alt

রাজনীতি

আড়াইহাজার উপজেলা: হুইপ নজরুলের বিরুদ্ধে ইসিতে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : মঙ্গলবার, ১৪ মে ২০২৪

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের চারবারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া। কমিশনে নজরুলের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শাহজালাল।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া। এর আগে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন আনারস প্রতীকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কাজী সুজন ইকবাল এবং ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মী প্রাথীতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনজন নির্বাচনের মাঠে আছেন। বাকিরা সরে দাঁড়িয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। দু’জনই স্থানীয়ভাবে হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন বলে পরিচিত।

চেয়ারম্যান প্রার্থী শাহজালালের অভিযোগ, এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হলেও সাইফুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। স্থানীয়ভাবে প্রভাবশালী এই সংসদ সদস্য পছন্দের এই প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে নিয়মিত সভা-সমাবেশে উপস্থিত থাকছেন এবং হুমকির সুরে বক্তব্য দিচ্ছেন।

গত সোমবার নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগে শাহজালাল বলেন, ‘নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোায়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাশ করাতে হবে। হুইপ বাবু ‘ক্ষমতা, অর্থসহ, সকল প্রশাসন আমি দেখবো’ বলে তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছে। আমার কর্মী-সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হচ্ছে।

‘হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি-ধমকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও আমার কর্মী-সমর্থক ও সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে’, বলে অভিযোগ করেন দোয়াত-কলম প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী।

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধি অনুযায়ী হুইপ নজরুল ইসলাম বাবু ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কমিশনে দেওয়া অভিযোগের সাথে নজরুল ইসলাম বাবুর প্রচারণায় অংশ নেওয়া এবং সেখানে দেওয়া বক্তব্যের ভিডিও এবং সংবাদমাধ্যমের কপিও সংযুক্ত করেছেন।

মুঠোফোনে শাহজালাল মিয়া বলেন, ‘আমি ১৭ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। বর্তমানে সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার উপর তিনি জাতীয় সংসদের হুইপও হয়েছেন। উনি সববিষয়ে প্রভাব রাখেন। আমরা কখনও দ্বিমত করিনি। দলীয়ভাবে যে নৌকা পাইছে তার পক্ষে কাজ করছি। কিন্তু এইবার তো আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাাসিনা নিজেই সবার অংশগ্রহণের জন্য কোন প্রতীক দেন নাই। তাই আমরাও নির্বাচনে দাঁড়াইছি। কিন্তু একজন সংসদ সদস্য এবং হুইপ হইয়া উনি এইভাবে একজন প্রার্থীর পক্ষ হইয়া হুমকি-ধমকি দেন তাহলে তো আর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকে না।’

এই প্রার্থী আরও বলেন, ‘প্রতিদিনই নজরুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় স্বপনের পক্ষে নির্বাচনী সভা ও প্রচারণায় অংশ নিচ্ছেন। অথচ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রশাসনের কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। আজকেও (মঙ্গলবার) উপজেলার মারুয়াদি এলাকায় স্বপনের পক্ষে একটি সভা করেছেন নজরুল ইসলাম বাবু। আমি আশা করবো নেত্রী যেমন ফিল্ড ওপেন রাখছেন তেমনি এমপি সাহেবও যেন নিরব থাকেন। কারও পক্ষ না নিয়ে কে জিতে সেইটা উনি দেখুক।’

যদিও এই বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আড়াইহাজার উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশন মো. আলমগীর স্যার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানতে পেরেছি। এক্ষেত্রে ব্যবস্থা নিবে কমিশন। তবে নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

এদিকে, আজ মঙ্গলবার কমিশনে আরেকটি অভিযোগ দেন প্রার্থী শাহজালাল মিয়া। কমিশনকে তিনি জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হুইপ নজরুল ইসলাম বাবু। নিরপেক্ষতার শঙ্কা প্রকাশ করে তিনি এসব প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণের দিন প্রিসাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী উপজেলা থেকে কর্মকর্তাদের দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন।

