গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি মৌসুমে এক দিনের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে,হাসপাতালে ভর্তি ১৪৭ জনের মধ্যে ১২৭ জনই ঢাকার বাসিন্দা। বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকা ও বরিশালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য মতে,সব মিলিয়ে চলতি বছরে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭২০ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। জুন মাসে প্রথম সপ্তাতেই ৭৯৮ জন মশাবাহী এ রোগে আক্রান্ত হয়। এ ৭ দিনে মৃত্যু হয় ৬ জন ডেঙ্গু রোগীর।
মে মাসে ১০৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুনের শুরু থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এর আগে মঙ্গলবার ৯৬ জন, সোমবার ১০১ জন, রোববার ৯৭ জন, শনিবার ১৪১ জন, শুক্রবার ৪ জন এবং বৃহস্পতিবার ১১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় সতর্ক হওয়ার পরামর্শ এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
এ বছর যে দুই হাজার ৭২০ জন দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে এক হাজার ৯৯৭ জন ঢাকায় এবং ৭২৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চারজন মারা গেছেন।
বুধবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৮০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৯ জন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ বছর।
তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
বুধবার, ০৭ জুন ২০২৩
গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি মৌসুমে এক দিনের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে,হাসপাতালে ভর্তি ১৪৭ জনের মধ্যে ১২৭ জনই ঢাকার বাসিন্দা। বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকা ও বরিশালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য মতে,সব মিলিয়ে চলতি বছরে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭২০ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। জুন মাসে প্রথম সপ্তাতেই ৭৯৮ জন মশাবাহী এ রোগে আক্রান্ত হয়। এ ৭ দিনে মৃত্যু হয় ৬ জন ডেঙ্গু রোগীর।
মে মাসে ১০৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুনের শুরু থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এর আগে মঙ্গলবার ৯৬ জন, সোমবার ১০১ জন, রোববার ৯৭ জন, শনিবার ১৪১ জন, শুক্রবার ৪ জন এবং বৃহস্পতিবার ১১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় সতর্ক হওয়ার পরামর্শ এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
এ বছর যে দুই হাজার ৭২০ জন দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে এক হাজার ৯৯৭ জন ঢাকায় এবং ৭২৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চারজন মারা গেছেন।
বুধবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৮০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৯ জন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ বছর।
তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।