারী প্রকৌশলী এ এস এম আহসান হাবিব, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা, জ্বালানি তেল ব্যবসায়ী মো. রজব আলী, বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম হাবিবুর রহমান, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ঈসমাইল, মেয়র মো. আমজাদ হোসেন প্রমুখ।

পরে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ বিপিসির কর্মকর্তারা রিসিপ্ট টার্মিনালে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

প্রকল্পের সমন্বয়কারী প্রকৌশলী এএসএম আহসান হাবিব জানান, উদ্বোধনী দিনে প্রায় ৯০ লাখ লিটার ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে সরবরাহ হয়েছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনাল থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্দা সীমান্ত দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) রেলহেড অয়েল ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ভারতীয় অংশে ৫ কি.মি. এবং বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ কি.মি. পড়েছে। রিসিপ্ট টার্মিনালের কন্ট্রোল রুমটি অত্যাধুনিক, কম্পিউটারাইজ ও অটোমেটেড যা হেড অফিসের সঙ্গে সংযুক্ত। অফিসে বসেই মোবাইলে পাইপলাইনে তেলের পরিস্থিতি দেখা যাবে। মাঠ পর্যায়ে পাইপলাইনের কেউ ক্ষতির চেষ্টা করলে তা কন্ট্রোল রুমে ধরা পড়বে। পাইপলাইনের নিরাপত্তায় ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার বাংলাদেশ অংশে পাঁচটি এসভি স্টেশন (সেকশনালাইজিং ভাল্ব) স্থাপন করা হয়েছে। ৩০ কিলোমিটার পর পর একটি এসভি স্টেশন রয়েছে। তবে রিসিভ টার্মিনালে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সাড়ে ২৮ হাজার টন ধারণ ক্ষমতার ৬টি ফুয়েল ট্যাংক, অগ্নিনির্বাপক কাজের জন্য তিন হাজার লিটার ধারণ ক্ষমতার দুটি ওয়াটার ট্যাংক, অগ্নিনির্বাপক ফোম রাখার জন্য ২ হাজার ৫০০ লিটার ধারণ ক্ষমতার দুটি ব্লাডার ট্যাংক ও অটোমোশন সিস্টেম স্থাপনসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। ফুয়েল ট্যাংক নির্মাণ কাজ চলমান থাকায় আপাতত রেলহেড অয়েল ডিপোর ট্যাংকার ব্যবহার করা হচ্ছে। বর্তমান প্রক্রিয়ায় বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে পার্বতীপুরে নিয়ে আসতে সময় লাগে প্রায় ১ মাস। এ পাইপলাইনে কয়েক ঘণ্টার মধ্যে ভারত থেকে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল চলে আসবে। পাইপলানের মাধ্যমে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বর্তমান দর বিবেচনায় ব্যারেলপ্রতি প্রায় ৬ ডলার সাশ্রয় হবে। এতে একদিকে সময় লাগবে কম, অন্যদিকে পরিবহন ব্যয় ও সিস্টেমলস অনেক কমে আসবে বলে তিনি জানান।

প্রকল্পটি বাস্তবায়ন শেষে বিপিসির তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার পার্বতীপুর ডিপোতে ধারণ ক্ষমতা হবে ৪৩ হাজার ৫০০ মে.টন। ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী প্রথম তিন বছর দুই লাখ টন, পরবর্তী তিন বছর তিন লাখ টন, এর পরের চার বছর পাঁচ লাখ টন, অবশিষ্ট পাঁচ বছরে ১০ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করবে ভারত। এরপর চুক্তি নবায়ন করা হবে। নয়তো পাইপলাইনের মালিকানা বাংলাদেশের কাছে থাকবে।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে ১৮ সেপ্টেস্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্প বাস্তবায়ন সময় ধরা হয়েছিল ৩০ মাস (জানুয়ারি/২০২০ থেকে জুন/২০২২ পর্যন্ত)। বৈশি^ক মহামারী করোনার কারণে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের ২৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।

উল্লেখ্য, ১০ মার্চ রিসিভ টার্মিনাল পরিদর্শনে পার্বতীপুরে আসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার সফরসঙ্গী ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. খায়ইরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ।

