প্রখ্যাত কবি হেলাল হাফিজকে মরণোত্তর একুশে পদক বা স্বাধীনতা পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আজ শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানাজায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, শুক্রবার কবি হেলাল হাফিজ মারা যান। আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, হেলাল হাফিজের কবিতায় তারুণ্য, প্রেম এবং একাকিত্বের চিত্র ফুটে উঠেছে। তাঁর রচিত কিছু পঙ্ক্তি চিরকালীন হয়ে থাকবে। তিনি আরও জানান, কবির অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি তা প্রকাশ করবে।
মরণোত্তর পদকের প্রসঙ্গে তিনি বলেন, "পুরস্কার দেওয়া হয় কৃতজ্ঞতা প্রকাশের জন্য। হেলাল হাফিজের মতো গুণী কবিকে জীবদ্দশায় রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, যা জাতির দায়িত্ব ছিল। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে এবং শিগগিরই আপনারা সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন।"
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
প্রখ্যাত কবি হেলাল হাফিজকে মরণোত্তর একুশে পদক বা স্বাধীনতা পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আজ শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানাজায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, শুক্রবার কবি হেলাল হাফিজ মারা যান। আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে তাঁকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, হেলাল হাফিজের কবিতায় তারুণ্য, প্রেম এবং একাকিত্বের চিত্র ফুটে উঠেছে। তাঁর রচিত কিছু পঙ্ক্তি চিরকালীন হয়ে থাকবে। তিনি আরও জানান, কবির অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি তা প্রকাশ করবে।
মরণোত্তর পদকের প্রসঙ্গে তিনি বলেন, "পুরস্কার দেওয়া হয় কৃতজ্ঞতা প্রকাশের জন্য। হেলাল হাফিজের মতো গুণী কবিকে জীবদ্দশায় রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি, যা জাতির দায়িত্ব ছিল। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে এবং শিগগিরই আপনারা সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন।"