alt

রাজনীতি

‘স্থবিরতা’ কাটাতে উপায় খুঁজছে বিএনপির হাইকমান্ড

নিজস্ব বার্তা পরিবেশক : মঙ্গলবার, ১৪ মে ২০২৪

নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে ও তৃণমূলে জনসম্পৃক্তা জোরদার করাসহ নানা ইস্যুতে কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা যখন মামলা-হামলায় বিপর্যস্ত হয়ে দিশেহারা, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ও শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। তখন এসব সমস্যা সমাধান করতে দলীয় হাইকমান্ড নানামুখি সমাধানের পথ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। সেইজন্য দলটির যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সরকারবিরোধী দলগুলোকে নিয়ে আবারও রাজপথে সক্রিয় হতে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলীয় সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা ‘স্থবির’ সরকারবিরোধী আন্দোলন। বিএনপি শুধু তাদের নিজস্ব কর্মসূচি পালন করছে। মিত্র দলগুলোও নিজেদের মতো করে মাঝেমধ্যে পৃথক কর্মসূচি পালন করছে। এই অবস্থায় গত রবিবার ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটি বৈঠকে করেছে। আর গতকাল বৈঠক করে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে। বৈঠকে আন্দোলনের কর্মসূচিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন বর্জন করে আসছে। সেই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তাদের দাবি নিরপেক্ষ সরকার ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা। যদিও একের পর এক নির্বাচন বয়কট করার পরবর্তী ধাপ বা করণীয় সম্পর্কে বিএনপি নেতারা কোনো ধারণা দলের নেতাকর্মীসহ দেশবাসীকে এখনও দিতে পারেননি।

দলের ভোট বর্জনের মধ্যেও উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপি অধ্যুষিত অনেক এলাকায় ভোট প্রদানের হার বেশি দেখা গেছে। এ নিয়ে ওইসব অঞ্চলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে দলটির হাইকমান্ড। দলের অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতার অদৃশ্য ইশারায় ভোটার ও কর্মীরা নির্বাচনে সম্পৃক্ত থেকেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ভোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে। এসব কারণেই ওইসব এলাকায় ভোটের হার অনেক বেশি হয়েছে বলে মনে করছেন দলটির অনেক নেতাকর্মী।

এদিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া বিএনপি নেতাদের প্রার্থী হওয়া ঠেকাতে পারছে না। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ও শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন অনেক নেতাকর্মী। এজন্য দল থেকে বহিষ্কারও করা হয় তাদের। প্রথম ধাপে সাবেক ও বর্তমান মিলিয়ে দলটির কমপক্ষে ৮০ জন নেতা প্রার্থী হন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ২৭। তাদের মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপেও চেয়ারম্যান পদে প্রার্থী আছেন দলটির ৩৩ জন নেতা।

এছাড়া প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও বিএনপির বহিষ্কৃত নেতারা প্রার্থী হয়েছেন। দলের কঠোর অবস্থানের মুখেও তৃতীয় ধাপে বিএনপির অন্তত ১৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এই ধাপে বিএনপির ২৩ জন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ২৯ মে আর চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির হাইকমান্ড পর্যালোচনা শুরু করেছে। কোন কোন এলাকায় বেশি ভোট পড়েছে এবং সেই এলাকার দলীয় নেতাকর্মীদের ভূমিকা কী ছিল, তা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন তারা।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না। ফলাফল নির্ধারিত থাকে, সেটিই ঘোষিত হয়। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তঃকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

