alt

রাজনীতি

মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

মোস্তাফিজুর রহমান : বুধবার, ০৭ আগস্ট ২০২৪

সরকার পতনের একদিন পরই মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি দুদকের একটি মামলায় সাজা পেয়ে ছয় বছর আগে কারাবন্দী হয়েছিলেন। দুই বছর জেল খেটেছেন। এরপর থেকে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতে চিকিৎসা নিচ্ছিলেন। তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

এর মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা। সরকার পতনের পরপরই বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে সেদিন রাতেই জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবন প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসনকে মুক্তি দেয়া হয়েছে।

আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরশাদের পতনের পর ১৯৯১ সালে সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় বসে তার নেতৃত্বে। হন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া পরে ১৯৯৬ সালেও কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আবারও প্রধানমন্ত্রী হোন তিনি। সেবার থাকেন ২০০৬ সাল পর্যন্ত। তবে ওয়ান এলিভ্যানের সময় ব্যাপক জটিলতায় পড়েন তিনি। তখন আটকও হয়েছিলেন তিনি।

পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি হেরে গেলে আরও জটিলতায় পড়েন খালেদা জিয়া। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা সক্রিয় করে ততকালীন আওয়ামী লীগ সরকার।

সেসব মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির একটি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের কারাদ- দেয় ঢাকার একটি আদালত। ওই রায়ের পরই কারাবন্দী হন তিনি। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন তিনি। কিন্তু অন্যদিকে সাজা বাড়ানোর দাবি জানিয়ে দুদক আবেদন করলে ১০ বছরের কারাদ- দেয় আদালত।

এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির আরেকটি মামলায় ৭ বছরের কারাদ- এবং ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার একটি আদালত। দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ১৭ বছরের কারাদ- আসে। পরে দুই বছর কারাবন্দী থাকার পর তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন।

কিন্তু নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে। এই সময়ে রাজনীতিতে অংশ না নিতে পারেননি। শরীরের অবস্থা অবনতি হলে অনেকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য বিদেশেও যেতে চাইলেও পারেননি। গত তিন বছরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও প্রতিবারই তা নাকচ করে সরকার।

যেসব মামলা ছিল

২০০৮ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলাতেই সাজা পেয়ে প্রথমবারের মতো কারাগারে যেতে হয় তাকে।

তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা হলেও তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র দেয়া হয়েছিল ২০০৯ সালে। আর অভিযোগ গঠন হয় ২০১৪ সালের মার্চ মাসে। বকশীবাজারের বিশেষ জজ আদালতে এই মামলার বিচার কার্যক্রম চলে। মামলার রায়ে খালেদা জিয়া ছাড়াও তার ছেলে তারেক রহমানসহ আরও পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদ- ও দুই কোটি টাকা করে জরিমানা করা হয়েছিল।

বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে রায় হওয়া আরও মামলা ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। ২০১৮ সালের ২৯ অক্টোবর মামলাটির রায় দেয় আদালত। ২০১১ সালের আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে। ২০১৪ সালের মার্চ মাসে এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছিল।

ওই দুই মামলা ছাড়াও বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে ২০০৮ সালে সেনাসমর্থিত সরকারের করা নাইকো মামলা, গ্যাটকো মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি মামলা সক্রিয় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সে সরকারের আমলে ১৫ অগাস্ট ‘ভুয়া জন্মদিন’ জন্মদিন পালনসহ আরও কিছু মামলা দায়ের হয়েছিল।

যদিও বিএনপি সবসময় অভিযোগ করে আসছে, এই সব দুর্নীতির মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক’। তবে ততকালীন সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই নাকচ করে আসছে।

তাছাড়া শুরু থেকেই বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও ‘সাজানো রায়’ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করে আসছিলেন তার আইনজীবী ও বিএনপির নেতারা।

