alt

জাতীয়

ডলার সংকটে জ্বালানি তেলের বকেয়া নিয়ে বিপাকে বিপিসি

সংবাদ অনলাইন ডেস্ক : মঙ্গলবার, ২৩ মে ২০২৩

ডলার-সংকটে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধ করতে পারছে না বাংলাদেশ সরকার। জ্বালানি তেল আমদানি ও বাজারজাতকরণে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ছয়টি আন্তর্জাতিক কোম্পানির পাওনা দাঁড়িয়েছে ৩০ কোটি মার্কিন ডলার।

বকেয়া অর্থ না পাওয়ায় এদের কেউ কেউ পূর্ব নির্ধারিত সূচির চেয়ে কম কার্গো (তেলবাহী) পাঠানোর পাশপাশি তেল সরবরাহ (রপ্তানি) ‘স্থগিত করারও হুমকি’ দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো বিপিসির দুটি চিঠির একটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে বিপিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, ‘তেল সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে বিপিসির সম্পর্ক বহুদিনের। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা চলছে। আমরা কিস্তিতে তাদের পেমেন্ট (পাওনা) দিচ্ছি; তারা আপত্তি করছে না। সর্বশেষ হিসাব অনুযায়ী বকেয়া কমে ২৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।’

রয়টার্সের প্রতিবেদন বলছে, চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোপেকের বাণিজ্যিক অংশীদার ইউনিপেক, ভিটল, এনোক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), পেট্রোচায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি তেল সরবরাহ বাবদ বিপিসির কাছে ৩০ কোটি মার্কিন ডলার পাওনা হয়েছে।

জ্বালানি তেলের অভাবে বাংলাদেশে বিদ্যুৎ সংকট ও রপ্তানিমুখী পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত ৯ মে জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিপিসি বলেছে, ‘দেশের বাজারে বিদেশি মুদ্রার সংকট থাকায় এবং সেইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ডলারের চাহিদা পূরণ করতে না পারায় বাণিজ্যিক ব্যাংকগুলো সময়মতো আমদানি ব্যয় পরিশোধ করতে পারছে না।’

চিঠিতে বিপিসি আরও জানায়, ‘চলতি বছর ভারতের নুমালিগড় রিফাইনারিকে ৪ কোটি ১১ লাখ ডলার পরিশোধ করতে হবে বিপিসিকে; আইওসিকে (আন্তর্জাতিক তেল কোম্পানি) ডিজেল ও জেট ফুয়েল বাবদ দিতে হবে ১৪ কোটি ৭২ লাখ ডলার।’ এ পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো যেন ভারতীয় কোম্পানিগুলোকে রুপিতে অর্থ পরিশোধ করতে পারে, তার অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানায় বিপিসি।

এর আগে গত এপ্রিল মাসে পাঠানো আরেক চিঠিতে বিপিসি বলে, ‘মে মাসের তফসিল অনুযায়ী জ্বালানি আমদানি করা না গেলে দেশব্যাপী সরবরাহ ব্যাহত হতে পারে, সেই সঙ্গে জ্বালানির মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে।’

এ বিষয়ে মতামত জানতে ফোন করে বিপিসি কিংবা জ্বালানি মন্ত্রণালয়; কারোই সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানায় রায়টার্স।

বিপিসির চিঠির বিষয়ে রায়টার্সের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক জানায়, বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে যৌক্তিকভাবে ডলার ছাড় করার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে রয়টার্স বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বাংলাদেশের ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি সংকুচিত হয়ে সাত বছরের সর্বনিম্ন ৩০.১৮ মার্কিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আমদানি করা জ্বালানি এবং খাদ্যের উচ্চ ব্যয়ের সঙ্গে মোকাবিলা করা প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশটিকে (বাংলাদেশ) এই বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএফ) থেকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ নিতে হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক আমদানি ব্যয় মেটাতে চলতি অর্থবছরে বিপিসিকে ৫০০ কোটি ডলার এবং এলএনজি আমদানিতে পেট্রোবাংলাকে ২০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে। এ ছাড়া ঋণপত্র খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও ৩০০ কোটি ডলার দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক রয়টার্সকে বলেন, ‘আমরা সবকিছু যৌক্তিকভাবে ব্যবস্থাপনা করছি। বৈশ্বিক অর্থনীতির পরিপ্রেক্ষিতে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। নানা উত্থান-পতন সত্ত্বেও আমরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ সংরক্ষণ করছি।’

বাংলাদেশের বিদ্যুৎ খাতের সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরে প্রতিবেদনে রয়টার্স বলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ডলার সল্পতার কারণ দেখিয়ে কয়েক মাস ধরে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর ১৫০ কোটি ডলার মূল্যমানের বিল পরিশোধ করছে না। বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল খান রয়টার্সকে বলেছেন, ‘এ বিলম্বের কারণে অনেক স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী দেউলিয়া হয়ে যাচ্ছে; এর প্রতিকার না হলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।’

