দৈনিক ‘দেশ রূপান্তর’এর সম্পাদক অমিত হাবিব মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশের সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন। অনেকে ছুটে যান নিউরোসায়েন্স হাসপাতালে।
গত ২১ জুলাই রাতে দেশ রূপান্তরে অফিসে কাজ করা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে।
অমিত হাবিব ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজির বেড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত খন্দকার ওয়াহেদুল হক, মা মৃত শামসুন নাহার বকুল। যশোর এমএম কলেজ থেকে ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করেন।
তিনি বিচিন্তা, পূর্বাভাস, প্রিয় প্রজন্ম পত্রিকায় লেখালেখি করেন। ১৯৮৬ সালে খবর পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হয়ে যোগ দেন। এরপর যোগ দেন দৈনিক ভোরের কাগজে। ২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন । এরপর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। এছাড়াও
অমিত হাবিব দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৮ সাল থেকে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন।
প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অমিত হাবিবের মৃত্যুতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় অমিত হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ের নিচে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে বেলা সাড়ে ১১টায়। পরে ঝিনাইদহে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
দৈনিক ‘দেশ রূপান্তর’এর সম্পাদক অমিত হাবিব মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশের সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করেন। অনেকে ছুটে যান নিউরোসায়েন্স হাসপাতালে।
গত ২১ জুলাই রাতে দেশ রূপান্তরে অফিসে কাজ করা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে।
অমিত হাবিব ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজির বেড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত খন্দকার ওয়াহেদুল হক, মা মৃত শামসুন নাহার বকুল। যশোর এমএম কলেজ থেকে ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করেন।
তিনি বিচিন্তা, পূর্বাভাস, প্রিয় প্রজন্ম পত্রিকায় লেখালেখি করেন। ১৯৮৬ সালে খবর পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হয়ে যোগ দেন। এরপর যোগ দেন দৈনিক ভোরের কাগজে। ২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন । এরপর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। এছাড়াও
অমিত হাবিব দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০১৮ সাল থেকে তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন।
প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অমিত হাবিবের মৃত্যুতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় অমিত হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ের নিচে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে বেলা সাড়ে ১১টায়। পরে ঝিনাইদহে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফনের পরিকল্পনা রয়েছে।