মেক্সিকো বাংলাদেশে মাংস রপ্তানিতে আগ্রহী

দেশে এসেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান

ছবি

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী

ছবি

দেশে এই প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

ছবি

বাড়বে দিনের তাপমাত্রা

ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

ছবি

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ছবি

পাবনার জনপ্রতিনিধিরা কখনো উন্নয়ন বা মেডিকেল কলেজের কথা উত্থাপন করেনি : রাষ্ট্রপতি

ছবি

ছয় বছরে সশস্ত্র বাহিনীতে যোগ হয়েছে ২৩ ধরনের যুদ্ধ সরঞ্জাম

ছবি

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্ত করার দাবি

ছবি

৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ শিশু

ছবি

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৫০

ছবি

পর্যটন শিল্প দেশের আর্থ সামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার : স্পিকার

ছবি

বিএনপি দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়: নাছিম

ছবি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ছবি

ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার, আমাদের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে ৮ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে

ছবি

তিন দিনের সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি

৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

ছবি

বায়ুদূষণে সাড়ে ৬ বছর আয়ু কমছে বাংলাদেশিদের

ছবি

গ্রামে লোডশেডিং কমাতে প্রকৃত চাহিদা অনুযায়ী সরবরাহের সুপারিশ

ছবি

র‌্যাব পরিচয়ে তিনমাসে ৩০ ডাকাতি ১০ কোটি টাকা লুট

ছবি

ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যুর দিনে হাসপাতালে ভর্তি ৩১২৩ রোগী

ছবি

আনসার আল ইসলামের ৬ সদস্য গ্রেফতার

ছবি

দুর্গাপূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে : আইজিপি

ছবি

ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন

ছবি

পোল্ট্রি খাত কর্পোরেট সিন্ডিকেটমুক্ত করতে ডিম আমদানি বন্ধ ও খাদ্য আমদানির দাবি

ছবি

১৩ হাজার হয়েছে, আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন হবে : পলক

ছবি

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

ছবি

জাতীয় স্মৃতিসৌধে নব নিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

ছবি

বঙ্গবন্ধু বিশ্ব মানবতার নেতা: প্রধান বিচারপতি

এক প্রকল্পের ১২ নৌপথের অর্ধেকই পরিত্যক্ত : এসসিআরএফ

ছবি

ভিসা নিষেধাজ্ঞাঃ গণমাধ্যমের অন্তর্ভুক্তির বিষয়ে পরিষ্কার বক্তব্য পাওয়া গেল না মার্কিন পররাষ্ট্র দপ্তরে

ছবি

ভিসানীতির উদ্দেশ্য ও খালেদা জিয়া প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

ছবি

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশের ইমেজের কোন সংকট হবে না : আইজিপি

ছবি

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২১তম সাধারণ সভা অনুষ্ঠিত

tab

জাতীয়

মৈত্রী পাইপলাইনে প্রথম দিনই ডিজেল এসেছে ৯০ লাখ লিটার

চিত্ত ঘোষ, দিনাজপুর

শনিবার, ১৮ মার্চ ২০২৩

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে জ্বালানি তেল (ডিজেল) আমদানি শুরু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় স্থাপিত ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে ডিজেল সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রায় ৯০ লাখ লিটার ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছায়।

দীর্ঘ প্রতিক্ষিত পাইপলাইন চালুর ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে নিরাপদে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেল সরবরাহ করা সম্ভব হবে। এর আগে ভারত থেকে রেল ট্যাংকারে এ ডিজেল আমদানি করা হতো।

ভারত-বাংলাদেশের সম্প্রীতি ও সহযোগিতার ঐতিহাসিক এ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে দিনাজপুরের পার্বতীপুরে পাইপলাইনের রিসিপ্ট টার্মিনাল চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তার দু’ধার ও মোড়ে মোড়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি দিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়। এদিকে, পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ও অতিরিক্ত সচিব খালিদ আহমেদ, পরিচালক (বিপনণ) ও যুগ্ম সচিব অনুপম বড়–য়া, নুমালিগড় রিফাইনারির কান্ট্রি ম্যানেজার আর এম খঞ্জির, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, প্রকল্প পরিচালক (পিডি) টিপু সুলতান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) ও প্রকল্পের সমন্বয়কারী প্রকৌশলী এ এস এম আহসান হাবিব, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম সেবা, জ্বালানি তেল ব্যবসায়ী মো. রজব আলী, বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম হাবিবুর রহমান, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ঈসমাইল, মেয়র মো. আমজাদ হোসেন প্রমুখ।