কারফিউ প্রত্যাহার করুন, সেনাবাহিনীকে ব্যারাকে নিন : ফখরুল

‘নিষ্ক্রিয়, ব্যর্থদের তালিকা যেন সঠিক হয়’-দাবি আ’লীগ তৃণমূলের

ছবি

খোঁজখবর নিচ্ছি, সত্য বেরিয়ে আসবে : কাদের

পরিস্থিতি আরও খারাপ হতে পারে : কাদের

‘আপনারা ফেইল করেছেন’, রংপুরে দলীয় নেতাকর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ গ্রেপ্তার ১৭৫৮ : পুলিশ

ছবি

বিএনপি কার্যালয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাতজনের রিমান্ড মঞ্জুর

ছবি

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত নয় : মির্জা ফখরুল

ছবি

নয়া পল্টনে বিএনপি অফিসে তালা, চারপাশে পুলিশের অবস্থান

আন্দোলনকারী শিক্ষার্থীরা কারো শেখানো বুলি বলছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

দুই দফা বৈঠক করেও আন্দোলনের দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি বিএনপির হাইকমান্ড

ছবি

যৌক্তিক দাবি কখনোই উপেক্ষিত হয়নি: ওবায়দুল কাদের

ছবি

জঙ্গীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম চালিয়ে যাবে গণতন্ত্রী পার্টি: ডা. শাহাদাত

ছবি

শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই বরদাশত করা হবে নাঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ছবি

শেখ হাসিনা চীন হতে শূন্য হাতে ফিরেছেন : রিজভী

ছবি

কোটাবিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী: ওবায়দুল কাদের

ছবি

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

ছবি

স্বাধীনতাবিরোধীরা এ আন্দোলনের সঙ্গে মিশে গেছে বলে আমি আপনি সবাই বুঝে গেছি : আিইনমন্ত্রী

ছবি

কোটা সংস্কারের নামে বিএনপি জামায়াতের সন্তানেরা মাঠে নেমেছে - মাইনুল হোসেন নিখিল

ছবি

সরকার মেধাবী জাতি গঠনে অনাগ্রহী: আমির খসরু

ছয় বছর আগের মামলায় ছয় যুবদল নেতার কারাদণ্ড

ছবি

জবি : অভিযুক্তদের প্রটোকলেই ক্যাম্পাসে ছাত্রলীগের তদন্ত কমিটি

ছবি

আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

ছবি

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহীমের চাঁদাবাজির মামলা তদন্তে সিআইডি, প্রতিবেদন ২২ জুলাই

ছবি

কোটার সিদ্ধান্ত সরকারের নয়, আদালতের: ওবায়দুল কাদের

ছবি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

ছবি

প্রশ্নফাঁস ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ : জবি শাখার বিরুদ্ধে কাল তদন্তে নামছে কেন্দ্রীয় তদন্ত কমিটি

ছবি

কোটা এবং পেনশনবিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন আছে: ফখরুল

ছবি

এখন কারো গায়ে চুলকায়, কারো অন্তরে জ্বালা: কাদের

ছবি

দেশের পক্ষে কথা বলার কোনও সরকার এখানে নেই : গণতন্ত্র মঞ্চ

ছবি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, জবি শাখার তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ

ছবি

অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

ছবি

কোটা পুনর্বহালের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ছবি

যারা সহিংসতাকে উস্কে দেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: কাদের

ছবি

অবস্থান কর্মসূচির ডাক দিয়ে শাহবাগ ছেড়েছে বিক্ষোভকারীরা

ছবি

"জাহাঙ্গীর আলমকে ছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা"

tab

রাজনীতি

আড়াইহাজার উপজেলা: হুইপ নজরুলের বিরুদ্ধে ইসিতে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের চারবারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া। কমিশনে নজরুলের বিরুদ্ধে পছন্দের প্রার্থীর পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন শাহজালাল।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া। এর আগে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন আনারস প্রতীকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কাজী সুজন ইকবাল এবং ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম।

তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মী প্রাথীতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনজন নির্বাচনের মাঠে আছেন। বাকিরা সরে দাঁড়িয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। দু’জনই স্থানীয়ভাবে হুইপ নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন বলে পরিচিত।

চেয়ারম্যান প্রার্থী শাহজালালের অভিযোগ, এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন না হলেও সাইফুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। স্থানীয়ভাবে প্রভাবশালী এই সংসদ সদস্য পছন্দের এই প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে নিয়মিত সভা-সমাবেশে উপস্থিত থাকছেন এবং হুমকির সুরে বক্তব্য দিচ্ছেন।

গত সোমবার নির্বাচন কমিশনে দেওয়া অভিযোগে শাহজালাল বলেন, ‘নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণবিধির বিন্দুমাত্র তোায়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাশ করাতে হবে। হুইপ বাবু ‘ক্ষমতা, অর্থসহ, সকল প্রশাসন আমি দেখবো’ বলে তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করে যাচ্ছে। আমার কর্মী-সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আমার নির্বাচনী প্রচারণায় বাধার সৃষ্টি হচ্ছে।

‘হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য পোলিং এজেন্টদের হুমকি-ধমকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও আমার কর্মী-সমর্থক ও সম্ভাব্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে’, বলে অভিযোগ করেন দোয়াত-কলম প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী।

নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধি অনুযায়ী হুইপ নজরুল ইসলাম বাবু ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কমিশনে দেওয়া অভিযোগের সাথে নজরুল ইসলাম বাবুর প্রচারণায় অংশ নেওয়া এবং সেখানে দেওয়া বক্তব্যের ভিডিও এবং সংবাদমাধ্যমের কপিও সংযুক্ত করেছেন।

মুঠোফোনে শাহজালাল মিয়া বলেন, ‘আমি ১৭ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। বর্তমানে সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার উপর তিনি জাতীয় সংসদের হুইপও হয়েছেন। উনি সববিষয়ে প্রভাব রাখেন। আমরা কখনও দ্বিমত করিনি। দলীয়ভাবে যে নৌকা পাইছে তার পক্ষে কাজ করছি। কিন্তু এইবার তো আমাদের দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাাসিনা নিজেই সবার অংশগ্রহণের জন্য কোন প্রতীক দেন নাই। তাই আমরাও নির্বাচনে দাঁড়াইছি। কিন্তু একজন সংসদ সদস্য এবং হুইপ হইয়া উনি এইভাবে একজন প্রার্থীর পক্ষ হইয়া হুমকি-ধমকি দেন তাহলে তো আর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকে না।’

এই প্রার্থী আরও বলেন, ‘প্রতিদিনই নজরুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় স্বপনের পক্ষে নির্বাচনী সভা ও প্রচারণায় অংশ নিচ্ছেন। অথচ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রশাসনের কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। আজকেও (মঙ্গলবার) উপজেলার মারুয়াদি এলাকায় স্বপনের পক্ষে একটি সভা করেছেন নজরুল ইসলাম বাবু। আমি আশা করবো নেত্রী যেমন ফিল্ড ওপেন রাখছেন তেমনি এমপি সাহেবও যেন নিরব থাকেন। কারও পক্ষ না নিয়ে কে জিতে সেইটা উনি দেখুক।’

যদিও এই বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আড়াইহাজার উপজেলার দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশন মো. আলমগীর স্যার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানতে পেরেছি। এক্ষেত্রে ব্যবস্থা নিবে কমিশন। তবে নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

এদিকে, আজ মঙ্গলবার কমিশনে আরেকটি অভিযোগ দেন প্রার্থী শাহজালাল মিয়া। কমিশনকে তিনি জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হুইপ নজরুল ইসলাম বাবু। নিরপেক্ষতার শঙ্কা প্রকাশ করে তিনি এসব প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণের দিন প্রিসাইডিং কর্মকর্তা বা পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী উপজেলা থেকে কর্মকর্তাদের দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন।

back to top