বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের পদধারী অনেক নেতার যুক্ত থাকার কথা জানিয়ে আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম গণহারে তাদের গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস উল্লেখ করেন, "যারা সময়ের প্রয়োজনে ন্যায়ের পক্ষে ছাত্রলীগের সকল বাধা উপেক্ষা করে আমার সাথে জীবন বাজি রেখে রাজপথে নেমেছে, তারা আমার ভাই। আমি তাদের পক্ষে থাকব।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগে থাকা ৮০ শতাংশ শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত ছিল জানিয়ে সারজিস লেখেন, হলের পরিবেশে থাকতে বাধ্য হয়ে তারা ছাত্রলীগে যুক্ত ছিল। ছাত্রলীগের ২০ শতাংশ ক্ষমতার অপব্যবহার করেছে বলেও তিনি উল্লেখ করেন। তবে, আন্দোলনে যুক্ত থাকা ওই ৮০ শতাংশ শিক্ষার্থী আন্দোলন সফল করতে ভূমিকা রেখেছে বলেও জানান সারজিস।
তিনি স্পষ্ট করেন, ছাত্রলীগ ট্যাগে তাদের গণহারে গ্রেপ্তারের সমর্থনে তিনি নেই।
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের পদধারী অনেক নেতার যুক্ত থাকার কথা জানিয়ে আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম গণহারে তাদের গ্রেপ্তারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস উল্লেখ করেন, "যারা সময়ের প্রয়োজনে ন্যায়ের পক্ষে ছাত্রলীগের সকল বাধা উপেক্ষা করে আমার সাথে জীবন বাজি রেখে রাজপথে নেমেছে, তারা আমার ভাই। আমি তাদের পক্ষে থাকব।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগে থাকা ৮০ শতাংশ শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত ছিল জানিয়ে সারজিস লেখেন, হলের পরিবেশে থাকতে বাধ্য হয়ে তারা ছাত্রলীগে যুক্ত ছিল। ছাত্রলীগের ২০ শতাংশ ক্ষমতার অপব্যবহার করেছে বলেও তিনি উল্লেখ করেন। তবে, আন্দোলনে যুক্ত থাকা ওই ৮০ শতাংশ শিক্ষার্থী আন্দোলন সফল করতে ভূমিকা রেখেছে বলেও জানান সারজিস।
তিনি স্পষ্ট করেন, ছাত্রলীগ ট্যাগে তাদের গণহারে গ্রেপ্তারের সমর্থনে তিনি নেই।