আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) দেশব্যাপী মানববন্ধন পালন শেষে আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
রোববার ভিডিও বার্তা ও সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ভিডিও বার্তায় রিজভী বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীদের মুক্তিসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে।’
২৮ অক্টোবরের পর এটি হবে তাদের একাদশতম অবরোধ। এর আগে ১০ দফায় ২০ দিন অবরোধ ও ৩ দফায় ৪ দিন হরতাল পালন করে বিএনপি ও তার শরিকেরা। দলটির মহাসমাবেশ পন্ড হয়ে যাওয়ার পর থেকে ক্রমাগত হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি।
এ অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির তরফ থেকে। বিবৃতিতে অবরোধের পাশাপাশি আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর এ দুই দিবসে বিএনপি নেতারা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে ভোর ৬টায় কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী মাজারে শ্রদ্ধা নিবেদন। আর ১৬ ডিসেম্বর শনিবার সকালে গুলশান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর, বিএনপির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রোববার, ১০ ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) দেশব্যাপী মানববন্ধন পালন শেষে আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
রোববার ভিডিও বার্তা ও সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ভিডিও বার্তায় রিজভী বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীদের মুক্তিসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে।’
২৮ অক্টোবরের পর এটি হবে তাদের একাদশতম অবরোধ। এর আগে ১০ দফায় ২০ দিন অবরোধ ও ৩ দফায় ৪ দিন হরতাল পালন করে বিএনপি ও তার শরিকেরা। দলটির মহাসমাবেশ পন্ড হয়ে যাওয়ার পর থেকে ক্রমাগত হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি।
এ অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির তরফ থেকে। বিবৃতিতে অবরোধের পাশাপাশি আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর এ দুই দিবসে বিএনপি নেতারা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে ভোর ৬টায় কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী মাজারে শ্রদ্ধা নিবেদন। আর ১৬ ডিসেম্বর শনিবার সকালে গুলশান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর, বিএনপির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।