বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। তারা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা শেষ হবে।
তিনি বলেন, বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তারা পরীক্ষা করে চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক বোর্ডের সদস্যরাও পরামর্শ করছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি বুধবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে সেন্ট্রাল লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার পরিবারও তাঁর পাশে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবার সার্বক্ষণিক তাঁর সঙ্গে আছেন।
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। তারা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ থেকে লন্ডনে যাওয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা শেষ হবে।
তিনি বলেন, বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তারা পরীক্ষা করে চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক বোর্ডের সদস্যরাও পরামর্শ করছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি বুধবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে সেন্ট্রাল লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার পরিবারও তাঁর পাশে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবার সার্বক্ষণিক তাঁর সঙ্গে আছেন।