তবে বিএনপির কেন্দ্রীয় একজন সহসাংগঠনিক সম্পাদক জানান, ভোট কেনাবেচার চেয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল বেশি প্রভাব ফেলছে উপজেলা নির্বাচনে। বেশির ভাগ ক্ষেত্রে যেসব এলাকায় কোন্দল রয়েছে, সেখানে এক পক্ষ সরকারের সঙ্গে আঁতাত করছে আরেক পক্ষকে ঘায়েল করার জন্য। তারা ইন্ধন দিচ্ছেন ভোটের মাঠে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের কারণে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে কিছু কিছু জায়গায় অনৈতিক সম্পর্কের কারণে ভোটের মাঠে প্রভাব ফেলছে বলে তিনি স্বীকার করেন।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, জাতীয় নির্বাচন থেকে উপজেলা নির্বাচনে ভোটের হার আরও অনেক কম হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে কোন কোন উপজেলায় ৭২ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। আর নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ভোটের হার ৩৬ দশমিক ১ শতাংশ। বেশি ভোট পড়েছে এমন সব জেলার নেতাদের বক্তব্য ক্ষমতাসীনরা জাল ভোটের মাধ্যমে ভোটের হার বেশি দেখিয়েছেন। সেখানে বিএনপির হাইকমান্ড বলছে, নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বী। সেখানে শুধু একপক্ষ জাল ভোট দিলে প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক হতো।’ এ বিষয়ে জেলা ও উপজেলার নেতাদের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন ওই নেতা।

এসব বিষয় মানতে নারাজ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম। তার মতে এত ভোট কোথাও পড়েনি। ৭ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট না পড়লেও সরকার সেটাকে ৪০ শতাংশে নিয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জনগণ এ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। তারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে জনগণ আর ভোটের ওপর আস্থা রাখতে পারছে না। তাই তারা নিজ উদ্যোগে ভোট বয়কট করছেন।

অন্যদিকে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চার পর্বে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ৮ মে। প্রথম ধাপের ১৩৯টি উপজেলা নির্বাচনে ৮১টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নির্বাচনী এলাকার মোট ভোটারের ২০ ভাগেরও কম ভোট পেয়ে। মোট ভোটের হার ছিল ৩৬ দশমিক ১৮ শতাংশ। সামগ্রিক পরিস্থিতি ও ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এরআগের তিনটি উপজেলা নির্বাচনেই ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে। অর্থাৎ এবারের নির্বাচনে ভোটারের অনীহা ও অনাগ্রহ সুস্পষ্ট। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়ে ৬১ শতাংশ, ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল ৪১ শতাংশ।

সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত : রিজভী

ছবি

সরকারকে ব্যর্থ প্রমাণে সব ধরনের ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

ছবি

২৮ ছাত্রসংগঠনের সভায় ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের আহ্বান

ছবি

ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী

ছবি

সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব

ছবি

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

ছবি

সাত বছরের দণ্ড থেকে গিয়াস উদ্দিন মামুনকে খালাস দিলেন হাইকোর্ট

ছবি

‘কল্পকাহিনীর’ প্রচার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান ইউনূসের

ছবি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাধ্যমে ৮০ শতাংশ সমস্যা নিরসন হবে: রাকিবুল ইসলাম

ছবি

দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিতে শিক্ষার সংস্কার জরুরি: শিবির সভাপতি

ছবি

গণহত্যা: আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

ছবি

জগন্নাথে এক মঞ্চে হাসনাত-রাকিব মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা

ছবি

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির ক্ষোভ প্রকাশ

ছবি

কূটনৈতিক মিশনের নিরাপত্তায় ভারতে ‘শান্তিরক্ষা বাহিনী’র সহায়তা নেওয়ার আহ্বান রিজভীর

ছবি

আগরতলায় হাইকমিশনে হামলার নিন্দা, ছয় দফা দাবি জাতীয় নাগরিক কমিটির

ছবি

মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের প্রতি হুমকি: ফখরুল

ছবি

ভোটার তালিকা হালনাগাদ শেষে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের উদ্যোগ

জয়দেবপুরে বাসে অগ্নিসংযোগ মামলায় তারেক রহমানসহ ৬০ জন খালাস

ছবি

রাজনৈতিক প্রতিহিংসা অবসানে তারেক রহমানের ‘ঐক্যবদ্ধ’ ও ‘নতুন অধ্যায়’ খোলার আহ্বান