কারাবন্দী হওয়ার পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সংবাদকে বলেছিলেন, ‘রাজনীতি থেকে বাইরে রাখতে আওয়ামী লীগ সরকার তাকে (খালেদা জিয়া) একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। ফরমায়েশি রায়ও দিচ্ছে। অথচ এসব মামলার অভিযোগ সবই মিথ্যা।’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবাদকে বলেছিলেন, ‘জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় জড়িয়ে এবং রায় দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে।’ বিএনপি চেয়ারপারসনকে সরকার সহজেই মুক্ত হতে দেবে না বলেও মন্ত্রব্য ছিল জয়নুল আবেদীনের।

ছবি

গণঅভ্যুত্থানে নিহতদের ৪২২ জন বিএনপির রাজনীতিতে যুক্ত ছিল : ফখরুল

ছবি

ধানমন্ডি ৩২ নম্বরে ফ্ল্যাট করে নিহতদের পরিবারকে দেয়ার দাবী ইনকিলাব সম্পাদকের

ছবি

আ. লীগ শাসনামলে আন্দোলনে নিহতদের পরিবারকে ভাতা দিতে হবে: ফখরুল

ছবি

স্থগিত হলো গণতান্ত্রিক ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম

ছবি

জাতীয় ঐক্য তৈরিতে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি

ছবি

‘দুর্যোগপূর্ণ’ আবহাওয়া, বিএনপির সমাবেশ পেছাল দুদিন

সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে : মির্জা ফখরুল

সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা ফখরুলের

ছবি

যথাশিগগির সংস্কার শেষে নির্বাচনে যাবে অন্তর্বর্তী সরকার, আশা ফখরুলের

ছবি

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ছবি

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে - সিলেটে রিজভী

ছবি

নড়াইলে মাশরাফী ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

ছবি

কুষ্টিয়ায় যুবদল নেতার উসকানিমূলক বক্তব্য, ফেসবুকে ভিডিও ভাইরাল

ছবি

বিএনপি নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা ও ব্যানার-ফেস্টুন প্রদর্শনে নিষেধাজ্ঞা

ছবি

ভারতের প্রভুসুলভ আচরণ প্রতিবেশীদের জন্য শুভ নয়: মির্জা ফখরুল

ছবি

নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

ছবি

কিশোর হত্যা: সাবেক মন্ত্রী শাজাহান খান কারাগারে

ছবি

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে : ফয়জুল করিম

ছবি

‘যুবলীগ-শ্রমিক লীগই’ পরিবহনে বোমা মেরে বিরোধীদের মামলা দিত

ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজ

ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের শ্রদ্ধা প্রয়োজন: রুহুল কবির রিজভী

ছবি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যথাযথ ও সময়োপযোগী: মির্জা ফখরুল

ছবি

আশুলিয়ায় বিএনপি’র শ্রমিক সমাবেশে হট্টগোল,আহত-৫

ছবি

এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি করা হচ্ছে - শিবচরে নুরুল হক নূর

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্য সচিবকে দলীয় কর্মীদের মারধর

ছবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বামী–সন্তানের ব্যাংকের তথ্য তলব

ছবি

বিএনপির আহমেদ আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ছবি

নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: পদত্যাগের সম্ভাবনা

ছবি

মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের ওপর আঘাতকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির

ছবি

বহিষ্কৃত বিএনপি নেতা ফখর উদ্দিনের বিরুদ্ধে মামলা

ছবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

ছবি

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলেন তারেক রহমান

একে একে নিবন্ধন পাচ্ছে আগে বাতিল দলগুলো

ছবি

বিএনপির দুই শীর্ষ নেতার কাছে ব্যাখ্যা তলব

ছবি

ইসির নিবন্ধন পেল নাগরিক ঐক্য

tab

রাজনীতি

মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া

মোস্তাফিজুর রহমান

বুধবার, ০৭ আগস্ট ২০২৪

সরকার পতনের একদিন পরই মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি দুদকের একটি মামলায় সাজা পেয়ে ছয় বছর আগে কারাবন্দী হয়েছিলেন। দুই বছর জেল খেটেছেন। এরপর থেকে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিতে চিকিৎসা নিচ্ছিলেন। তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

