নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের রাজা যদি চোর হয়, তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে। ৩০ টাকার কাজ করেছে, ৪০০ টাকার বিল তুলে নিয়ে গেছে। এত বড় চোর। এ জন্য আমি বলি, নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না। ভালো মানুষের রাজত্ব হতে হবে। যারা লুট করে, জনগণের ওপর অত্যাচার করে, যারা মানুষের জন্য দুঃখের কারণ, ওই মানুষদের আর রাজা হতে দেব না।’
আজ রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্য এই সমাবেশের আয়োজন করে।
জনগণকে ভালো মানুষের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে সমাবেশে মাহমুদুর রহমান বলেন, ‘ভোট দেবার আগে মার্কা (প্রতীক) দেখবেন, মানুষ দেখবেন। মার্কা নিয়ে আসছে একটা চোর। তাহলে মার্কা ভালো হলে তো কাজ হবে না। অতএব ভালো মানুষ দেখে ভোট দিতে হবে। এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে, যারা জনগণের উপকারের জন্য কাজ করবে। যাদের মানুষ চেনে, বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে, এমন একটা দল।’
শেখ হাসিনার আমলে মানুষের কোনো জীবন ছিল না উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘কত মানুষকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের কোনো খবর পাওয়া যায়নি। মানুষকে নির্যাতন করতে মাটি খুঁড়ে বছরের পর বছর সেখানে গুম করে রেখে দিয়েছিল। আবার সেখান থেকে তাদের বের করেছে, ছবি তুলে বলেছে জঙ্গি। তাদের হত্যা করেছে। ব্রিটিশরা আমাদের এখান থেকে সম্পদ লুট করে ইংল্যান্ডের মতো দেশ গড়েছে। পাকিস্তানিরা দুই দশকের বেশি সময় ধরে আমাদের সম্পদ লুট করেছে। স্বাধীনতার ৫০ বছরে যারা ক্ষমতায় ছিল তারাও জনগণের তেমন কোনো কাজ করেনি।’
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি আবদুল হালিম প্রধান। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আবদুর রাজ্জাক, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব আবদুল বাসেত প্রমুখ।
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের রাজা যদি চোর হয়, তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে। ৩০ টাকার কাজ করেছে, ৪০০ টাকার বিল তুলে নিয়ে গেছে। এত বড় চোর। এ জন্য আমি বলি, নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না। ভালো মানুষের রাজত্ব হতে হবে। যারা লুট করে, জনগণের ওপর অত্যাচার করে, যারা মানুষের জন্য দুঃখের কারণ, ওই মানুষদের আর রাজা হতে দেব না।’
আজ রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্য এই সমাবেশের আয়োজন করে।
জনগণকে ভালো মানুষের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে সমাবেশে মাহমুদুর রহমান বলেন, ‘ভোট দেবার আগে মার্কা (প্রতীক) দেখবেন, মানুষ দেখবেন। মার্কা নিয়ে আসছে একটা চোর। তাহলে মার্কা ভালো হলে তো কাজ হবে না। অতএব ভালো মানুষ দেখে ভোট দিতে হবে। এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে, যারা জনগণের উপকারের জন্য কাজ করবে। যাদের মানুষ চেনে, বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে, এমন একটা দল।’
শেখ হাসিনার আমলে মানুষের কোনো জীবন ছিল না উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘কত মানুষকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের কোনো খবর পাওয়া যায়নি। মানুষকে নির্যাতন করতে মাটি খুঁড়ে বছরের পর বছর সেখানে গুম করে রেখে দিয়েছিল। আবার সেখান থেকে তাদের বের করেছে, ছবি তুলে বলেছে জঙ্গি। তাদের হত্যা করেছে। ব্রিটিশরা আমাদের এখান থেকে সম্পদ লুট করে ইংল্যান্ডের মতো দেশ গড়েছে। পাকিস্তানিরা দুই দশকের বেশি সময় ধরে আমাদের সম্পদ লুট করেছে। স্বাধীনতার ৫০ বছরে যারা ক্ষমতায় ছিল তারাও জনগণের তেমন কোনো কাজ করেনি।’
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি আবদুল হালিম প্রধান। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আবদুর রাজ্জাক, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব আবদুল বাসেত প্রমুখ।