দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান প্রার্থী নিজেই।
রোববার রাতে তৃণমূল বিএনপির তৈমুর আলমসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎপর্বের একদিন পর তিনি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
রাজধানীর অদূরে রূপগঞ্জ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-১ আসনটি গঠিত। এই উপজেলায় তৈমুর আলমের পৈত্রিক নিবাস রয়েছে। বিগত সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে চূড়ান্তভাবে তাকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি বিএনপি।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বর্তমানে এ আসনের সংসদ সদস্য।
তৈমুর আলম সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়কের পদে ছিলেন। গত বছর দলীয় নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে দুটি পদই হারান তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির মহাসচিব নির্বাচিত হন।
যোগাযোগ করা হলে তৈমুর আলম খন্দকার বলেন, তার দল সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে।
এই আসন থেকে গোলাম দস্তগীর গাজী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান প্রার্থী নিজেই।
রোববার রাতে তৃণমূল বিএনপির তৈমুর আলমসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎপর্বের একদিন পর তিনি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
রাজধানীর অদূরে রূপগঞ্জ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-১ আসনটি গঠিত। এই উপজেলায় তৈমুর আলমের পৈত্রিক নিবাস রয়েছে। বিগত সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে চূড়ান্তভাবে তাকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি বিএনপি।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বর্তমানে এ আসনের সংসদ সদস্য।
তৈমুর আলম সর্বশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়কের পদে ছিলেন। গত বছর দলীয় নির্দেশনা অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে দুটি পদই হারান তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির মহাসচিব নির্বাচিত হন।
যোগাযোগ করা হলে তৈমুর আলম খন্দকার বলেন, তার দল সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে।
এই আসন থেকে গোলাম দস্তগীর গাজী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।