এর মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা। সরকার পতনের পরপরই বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে সেদিন রাতেই জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবন প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসনকে মুক্তি দেয়া হয়েছে।

আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরশাদের পতনের পর ১৯৯১ সালে সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় বসে তার নেতৃত্বে। হন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া পরে ১৯৯৬ সালেও কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আবারও প্রধানমন্ত্রী হোন তিনি। সেবার থাকেন ২০০৬ সাল পর্যন্ত। তবে ওয়ান এলিভ্যানের সময় ব্যাপক জটিলতায় পড়েন তিনি। তখন আটকও হয়েছিলেন তিনি।

পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি হেরে গেলে আরও জটিলতায় পড়েন খালেদা জিয়া। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা সক্রিয় করে ততকালীন আওয়ামী লীগ সরকার।

সেসব মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির একটি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের কারাদ- দেয় ঢাকার একটি আদালত। ওই রায়ের পরই কারাবন্দী হন তিনি। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন তিনি। কিন্তু অন্যদিকে সাজা বাড়ানোর দাবি জানিয়ে দুদক আবেদন করলে ১০ বছরের কারাদ- দেয় আদালত।

এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির আরেকটি মামলায় ৭ বছরের কারাদ- এবং ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার একটি আদালত। দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ১৭ বছরের কারাদ- আসে। পরে দুই বছর কারাবন্দী থাকার পর তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন।

কিন্তু নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে। এই সময়ে রাজনীতিতে অংশ না নিতে পারেননি। শরীরের অবস্থা অবনতি হলে অনেকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য বিদেশেও যেতে চাইলেও পারেননি। গত তিন বছরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও প্রতিবারই তা নাকচ করে সরকার।

যেসব মামলা ছিল

২০০৮ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলাতেই সাজা পেয়ে প্রথমবারের মতো কারাগারে যেতে হয় তাকে।

তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা হলেও তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র দেয়া হয়েছিল ২০০৯ সালে। আর অভিযোগ গঠন হয় ২০১৪ সালের মার্চ মাসে। বকশীবাজারের বিশেষ জজ আদালতে এই মামলার বিচার কার্যক্রম চলে। মামলার রায়ে খালেদা জিয়া ছাড়াও তার ছেলে তারেক রহমানসহ আরও পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদ- ও দুই কোটি টাকা করে জরিমানা করা হয়েছিল।

বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে রায় হওয়া আরও মামলা ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। ২০১৮ সালের ২৯ অক্টোবর মামলাটির রায় দেয় আদালত। ২০১১ সালের আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি দায়ের করে। ২০১৪ সালের মার্চ মাসে এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছিল।

ওই দুই মামলা ছাড়াও বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে ২০০৮ সালে সেনাসমর্থিত সরকারের করা নাইকো মামলা, গ্যাটকো মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি মামলা সক্রিয় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সে সরকারের আমলে ১৫ অগাস্ট ‘ভুয়া জন্মদিন’ জন্মদিন পালনসহ আরও কিছু মামলা দায়ের হয়েছিল।

যদিও বিএনপি সবসময় অভিযোগ করে আসছে, এই সব দুর্নীতির মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক’। তবে ততকালীন সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই নাকচ করে আসছে।

তাছাড়া শুরু থেকেই বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও ‘সাজানো রায়’ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করে আসছিলেন তার আইনজীবী ও বিএনপির নেতারা।

কারাবন্দী হওয়ার পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সংবাদকে বলেছিলেন, ‘রাজনীতি থেকে বাইরে রাখতে আওয়ামী লীগ সরকার তাকে (খালেদা জিয়া) একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। ফরমায়েশি রায়ও দিচ্ছে। অথচ এসব মামলার অভিযোগ সবই মিথ্যা।’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবাদকে বলেছিলেন, ‘জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় জড়িয়ে এবং রায় দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে।’ বিএনপি চেয়ারপারসনকে সরকার সহজেই মুক্ত হতে দেবে না বলেও মন্ত্রব্য ছিল জয়নুল আবেদীনের।

back to top