এ বিষয়ে বিপিডিবির মুখপাত্র শামিম হাসান বলেছেন, ‘এটা চলমান প্রক্রিয়া। আমরা যত দ্রুত সম্ভব বিল পরিশোধের চেষ্টা করছি, কিন্তু অন্যদের মতো আমরাও ডলার সংকটে আছি।’

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে সম্প্রতি বিদ্যুৎ উৎপাদনের অন্যতম জ্বালানি কয়লা আমদানিতেও জটিলতা তৈরি হয়। কয়লার অভাবে সাময়িক বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বাগেরহাটে রামপাল ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। একই কারণে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে পটুয়াখালীতে স্থাপিত পায়রা ১৩২০ বিদ্যুৎকেন্দ্রটিও জটিলতায় পড়ে। এ বিষয়ে মন্ত্রণালয়কে পৃথক চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় রামপাল ও পায়রা কর্তৃপক্ষ। তবে পায়রা এখনও বন্ধ হয়নি আর রামপলে বিদ্যুৎ উৎপাদন চলছে।

খোঁজ-খবর নিচ্ছি, সত্য বেরিয়ে আসবে : কাদের

ছবি

গাজীপুরের টঙ্গীতে নাশকতায় ক্ষতি প্রায় ৩৪ কোটি টাকা

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে ৬ লাখ মানুষ

ছবি

অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী

কোটা আন্দোলন: সিলেটে ৩৮ শিক্ষার্থীকে বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

বিএনপি জামায়াত শিবিরের ক্যাডাররা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল -মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী

বেরোবির উপাচার্যের বাসভবনে আক্রমন-আগুন, যেভাবে উদ্ধার হলেন অবরুদ্ধ ২০ জন

ছবি

আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

ট্রেন চালুর সিদ্ধান্ত থেকে সরে এল রেল কর্তৃপক্ষ

ছবি

হামলা, ধ্বংসযজ্ঞের বিচারের ভার জনগণকে দিলেন প্রধানমন্ত্রী

ছবি

‘আমার সব শেষ’, ‘বাড়িতেও নিরাপদ না মানুষ?’

গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশনা বিটিআরসি’র

ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, সাংবিধানিক অধিকার: টিআইবি

৩-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর থেকে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু

ছবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ছবি

মহাখালী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

ছবি

কয়েকদিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ দিন পর খুললো অফিস

কোটা সংস্কার ও তাদের দাবি নিয়ে যা বললো সমন্বয়করা

ছবি

সব গ্রেডে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন

সীমিত পরিসরে সারাদেশে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট

সাভারে পুলিশ-ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি

আলোচনার পথ খোলা আছে, আন্দোলনকারীদের ঘোষণা

লিবিয়া থেকে ফিরেছেন ১৪৪ বাংলাদেশী

ছবি

শিক্ষার্থীরা যখন চায় তখনই আলোচনাঃ আইনমন্ত্রী

ছবি

বেরোবি শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

ছবি

এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

ছবি

বাড়তি ভাড়া রিকশা-সিএনজিতে, ভরসা মেট্রোরেল-বিআরটিসি

ছবি

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশে হামলায় রণক্ষেত্র, হতাহত দুই শতাধিক

ছবি

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচী ‘কমপ্লিট শাটডাউন’, ঢাবি হল ছেড়েছেন শিক্ষার্থীরা, থমথমে পরিবেশ

ছবি

বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর, আদালতের রায়ের জন্য ধৈর্য্যের আহ্বান

ছবি

জবি : ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে ২ ঘন্টার আল্টিমেটাম

ছবি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

ছবি

ঢাবির ১৮ হল থেকে বিতাড়িত ছাত্রলীগ, দখলে সাধারণ শিক্ষার্থীরা

tab

জাতীয়

ডলার সংকটে জ্বালানি তেলের বকেয়া নিয়ে বিপাকে বিপিসি

সংবাদ অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩ মে ২০২৩

ডলার-সংকটে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধ করতে পারছে না বাংলাদেশ সরকার। জ্বালানি তেল আমদানি ও বাজারজাতকরণে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ছয়টি আন্তর্জাতিক কোম্পানির পাওনা দাঁড়িয়েছে ৩০ কোটি মার্কিন ডলার।

বকেয়া অর্থ না পাওয়ায় এদের কেউ কেউ পূর্ব নির্ধারিত সূচির চেয়ে কম কার্গো (তেলবাহী) পাঠানোর পাশপাশি তেল সরবরাহ (রপ্তানি) ‘স্থগিত করারও হুমকি’ দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো বিপিসির দুটি চিঠির একটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে বিপিসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, ‘তেল সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে বিপিসির সম্পর্ক বহুদিনের। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা চলছে। আমরা কিস্তিতে তাদের পেমেন্ট (পাওনা) দিচ্ছি; তারা আপত্তি করছে না। সর্বশেষ হিসাব অনুযায়ী বকেয়া কমে ২৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।’

