বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম ৮ন্মবার্ষিকী উপলক্ষ্যে কল্যান পার্টি আয়োজিত আলোচনা সভায় পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় নেতৃত্বের অসাধারণ গুনাবলী ও ব্যতিক্রমী মেধার পরিচয় দিয়েছেন।
গত শনিবার কল্যান পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহনে ভার্চুয়ারি অনুষ্ঠিত এ আলোচনা সভায় সকল নেতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল কল্যান পার্টির দপ্তর সম্পাদক সিফাত উল্লাহ্ তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলোচনায় সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা ব্যক্তি ছিলেন। সৈনিক জীবনে যেমন তিনি ব্যতিক্রমী সাহস দেখিয়েছেন, ঠিক তেমনি রাজনৈতিক জীবনে তিনি ব্যতিক্রমী , দূরদর্শী , কৌশলী নেতৃত্ব ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাগ্রত সৈনিক এবং জনতা তাঁকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছিলেন নতুন ভাবে। অতঃপর রাজনীতিতে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং মুসলিম বিশ্বে অনন্য সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন।
জিয়াউর রহমানের স্মরণ সভায় কল্যান পার্টির নেতা-কর্মীরা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম ৮ন্মবার্ষিকী উপলক্ষ্যে কল্যান পার্টি আয়োজিত আলোচনা সভায় পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় নেতৃত্বের অসাধারণ গুনাবলী ও ব্যতিক্রমী মেধার পরিচয় দিয়েছেন।
গত শনিবার কল্যান পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহনে ভার্চুয়ারি অনুষ্ঠিত এ আলোচনা সভায় সকল নেতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল কল্যান পার্টির দপ্তর সম্পাদক সিফাত উল্লাহ্ তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলোচনায় সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা ব্যক্তি ছিলেন। সৈনিক জীবনে যেমন তিনি ব্যতিক্রমী সাহস দেখিয়েছেন, ঠিক তেমনি রাজনৈতিক জীবনে তিনি ব্যতিক্রমী , দূরদর্শী , কৌশলী নেতৃত্ব ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাগ্রত সৈনিক এবং জনতা তাঁকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছিলেন নতুন ভাবে। অতঃপর রাজনীতিতে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং মুসলিম বিশ্বে অনন্য সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন।
জিয়াউর রহমানের স্মরণ সভায় কল্যান পার্টির নেতা-কর্মীরা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।