alt

রাজনীতি

উপজেলা নির্বাচন: পরশুরামে এবারও ভোটের প্রয়োজন হবে না

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ২২ এপ্রিল ২০২৪

ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে একক প্রার্থী থাকায় এবারও সেখানে ভোটের প্রয়োজন পড়বে না। আওয়ামী লীগ নেতানেত্রীরাই বিনা ভোটে জয়ী হতে চলেছেন।

আর ফুলগাজী উপজেলায় সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুই উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেসময় ফুলগাজী উপজেলার দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার দুই উপজেলায় ১৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এর ফলে পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার, সাধারণ ভাইস চেয়য়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া একক প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন। ফলে তাদের নির্বাচিত ঘোষণা করা শুধু সময়ের ব্যাপার।

পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও পরশুরাম উপজেলা পরিষদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন।

পরশুরাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দীন মজুমদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

কেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, “২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনবার আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হই। এর মধ্যে দুইবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এবং একবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হই।

“এবার দলীয় সিদ্ধান্ত মেনে প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মান জানিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।”

সেখানে শুধু চেয়ারম্যান ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

ফুলগাজীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতার সঙ্গে দলের আরেক নেতার প্রতিদ্বন্দ্বিতা হবে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাও সবাই আওয়ামী লীগ নেতা।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিম মজুমদার এবং হুমায়ুন কবির লড়াইয়ের মাঠে রয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুল হক কালা, অনিল বণিক, আবদুর রহিম পাটোয়ারী ও সাইফুদ্দিন মজুমদার ভোট করছেন।

আর সংরক্ষিত মহিলা ভাইস চেয়ায়ারম্যান পদে মঞ্জুরা আজিজ একক প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন।

ফুলগাজী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল আলিম মজুমদারও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তবে কী কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন এ ব্যাপারে জানতে আব্দুল আলিম মজুমদারকে মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা হলে তারা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে, দল বা জেলা-উপজেলা কমিটি কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারবে না। কিন্তু ফেনীতে সেটাই করা হয়েছে।

ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম শাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, “দলীয় নির্দেশনা অমান্য করে একক প্রার্থী ঘোষণা করা হচ্ছে। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, এবার দলীয় প্রতীক ও দলীয় প্রার্থী থাকবে না, সেখানে দলীয় প্রার্থী ঘোষণা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল।”

যদিও বিষয়টি অস্বীকার করেছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

৭ এপ্রিল ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেছিলেন, “উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ থেকে আমরা কোনো নমিনেশন ফর্ম বিক্রি করিনি। শুধু জেলার সম্ভাব্য কতজন প্রার্থী আছে, সেটা জানতে চেয়েছি।

“কেন্দ্র যেহেতু কাউকে সমর্থন দেবে না, আমাদেরও সমর্থনের সুযোগ নেই। এ বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ বসে আমরা সিদ্ধান্ত নেব।”

ছবি

ঈশ্বরদীর চেয়ারম্যান পদপ্রার্থীএমদাদুলের প্রার্থিতা বাতিল

ছবি

বৈশ্বিক উষ্ণতা রোধ ও পরিবেশের সুরক্ষা তরুণদের নৈতিক দায়িত্ব: বিএসপি চেয়ারম্যান

ছবি

সাবেক আইজিপি বা সেনাপ্রধান দোষী হলে সরকার বাঁচাতে যাবে না: কাদের

ছবি

আজীম কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেয়া হয়েছে : কাদের

বিএনপির বহিষ্কারের পাল্লা ভারি হচ্ছে

ছবি

মেয়াদোত্তীর্ণ জবি ছাত্রলীগের কমিটি, পূর্নাঙ্গ নিয়ে অনিশ্চয়তা

ছবি

আনোয়ারুল আজীম অপকর্মে জড়িত কি না তদন্তে বেরিয়ে আসবে: কাদের

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাকর: মির্জা ফখরুল

ছবি

সোনারগাঁয়ে নতুন চেয়ারম্যান কালাম

ছবি

বন্ধুরাষ্ট্রের কাছে ‘কথিত’ এমপিরাও নিরাপদ নয়: ফখরুল

ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনীতিকে দুষলেন সিইসি

ছবি

দ্বিতীয় ধাপেও ভোটের খরা

ছবি

ব্রাহ্মণবাড়িয়া ব্যালট বক্স ছিনতাইয়ের পর পুকুরে ফেলল যুবক

ছবি

দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

ছবি

উপজেলায় নির্বাচনে হারলেন সাবেক এমপি জাফর

ছবি

পেকুয়ায় চেয়ারম্যান পদে ‘বিএনপির’ রাজু বিজয়ী

ছবি

নোয়াখালীতে ৬ নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার, যুবকের জরিমানা

ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা,পুলিশের দুই রউন্ড গুলিবর্ষণ

মিঠাপুকুরে জাল ভোট দেবার সময় এরমপির ভাই সহ ৩ জন আটক

ছবি

হবিগঞ্জে জাল ভোট দেওয়ায় একজনের কারাদণ্ড, আটক ২

ছবি

অনিয়মের অভিযোগ তুলে দোয়াত কলম প্রার্থীর ভোট বর্জন

ছবি

আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদ, এক কেদ্রের প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ছবি

আড়াইহাজার উপজেলা নির্বাচন: জাল ও প্রকাশ্যে ভোট, গোপন কক্ষে এজেন্ট

ছবি

প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান

সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সোনারগাঁয়ে হুমকি ধামকি আর বিষোদগারে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা,কেন্দ্র দখলের শঙ্কা

রূপগঞ্জ উপজেলা: প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও আচরণবিধি লঙ্ঘনের ৩ অভিযোগ

ছবি

ভোটের হারেই চোখ

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদেরনির্বাচন স্থগিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থীর ভোট কিনছেন আওয়ামী লীগ নেতা,টাকাসহ যুবক আটক

হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারীসহ বিএনপির ২ নেতা আটক

ছবি

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

ছবি

শরীয়তপুরের জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল, চেয়ারম্যান প্রার্থীকে কারন দর্শানো নোটিশ

ছবি

আমরা একটা শূন্য গহ্বরের ভেতর বাস করছি: রিজভী

ছবি

আওয়ামী লীগ এখন পরগাছা হয়ে গেছে : জিএম কাদের

ছবি

পাবনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

tab

রাজনীতি

উপজেলা নির্বাচন: পরশুরামে এবারও ভোটের প্রয়োজন হবে না

সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ এপ্রিল ২০২৪

ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে একক প্রার্থী থাকায় এবারও সেখানে ভোটের প্রয়োজন পড়বে না। আওয়ামী লীগ নেতানেত্রীরাই বিনা ভোটে জয়ী হতে চলেছেন।

আর ফুলগাজী উপজেলায় সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুই উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সেসময় ফুলগাজী উপজেলার দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার দুই উপজেলায় ১৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এর ফলে পরশুরাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার, সাধারণ ভাইস চেয়য়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া একক প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন। ফলে তাদের নির্বাচিত ঘোষণা করা শুধু সময়ের ব্যাপার।

পরশুরাম ও ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও পরশুরাম উপজেলা পরিষদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন।

পরশুরাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দীন মজুমদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

কেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, “২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনবার আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হই। এর মধ্যে দুইবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এবং একবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হই।

“এবার দলীয় সিদ্ধান্ত মেনে প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মান জানিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।”

সেখানে শুধু চেয়ারম্যান ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

ফুলগাজীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতার সঙ্গে দলের আরেক নেতার প্রতিদ্বন্দ্বিতা হবে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাও সবাই আওয়ামী লীগ নেতা।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিম মজুমদার এবং হুমায়ুন কবির লড়াইয়ের মাঠে রয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুল হক কালা, অনিল বণিক, আবদুর রহিম পাটোয়ারী ও সাইফুদ্দিন মজুমদার ভোট করছেন।

আর সংরক্ষিত মহিলা ভাইস চেয়ায়ারম্যান পদে মঞ্জুরা আজিজ একক প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন।

ফুলগাজী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল আলিম মজুমদারও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তবে কী কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন এ ব্যাপারে জানতে আব্দুল আলিম মজুমদারকে মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা হলে তারা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে, দল বা জেলা-উপজেলা কমিটি কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারবে না। কিন্তু ফেনীতে সেটাই করা হয়েছে।

ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম শাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, “দলীয় নির্দেশনা অমান্য করে একক প্রার্থী ঘোষণা করা হচ্ছে। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, এবার দলীয় প্রতীক ও দলীয় প্রার্থী থাকবে না, সেখানে দলীয় প্রার্থী ঘোষণা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল।”

যদিও বিষয়টি অস্বীকার করেছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

৭ এপ্রিল ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেছিলেন, “উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ থেকে আমরা কোনো নমিনেশন ফর্ম বিক্রি করিনি। শুধু জেলার সম্ভাব্য কতজন প্রার্থী আছে, সেটা জানতে চেয়েছি।

“কেন্দ্র যেহেতু কাউকে সমর্থন দেবে না, আমাদেরও সমর্থনের সুযোগ নেই। এ বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ বসে আমরা সিদ্ধান্ত নেব।”

back to top