দল পুনর্গঠন ও রাষ্ট্র কাঠামো সংস্কারে জনগণের সমর্থন প্রয়োজন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন করে বিএনপিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কর্মসূচি উদ্বোধন করেন। দলকে শক্তিশালী করতে এবং রাষ্ট্র পুনর্গঠনে দলের ভূমিকা নিশ্চিত করতে তারেক রহমান এসময় বলেন, "ভালো মানুষদের দলে আনতে হবে।"
এদিন দলের সদস্য ফরম পূরণ করে তিনি নিজেও তার সদস্য পদ নবায়ন করেন এবং বাংলাদেশি মুদ্রায় ২০ টাকার সমপরিমাণ ১৫ পেন্স পাঠান। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে দলটির সর্বশেষ প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচি হয়েছিল। এবার কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, "আজকের দিন বিএনপির নেতা-কর্মীদের আনন্দের দিন।"
তিনি আরও বলেন, “দলকে সংগঠিত করতে হবে, জেলা, থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে হবে। গত আন্দোলনগুলোতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করেছেন, ঠিক তেমনিভাবে এই সদস্য পদ নবায়ন কর্মসূচিও সফল হবে।” তারেক রহমান দলের কর্মীদের প্রতি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, “আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সফল করেছি, এবারও দল পুনর্গঠন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পুনর্গঠনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “তৃণমূলকে সংগঠিত করতে হবে। গুম-খুনের পরও আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এখন আবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এদিন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের এখন রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজন। আমাদের কর্মীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “প্রত্যেকটি উপজেলা ও জেলায় রাজনৈতিক প্রশিক্ষণ জরুরি। শুধু স্লোগান দিয়ে বিএনপিকে আদর্শ দল হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।"
এছাড়া, দলের নেতাকর্মীরা যারা সদস্য পদ নবায়ন করেছেন, তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যার শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শ্যামা ওবায়েদসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সদস্য পদ নবায়ন কর্মসূচি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ কর্মসূচির মাধ্যমে দলের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করার পাশাপাশি বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে বড় ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
দল পুনর্গঠন ও রাষ্ট্র কাঠামো সংস্কারে জনগণের সমর্থন প্রয়োজন
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন করে বিএনপিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কর্মসূচি উদ্বোধন করেন। দলকে শক্তিশালী করতে এবং রাষ্ট্র পুনর্গঠনে দলের ভূমিকা নিশ্চিত করতে তারেক রহমান এসময় বলেন, "ভালো মানুষদের দলে আনতে হবে।"
এদিন দলের সদস্য ফরম পূরণ করে তিনি নিজেও তার সদস্য পদ নবায়ন করেন এবং বাংলাদেশি মুদ্রায় ২০ টাকার সমপরিমাণ ১৫ পেন্স পাঠান। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে দলটির সর্বশেষ প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচি হয়েছিল। এবার কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, "আজকের দিন বিএনপির নেতা-কর্মীদের আনন্দের দিন।"
তিনি আরও বলেন, “দলকে সংগঠিত করতে হবে, জেলা, থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে হবে। গত আন্দোলনগুলোতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করেছেন, ঠিক তেমনিভাবে এই সদস্য পদ নবায়ন কর্মসূচিও সফল হবে।” তারেক রহমান দলের কর্মীদের প্রতি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন এবং বলেন, “আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সফল করেছি, এবারও দল পুনর্গঠন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পুনর্গঠনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “তৃণমূলকে সংগঠিত করতে হবে। গুম-খুনের পরও আমরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এখন আবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এদিন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের এখন রাজনৈতিক প্রশিক্ষণের প্রয়োজন। আমাদের কর্মীরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “প্রত্যেকটি উপজেলা ও জেলায় রাজনৈতিক প্রশিক্ষণ জরুরি। শুধু স্লোগান দিয়ে বিএনপিকে আদর্শ দল হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।"
এছাড়া, দলের নেতাকর্মীরা যারা সদস্য পদ নবায়ন করেছেন, তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যার শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শ্যামা ওবায়েদসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সদস্য পদ নবায়ন কর্মসূচি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ কর্মসূচির মাধ্যমে দলের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করার পাশাপাশি বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে বড় ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।