তিন দিনের সফরে আজ খুলনা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে একই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইন শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এদিকে বুধবার (৩১ মে) সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন তিনি।
সোমবার, ২৯ মে ২০২৩
তিন দিনের সফরে আজ খুলনা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
জানা গেছে, মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে একই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইন শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এদিকে বুধবার (৩১ মে) সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন তিনি।