‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে, বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে’, এমন আশার কথা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা সাময়িকভাবে নির্যাতিত কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে।’
গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে। জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।’
রিজভী বলেন, ‘বিএনপি বিদেশি শক্তির ওপর নির্ভর করে না, জনগনের শক্তিই বিএনপির শক্তি’। বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত।
‘আজ-কালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে। তথাকথিত জোটের যারা একটু মনঃক্ষুণœ হচ্ছেন, তাদের হালুয়া-রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা অনচ্ছিার কোনো বিষয় নয় নেই।’
এক বিবৃতিতে বিএনপি জানায়, রাজধানীর রামপুরা, ধানমন্ডি, মুগদা ও সবুজবাগ থানার ৪টি মিথ্যা ও বানোয়াট মামলায় মৃত ব্যাক্তিসহ মোট ৩২ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সবুজবাগ থানার ২০১২ সালের মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জনকে ৩ বছর ৬ মাস করে, রামপুরা থানার অপর মামলায় ১৪ জনকে ৩ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এরমধ্যে সবুজবাগ থানার এক নেতা ৩ বছর আগেই মারা গেছেন বলে জানায় বিএনপি।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৮ জুলাই থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে ৯২৭ মামলায় ৮২ হাজার ৪৩৮ জনকে আসামী করা হয়েছে। এই সময়ের মধ্যে ২২ হাজার ৪৮১ জনকে গ্রেফতার ও ৩৬ মামলায় ৯ জনের মৃত্যুদন্ডাদেশ এবং ৬১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
আজ বুধবার থেকে শুরু হওয়া অবরোধের সমর্থনে রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলখেতে মশাল মিছিল করে বিএনপি। মিছিলে কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল করে জেলা বিএনপি।
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩
‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে, বিএনপি একদিন ঘুরে দাঁড়াবে’, এমন আশার কথা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা সাময়িকভাবে নির্যাতিত কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে।’
গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে। জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।’
রিজভী বলেন, ‘বিএনপি বিদেশি শক্তির ওপর নির্ভর করে না, জনগনের শক্তিই বিএনপির শক্তি’। বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত।
‘আজ-কালের মধ্যে ১৪ দলের আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে। তথাকথিত জোটের যারা একটু মনঃক্ষুণœ হচ্ছেন, তাদের হালুয়া-রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা অনচ্ছিার কোনো বিষয় নয় নেই।’
এক বিবৃতিতে বিএনপি জানায়, রাজধানীর রামপুরা, ধানমন্ডি, মুগদা ও সবুজবাগ থানার ৪টি মিথ্যা ও বানোয়াট মামলায় মৃত ব্যাক্তিসহ মোট ৩২ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সবুজবাগ থানার ২০১২ সালের মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ জনকে ৩ বছর ৬ মাস করে, রামপুরা থানার অপর মামলায় ১৪ জনকে ৩ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এরমধ্যে সবুজবাগ থানার এক নেতা ৩ বছর আগেই মারা গেছেন বলে জানায় বিএনপি।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৮ জুলাই থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে ৯২৭ মামলায় ৮২ হাজার ৪৩৮ জনকে আসামী করা হয়েছে। এই সময়ের মধ্যে ২২ হাজার ৪৮১ জনকে গ্রেফতার ও ৩৬ মামলায় ৯ জনের মৃত্যুদন্ডাদেশ এবং ৬১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
আজ বুধবার থেকে শুরু হওয়া অবরোধের সমর্থনে রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলখেতে মশাল মিছিল করে বিএনপি। মিছিলে কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল করে জেলা বিএনপি।