বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের ‘অসুস্থ প্রতিযোগিতা’ শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা এবং ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে "রাজবন্দীর জবানবন্দি" বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বইটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আদালতে দেওয়া বক্তব্যকে উপজীব্য করে প্রকাশিত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, "ক্ষমতা তখনই স্থায়ী হবে, যখন দেশ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু রাজনৈতিক শক্তি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।" তিনি সতর্ক করেন, বিভাজনমূলক রাজনীতি দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
বিএনপির মহাসচিব বলেন, "দেশকে বাঁচানোর জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। সংস্কার প্রয়োজন, কিন্তু তা কার্যকর করার জন্য সঠিক কাঠামো ও নির্বাচিত সরকারের প্রয়োজন।"
মির্জা ফখরুল খালেদা জিয়াকে "প্রথম নারী মুক্তিযোদ্ধা" হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়ার সাহসিকতা ছিল অনন্য। তাঁর এই ভূমিকা কেউ স্বীকার করতে চায় না।"
তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতার লোভে রাজনীতিতে আসেননি বরং স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
অনুষ্ঠানে "রাজবন্দীর জবানবন্দি" বইটি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, "এই বইটি ইতিহাস ও দিকনির্দেশনার দলিল।" তিনি সবাইকে বইটি পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, এবং বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রেজাউর রহমান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।
বিএনপির মহাসচিব ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "তাঁদের ত্যাগ ও লড়াইয়ের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত হচ্ছে।"
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য এক ধরনের ‘অসুস্থ প্রতিযোগিতা’ শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা এবং ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে "রাজবন্দীর জবানবন্দি" বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বইটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আদালতে দেওয়া বক্তব্যকে উপজীব্য করে প্রকাশিত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, "ক্ষমতা তখনই স্থায়ী হবে, যখন দেশ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু রাজনৈতিক শক্তি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।" তিনি সতর্ক করেন, বিভাজনমূলক রাজনীতি দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
বিএনপির মহাসচিব বলেন, "দেশকে বাঁচানোর জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। সংস্কার প্রয়োজন, কিন্তু তা কার্যকর করার জন্য সঠিক কাঠামো ও নির্বাচিত সরকারের প্রয়োজন।"
মির্জা ফখরুল খালেদা জিয়াকে "প্রথম নারী মুক্তিযোদ্ধা" হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়ার সাহসিকতা ছিল অনন্য। তাঁর এই ভূমিকা কেউ স্বীকার করতে চায় না।"
তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতার লোভে রাজনীতিতে আসেননি বরং স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
অনুষ্ঠানে "রাজবন্দীর জবানবন্দি" বইটি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, "এই বইটি ইতিহাস ও দিকনির্দেশনার দলিল।" তিনি সবাইকে বইটি পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, এবং বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রেজাউর রহমান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।
বিএনপির মহাসচিব ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "তাঁদের ত্যাগ ও লড়াইয়ের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত হচ্ছে।"