alt

রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি : ইসি সচিব

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী পদ্ধতি, বিধি-বিধান ও ভোট ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি জেনে কমনওয়েলথ সচিবালয়ের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ‘সন্তোষ প্রকাশ’ করেছে। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র মো. জাহাংগীর আলম।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন কমনওয়েলথ সচিবালয়ের চার সদস্যের প্রতিনিধিদল। এ সময় সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও পর্যবেক্ষকদের মতামত সাংবাদিকদের সামনে তুলে ধরেন ইসি সচিব জাহাংগীর।

তিনি বলেন, ‘এই প্রতিনিধি দল কমনওয়েলথের অগ্রবর্তী দল। নির্বাচন কমিশন ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক সেরে লন্ডনে ফিরে গিয়ে প্রতিবেদন দেবেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। কমনওয়েলথের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল ৭ জানুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা, তা নির্ভর করবে সেই প্রতিবেদনের ওপর। পরিস্থিতি জেনে তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবেন। এরপর প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সম্মতি জানাবেন কিনা- সেটি পরে সিদ্ধান্ত নেবে। বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা কোনো মন্তব্য করেননি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কোনো আলাচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি ও নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ব্যবস্থা, নির্বাচনী কর্মকান্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ও ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে অবহিত হতে চেয়েছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে ‘আলোচনা ভালো’ হয়েছে উল্লেখ করে লিনফোর্ড অ্যান্ড্রুস বলেন, ‘এখানে এসেছি নির্বাচনী প্রস্তুতি জানতে। পাশাপাশি আমরা বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠালে কতটুকু সহায়তা দিতে পারবে, তা নিয়েও ভালো আলোচনা হয়েছে। আমরা মূলত নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনো সদস্য দেশেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসি ছাড়াও বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো।’

সফরে কমনওয়েলথ প্রতিনিধিরা ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন। নির্বাচন কমিশন ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলে ছিলেন কমনওয়েলথ সচিবালয়ের রাজনৈতিক বিভাগের নির্বাচনী সহযোগিতা বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, গভার্নেন্স অ্যান্ড পিস ডিরেকটরেটের রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেকা, সহ-গবেষণা কর্মকর্তা সার্থক রায় ও গভার্নেন্স অ্যান্ড পিস ডিরেকটরেটের বিভাগের নির্বাচনী সহযোগিতা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

আগামী বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণার চারদিনের মাথায় ইসির সঙ্গে পূর্বনির্ধারিত এই বৈঠক সারলেন কমনওয়েলথ সচিবালয়ের প্রতিনিধিরা। তারা যখন বৈঠক করছেন, তখন ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি।

নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে : কমনওয়েলথ

আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদর দপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।

প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে গত শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা।

তিনি বলেন, কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনসহ নানা ধরনের অংশীজনের সঙ্গে আলোচনা করে। ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি অবহিত হওয়ার পাশাপাশি বিরাজমান পরিবেশসহ পর্যবেক্ষণ করছি আমরা।

কমিশনকে ধন্যবাদ দিয়ে এন্ড্রো বলেন, আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। কতটা প্রস্তুতি হয়েছে তা জানতে পেরেছি। সামনের দিকে তাকিয়ে আছি, আমাদের অংশীজনের সঙ্গে আলোচনা হবে। ২২ নভেম্বর আমরা চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেব।

বিরাজমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করতে চাননি তিনি।

ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতাদের

ছবি

আচরণবিধি লঙ্ঘন, বিএনএম প্রার্থী নেওয়াজ মোরশেদক কারণ দর্শানোর নোটিশ

ছবি

নির্বাচন কমিশনার ‘আধা-রোবট’ : রিজভী

ছবি

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আ.লীগ উদ্বিগ্ন নয় : কাদের

ছবি

ভিন্ন ব্যানারে মাঠে নামতে চাইছে বিএনপি

ছবি

আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের সমাবেশে বিএনপি নেতা বন্দুক হাতে

ছবি

দ্বৈত নাগরিকত্ব থাকায় নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, পংকজের বৈধ

ছবি

নোয়াখালীর পর লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মান্নানের মনোনয়নপত্র বাতিল

ছবি

আবারও দুইদিনের অবরোধের ঘোষণা বিএনপির

ছবি

মাগুরা-১: বছরে সাড়ে ৫ কোটি টাকা আয় দেখিয়েছেন সাকিব

ছবি

ঢাকা-১০ আসন : ফেরদৌস পেলেন কেবল দুই প্রতিদ্বন্দ্বী

ছবি

মির্জা ফখরুলের জামিন আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার

ছবি

সোনারগাঁয়ে ঋণখেলাপির জামিনদাতা দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি

সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

ছবি

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

ছবি

জাতীয় পার্টি সাবালক হয়েছে, নিজেদের শক্তিতেই নির্বাচন করবো: মহাসচিব

ছবি

অনেকের মনোনয়ন বাতিল, আপিলের সুযোগ আছে

বিএনপির নবম দফা অবরোধ চলছে

জাপার সঙ্গে আসন সমঝোতা : ওবায়দুল কাদেরের দুই ইঙ্গিত

নির্বাচন হচ্ছে আল্লাহর হুকুমে : হাইকোর্ট

আসন বণ্টন : ‘আশা নিয়ে’ গণভবনে যাচ্ছে ১৪ দল

ছবি

সিলেট-২ আসনের এমপি মোকাব্বিরের মনোনয়ন বাতিল

ছবি

চট্টগ্রামে আসন সংখ্যা ৮: মনোনয়ন বাতিল ১৮ প্রার্থীর

ছবি

সৈয়দ শাফায়েতুল ইসলাম, আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল

ছবি

বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল,স্থগিত পঙ্কজ-শাম্মী-সাদিক

ছবি

নোয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের কিরণ ও বিকল্পধারার মান্নানের মনোনয়ন বাতিল

ছবি

শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ, এমপি হারুনের মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার ১ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল

ছবি

জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত

ছবি

স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি : কাদের

সখীপুরে পদ হারালেন বিএনপির সভাপতি নাসির

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ছবি

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল

ছবি

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন

ছবি

শেখ হাসিনার নেতৃত্ব সারাবিশ্বেই সমাদৃত: স্পিকার

ছবি

জনগণ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে দেবে না: রিজভী

tab

রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি : ইসি সচিব

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী পদ্ধতি, বিধি-বিধান ও ভোট ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি জেনে কমনওয়েলথ সচিবালয়ের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ‘সন্তোষ প্রকাশ’ করেছে। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র মো. জাহাংগীর আলম।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন কমনওয়েলথ সচিবালয়ের চার সদস্যের প্রতিনিধিদল। এ সময় সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও পর্যবেক্ষকদের মতামত সাংবাদিকদের সামনে তুলে ধরেন ইসি সচিব জাহাংগীর।

তিনি বলেন, ‘এই প্রতিনিধি দল কমনওয়েলথের অগ্রবর্তী দল। নির্বাচন কমিশন ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক সেরে লন্ডনে ফিরে গিয়ে প্রতিবেদন দেবেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। কমনওয়েলথের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল ৭ জানুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা, তা নির্ভর করবে সেই প্রতিবেদনের ওপর। পরিস্থিতি জেনে তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবেন। এরপর প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সম্মতি জানাবেন কিনা- সেটি পরে সিদ্ধান্ত নেবে। বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা কোনো মন্তব্য করেননি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কোনো আলাচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি ও নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ব্যবস্থা, নির্বাচনী কর্মকান্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ও ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে অবহিত হতে চেয়েছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে ‘আলোচনা ভালো’ হয়েছে উল্লেখ করে লিনফোর্ড অ্যান্ড্রুস বলেন, ‘এখানে এসেছি নির্বাচনী প্রস্তুতি জানতে। পাশাপাশি আমরা বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠালে কতটুকু সহায়তা দিতে পারবে, তা নিয়েও ভালো আলোচনা হয়েছে। আমরা মূলত নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনো সদস্য দেশেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসি ছাড়াও বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো।’

সফরে কমনওয়েলথ প্রতিনিধিরা ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন। নির্বাচন কমিশন ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধি দলে ছিলেন কমনওয়েলথ সচিবালয়ের রাজনৈতিক বিভাগের নির্বাচনী সহযোগিতা বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, গভার্নেন্স অ্যান্ড পিস ডিরেকটরেটের রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেকা, সহ-গবেষণা কর্মকর্তা সার্থক রায় ও গভার্নেন্স অ্যান্ড পিস ডিরেকটরেটের বিভাগের নির্বাচনী সহযোগিতা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

আগামী বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণার চারদিনের মাথায় ইসির সঙ্গে পূর্বনির্ধারিত এই বৈঠক সারলেন কমনওয়েলথ সচিবালয়ের প্রতিনিধিরা। তারা যখন বৈঠক করছেন, তখন ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি।

নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে : কমনওয়েলথ

আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদর দপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।

প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে গত শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা।

তিনি বলেন, কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনসহ নানা ধরনের অংশীজনের সঙ্গে আলোচনা করে। ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি অবহিত হওয়ার পাশাপাশি বিরাজমান পরিবেশসহ পর্যবেক্ষণ করছি আমরা।

কমিশনকে ধন্যবাদ দিয়ে এন্ড্রো বলেন, আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। কতটা প্রস্তুতি হয়েছে তা জানতে পেরেছি। সামনের দিকে তাকিয়ে আছি, আমাদের অংশীজনের সঙ্গে আলোচনা হবে। ২২ নভেম্বর আমরা চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেব।

বিরাজমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করতে চাননি তিনি।

back to top