যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্কের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যসংবলিত পোস্ট ২ বিলিয়ন (২০০ কোটি) ভিউ হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও ভোটাধিকার নিয়ে কাজ করা কর্মীরা নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রকাশের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ভুল তথ্য সরিয়ে ফেলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে মাস্কের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ভুয়া দাবি করার অভিযোগ উঠল।
এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক আজ ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।
চলতি বছর মার্কিন নির্বাচন নিয়ে মাস্কের দেওয়া পোস্টের অন্তত ৮৭ শতাংশই মিথ্যা বা বিভ্রান্তিকর ছিল বলে চিহ্নিত করেছেন ফ্যাক্ট চেকাররা।
অলাভজনক প্রতিষ্ঠানটি বলেছে, গত জুলাইয়ে মাস্ক এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন। এর পর থেকে মাস্কের রাজনৈতিক পোস্টগুলো ১৭ দশমিক ১ বিলিয়ন ভিউ হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে এক্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
প্রতিবেদনে মাস্কের যেসব পোস্টকে মিথ্যা বা বিভ্রান্তিকর বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলো মূলত ‘ভোটার আমদানি’ করা, যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় গত চার বছরে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা ‘তিন অঙ্কের’ কোটায় বেড়ে যাওয়া, ‘ভোটপ্রক্রিয়ার সুসংহত’ অবস্থা নিয়ে প্রশ্ন তোলা ইত্যাদি–সংশ্লিষ্ট।
এর আগে গত সপ্তাহে একই প্রতিষ্ঠান বলেছে, নির্বাচন নিয়ে মিথ্যা দাবি চ্যালেঞ্জ জানাতে এক্সের যে ফ্যাক্ট চেকিং বৈশিষ্ট্য রয়েছে, সেটি কাজ করছে না।
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্কের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যসংবলিত পোস্ট ২ বিলিয়ন (২০০ কোটি) ভিউ হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও ভোটাধিকার নিয়ে কাজ করা কর্মীরা নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রকাশের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ভুল তথ্য সরিয়ে ফেলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে মাস্কের বিরুদ্ধে নির্বাচন নিয়ে ভুয়া দাবি করার অভিযোগ উঠল।
এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক আজ ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।
চলতি বছর মার্কিন নির্বাচন নিয়ে মাস্কের দেওয়া পোস্টের অন্তত ৮৭ শতাংশই মিথ্যা বা বিভ্রান্তিকর ছিল বলে চিহ্নিত করেছেন ফ্যাক্ট চেকাররা।
অলাভজনক প্রতিষ্ঠানটি বলেছে, গত জুলাইয়ে মাস্ক এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন। এর পর থেকে মাস্কের রাজনৈতিক পোস্টগুলো ১৭ দশমিক ১ বিলিয়ন ভিউ হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে এক্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
প্রতিবেদনে মাস্কের যেসব পোস্টকে মিথ্যা বা বিভ্রান্তিকর বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলো মূলত ‘ভোটার আমদানি’ করা, যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় গত চার বছরে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা ‘তিন অঙ্কের’ কোটায় বেড়ে যাওয়া, ‘ভোটপ্রক্রিয়ার সুসংহত’ অবস্থা নিয়ে প্রশ্ন তোলা ইত্যাদি–সংশ্লিষ্ট।
এর আগে গত সপ্তাহে একই প্রতিষ্ঠান বলেছে, নির্বাচন নিয়ে মিথ্যা দাবি চ্যালেঞ্জ জানাতে এক্সের যে ফ্যাক্ট চেকিং বৈশিষ্ট্য রয়েছে, সেটি কাজ করছে না।