ছবি

শিগগির তারেক রহমান দেশে আসছেন: মির্জা আব্বাস

ছবি

২১ অগাস্ট গ্রেনেড হামলায় কখনোই বিএনপি ইনভলভ ছিল না: মির্জা আব্বাস

ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বলা হয়েছে বিচারিক আদালতের বিচার অবৈধ : শিশির মনির

ছবি

একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস

ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিলের রায় আজ

ছবি

সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নাই, সংস্কার আমরা করব: আমীর খসরু

ছবি

আমাদের ব্যর্থ করতে সব চেষ্টা করছেন শেখ হাসিনা: সারজিস

ছবি

লন্ডনে গেলেন ফখরুল, উদ্দেশ্য স্ত্রীর চিকিৎসা ও তারেকের সঙ্গে সাক্ষাৎ

সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, সমাবেশে মির্জা ফখরুল

ছবি

গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

ছবি

শুক্রবার বিক্ষোভ-সমাবেশের ঘোষণা হেফাজতের

ছবি

‘উদ্বিগ্ন , চিন্তিত’ মির্জা ফখরুল, ‘ কোথায় যাচ্ছে দেশ ’

ছবি

কয়লা খনি মামলায় খালেদাসহ ৩ জনকে অব্যাহতি, চারজনের বিচার শুরু

ছবি

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

ছবি

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

ছবি

চীন যাচ্ছেন জামায়াতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা

নতুন প্রতিনিধি কমিটি গঠন করল জাতীয় নাগরিক কমিটি

tab

রাজনীতি

‘স্থবিরতা’ কাটাতে উপায় খুঁজছে বিএনপির হাইকমান্ড

নিজস্ব বার্তা পরিবেশক

মঙ্গলবার, ১৪ মে ২০২৪

নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে ও তৃণমূলে জনসম্পৃক্তা জোরদার করাসহ নানা ইস্যুতে কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা যখন মামলা-হামলায় বিপর্যস্ত হয়ে দিশেহারা, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ও শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। তখন এসব সমস্যা সমাধান করতে দলীয় হাইকমান্ড নানামুখি সমাধানের পথ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। সেইজন্য দলটির যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সরকারবিরোধী দলগুলোকে নিয়ে আবারও রাজপথে সক্রিয় হতে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলীয় সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা ‘স্থবির’ সরকারবিরোধী আন্দোলন। বিএনপি শুধু তাদের নিজস্ব কর্মসূচি পালন করছে। মিত্র দলগুলোও নিজেদের মতো করে মাঝেমধ্যে পৃথক কর্মসূচি পালন করছে। এই অবস্থায় গত রবিবার ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটি বৈঠকে করেছে। আর গতকাল বৈঠক করে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে। বৈঠকে আন্দোলনের কর্মসূচিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন বর্জন করে আসছে। সেই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তাদের দাবি নিরপেক্ষ সরকার ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা। যদিও একের পর এক নির্বাচন বয়কট করার পরবর্তী ধাপ বা করণীয় সম্পর্কে বিএনপি নেতারা কোনো ধারণা দলের নেতাকর্মীসহ দেশবাসীকে এখনও দিতে পারেননি।

দলের ভোট বর্জনের মধ্যেও উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপি অধ্যুষিত অনেক এলাকায় ভোট প্রদানের হার বেশি দেখা গেছে। এ নিয়ে ওইসব অঞ্চলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে দলটির হাইকমান্ড। দলের অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতার অদৃশ্য ইশারায় ভোটার ও কর্মীরা নির্বাচনে সম্পৃক্ত থেকেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ভোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে। এসব কারণেই ওইসব এলাকায় ভোটের হার অনেক বেশি হয়েছে বলে মনে করছেন দলটির অনেক নেতাকর্মী।

এদিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া বিএনপি নেতাদের প্রার্থী হওয়া ঠেকাতে পারছে না। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ও শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন অনেক নেতাকর্মী। এজন্য দল থেকে বহিষ্কারও করা হয় তাদের। প্রথম ধাপে সাবেক ও বর্তমান মিলিয়ে দলটির কমপক্ষে ৮০ জন নেতা প্রার্থী হন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ২৭। তাদের মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপেও চেয়ারম্যান পদে প্রার্থী আছেন দলটির ৩৩ জন নেতা।

এছাড়া প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও বিএনপির বহিষ্কৃত নেতারা প্রার্থী হয়েছেন। দলের কঠোর অবস্থানের মুখেও তৃতীয় ধাপে বিএনপির অন্তত ১৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এই ধাপে বিএনপির ২৩ জন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দ্বিতীয় ধাপের ভোট হবে ২১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ২৯ মে আর চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির হাইকমান্ড পর্যালোচনা শুরু করেছে। কোন কোন এলাকায় বেশি ভোট পড়েছে এবং সেই এলাকার দলীয় নেতাকর্মীদের ভূমিকা কী ছিল, তা নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন তারা।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না। ফলাফল নির্ধারিত থাকে, সেটিই ঘোষিত হয়। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তঃকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

তবে বিএনপির কেন্দ্রীয় একজন সহসাংগঠনিক সম্পাদক জানান, ভোট কেনাবেচার চেয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল বেশি প্রভাব ফেলছে উপজেলা নির্বাচনে। বেশির ভাগ ক্ষেত্রে যেসব এলাকায় কোন্দল রয়েছে, সেখানে এক পক্ষ সরকারের সঙ্গে আঁতাত করছে আরেক পক্ষকে ঘায়েল করার জন্য। তারা ইন্ধন দিচ্ছেন ভোটের মাঠে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের কারণে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে কিছু কিছু জায়গায় অনৈতিক সম্পর্কের কারণে ভোটের মাঠে প্রভাব ফেলছে বলে তিনি স্বীকার করেন।

বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, জাতীয় নির্বাচন থেকে উপজেলা নির্বাচনে ভোটের হার আরও অনেক কম হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে কোন কোন উপজেলায় ৭২ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। আর নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ভোটের হার ৩৬ দশমিক ১ শতাংশ। বেশি ভোট পড়েছে এমন সব জেলার নেতাদের বক্তব্য ক্ষমতাসীনরা জাল ভোটের মাধ্যমে ভোটের হার বেশি দেখিয়েছেন। সেখানে বিএনপির হাইকমান্ড বলছে, নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বী। সেখানে শুধু একপক্ষ জাল ভোট দিলে প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক হতো।’ এ বিষয়ে জেলা ও উপজেলার নেতাদের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন ওই নেতা।

এসব বিষয় মানতে নারাজ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম। তার মতে এত ভোট কোথাও পড়েনি। ৭ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট না পড়লেও সরকার সেটাকে ৪০ শতাংশে নিয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জনগণ এ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। তারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে জনগণ আর ভোটের ওপর আস্থা রাখতে পারছে না। তাই তারা নিজ উদ্যোগে ভোট বয়কট করছেন।

অন্যদিকে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চার পর্বে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ৮ মে। প্রথম ধাপের ১৩৯টি উপজেলা নির্বাচনে ৮১টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নির্বাচনী এলাকার মোট ভোটারের ২০ ভাগেরও কম ভোট পেয়ে। মোট ভোটের হার ছিল ৩৬ দশমিক ১৮ শতাংশ। সামগ্রিক পরিস্থিতি ও ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এরআগের তিনটি উপজেলা নির্বাচনেই ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে। অর্থাৎ এবারের নির্বাচনে ভোটারের অনীহা ও অনাগ্রহ সুস্পষ্ট। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়ে ৬১ শতাংশ, ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল ৪১ শতাংশ।

back to top