পরে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ বিপিসির কর্মকর্তারা রিসিপ্ট টার্মিনালে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

প্রকল্পের সমন্বয়কারী প্রকৌশলী এএসএম আহসান হাবিব জানান, উদ্বোধনী দিনে প্রায় ৯০ লাখ লিটার ডিজেল পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে সরবরাহ হয়েছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনাল থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্দা সীমান্ত দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) রেলহেড অয়েল ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ভারতীয় অংশে ৫ কি.মি. এবং বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ কি.মি. পড়েছে। রিসিপ্ট টার্মিনালের কন্ট্রোল রুমটি অত্যাধুনিক, কম্পিউটারাইজ ও অটোমেটেড যা হেড অফিসের সঙ্গে সংযুক্ত। অফিসে বসেই মোবাইলে পাইপলাইনে তেলের পরিস্থিতি দেখা যাবে। মাঠ পর্যায়ে পাইপলাইনের কেউ ক্ষতির চেষ্টা করলে তা কন্ট্রোল রুমে ধরা পড়বে। পাইপলাইনের নিরাপত্তায় ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার বাংলাদেশ অংশে পাঁচটি এসভি স্টেশন (সেকশনালাইজিং ভাল্ব) স্থাপন করা হয়েছে। ৩০ কিলোমিটার পর পর একটি এসভি স্টেশন রয়েছে। তবে রিসিভ টার্মিনালে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সাড়ে ২৮ হাজার টন ধারণ ক্ষমতার ৬টি ফুয়েল ট্যাংক, অগ্নিনির্বাপক কাজের জন্য তিন হাজার লিটার ধারণ ক্ষমতার দুটি ওয়াটার ট্যাংক, অগ্নিনির্বাপক ফোম রাখার জন্য ২ হাজার ৫০০ লিটার ধারণ ক্ষমতার দুটি ব্লাডার ট্যাংক ও অটোমোশন সিস্টেম স্থাপনসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। ফুয়েল ট্যাংক নির্মাণ কাজ চলমান থাকায় আপাতত রেলহেড অয়েল ডিপোর ট্যাংকার ব্যবহার করা হচ্ছে। বর্তমান প্রক্রিয়ায় বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে পার্বতীপুরে নিয়ে আসতে সময় লাগে প্রায় ১ মাস। এ পাইপলাইনে কয়েক ঘণ্টার মধ্যে ভারত থেকে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল চলে আসবে। পাইপলানের মাধ্যমে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বর্তমান দর বিবেচনায় ব্যারেলপ্রতি প্রায় ৬ ডলার সাশ্রয় হবে। এতে একদিকে সময় লাগবে কম, অন্যদিকে পরিবহন ব্যয় ও সিস্টেমলস অনেক কমে আসবে বলে তিনি জানান।

প্রকল্পটি বাস্তবায়ন শেষে বিপিসির তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার পার্বতীপুর ডিপোতে ধারণ ক্ষমতা হবে ৪৩ হাজার ৫০০ মে.টন। ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী প্রথম তিন বছর দুই লাখ টন, পরবর্তী তিন বছর তিন লাখ টন, এর পরের চার বছর পাঁচ লাখ টন, অবশিষ্ট পাঁচ বছরে ১০ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করবে ভারত। এরপর চুক্তি নবায়ন করা হবে। নয়তো পাইপলাইনের মালিকানা বাংলাদেশের কাছে থাকবে।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে ১৮ সেপ্টেস্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্প বাস্তবায়ন সময় ধরা হয়েছিল ৩০ মাস (জানুয়ারি/২০২০ থেকে জুন/২০২২ পর্যন্ত)। বৈশি^ক মহামারী করোনার কারণে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের ২৩ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।

উল্লেখ্য, ১০ মার্চ রিসিভ টার্মিনাল পরিদর্শনে পার্বতীপুরে আসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার সফরসঙ্গী ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. খায়ইরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ।

back to top