কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা সংক্রান্ত মামলায় ঢাকা মহানগর হাকিম শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার এ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
এ্যানির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বৃহস্পতিবার বিকালে নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনে অবস্থান নেয়। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পর ‘বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে’ ৩-৪ হাজার অজ্ঞাত কর্মী বিটিভি ভবনের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ভবনের ভেতর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেদিন বিটিভির পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি, মাইক্রোবাস, কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থা, ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৯টি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
বিটিভির মূল ভবনের বিভিন্ন তলায় অগ্নিসংযোগ, লুটপাট, এবং ডিজাইন শাখার মেকআপ রুমে অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শনিবার, ২৭ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা সংক্রান্ত মামলায় ঢাকা মহানগর হাকিম শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স ও এবিএম খালিদ হাসান। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার এ তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
এ্যানির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন, আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বৃহস্পতিবার বিকালে নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনে অবস্থান নেয়। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পর ‘বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে’ ৩-৪ হাজার অজ্ঞাত কর্মী বিটিভি ভবনের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ভবনের ভেতর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেদিন বিটিভির পোর্টেবল ডিএসএনজি সিস্টেমের সব সম্প্রচার যন্ত্রপাতি, মাইক্রোবাস, কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থা, ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৯টি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ২১টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
বিটিভির মূল ভবনের বিভিন্ন তলায় অগ্নিসংযোগ, লুটপাট, এবং ডিজাইন শাখার মেকআপ রুমে অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।