রয়টার্সের প্রতিবেদন বলছে, চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোপেকের বাণিজ্যিক অংশীদার ইউনিপেক, ভিটল, এনোক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), পেট্রোচায়না এবং ইন্দোনেশিয়ার বিএসপি তেল সরবরাহ বাবদ বিপিসির কাছে ৩০ কোটি মার্কিন ডলার পাওনা হয়েছে।

জ্বালানি তেলের অভাবে বাংলাদেশে বিদ্যুৎ সংকট ও রপ্তানিমুখী পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত ৯ মে জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিপিসি বলেছে, ‘দেশের বাজারে বিদেশি মুদ্রার সংকট থাকায় এবং সেইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ডলারের চাহিদা পূরণ করতে না পারায় বাণিজ্যিক ব্যাংকগুলো সময়মতো আমদানি ব্যয় পরিশোধ করতে পারছে না।’

চিঠিতে বিপিসি আরও জানায়, ‘চলতি বছর ভারতের নুমালিগড় রিফাইনারিকে ৪ কোটি ১১ লাখ ডলার পরিশোধ করতে হবে বিপিসিকে; আইওসিকে (আন্তর্জাতিক তেল কোম্পানি) ডিজেল ও জেট ফুয়েল বাবদ দিতে হবে ১৪ কোটি ৭২ লাখ ডলার।’ এ পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো যেন ভারতীয় কোম্পানিগুলোকে রুপিতে অর্থ পরিশোধ করতে পারে, তার অনুমতি দিতে সরকারকে অনুরোধ জানায় বিপিসি।

এর আগে গত এপ্রিল মাসে পাঠানো আরেক চিঠিতে বিপিসি বলে, ‘মে মাসের তফসিল অনুযায়ী জ্বালানি আমদানি করা না গেলে দেশব্যাপী সরবরাহ ব্যাহত হতে পারে, সেই সঙ্গে জ্বালানির মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে।’

এ বিষয়ে মতামত জানতে ফোন করে বিপিসি কিংবা জ্বালানি মন্ত্রণালয়; কারোই সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানায় রায়টার্স।

বিপিসির চিঠির বিষয়ে রায়টার্সের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক জানায়, বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে যৌক্তিকভাবে ডলার ছাড় করার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে রয়টার্স বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বাংলাদেশের ডলারের রিজার্ভ এক তৃতীয়াংশেরও বেশি সংকুচিত হয়ে সাত বছরের সর্বনিম্ন ৩০.১৮ মার্কিন বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আমদানি করা জ্বালানি এবং খাদ্যের উচ্চ ব্যয়ের সঙ্গে মোকাবিলা করা প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশটিকে (বাংলাদেশ) এই বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএফএফ) থেকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ নিতে হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক আমদানি ব্যয় মেটাতে চলতি অর্থবছরে বিপিসিকে ৫০০ কোটি ডলার এবং এলএনজি আমদানিতে পেট্রোবাংলাকে ২০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে। এ ছাড়া ঋণপত্র খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও ৩০০ কোটি ডলার দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক রয়টার্সকে বলেন, ‘আমরা সবকিছু যৌক্তিকভাবে ব্যবস্থাপনা করছি। বৈশ্বিক অর্থনীতির পরিপ্রেক্ষিতে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। নানা উত্থান-পতন সত্ত্বেও আমরা ৩০ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ সংরক্ষণ করছি।’

বাংলাদেশের বিদ্যুৎ খাতের সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরে প্রতিবেদনে রয়টার্স বলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ডলার সল্পতার কারণ দেখিয়ে কয়েক মাস ধরে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর ১৫০ কোটি ডলার মূল্যমানের বিল পরিশোধ করছে না। বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল খান রয়টার্সকে বলেছেন, ‘এ বিলম্বের কারণে অনেক স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী দেউলিয়া হয়ে যাচ্ছে; এর প্রতিকার না হলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে।’

এ বিষয়ে বিপিডিবির মুখপাত্র শামিম হাসান বলেছেন, ‘এটা চলমান প্রক্রিয়া। আমরা যত দ্রুত সম্ভব বিল পরিশোধের চেষ্টা করছি, কিন্তু অন্যদের মতো আমরাও ডলার সংকটে আছি।’

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে সম্প্রতি বিদ্যুৎ উৎপাদনের অন্যতম জ্বালানি কয়লা আমদানিতেও জটিলতা তৈরি হয়। কয়লার অভাবে সাময়িক বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বাগেরহাটে রামপাল ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। একই কারণে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে পটুয়াখালীতে স্থাপিত পায়রা ১৩২০ বিদ্যুৎকেন্দ্রটিও জটিলতায় পড়ে। এ বিষয়ে মন্ত্রণালয়কে পৃথক চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায় রামপাল ও পায়রা কর্তৃপক্ষ। তবে পায়রা এখনও বন্ধ হয়নি আর রামপলে বিদ্যুৎ উৎপাদন চলছে।

back to top