বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নাম ঘোষণা করা হয়। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার, আর সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। বিকেল ৩টায় ঘোষণার জন্য সংগঠনের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হন। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যা না থাকায় বিক্ষোভ শুরু করে।
সংবাদ সম্মেলনের পর বিকেল চারটার দিকে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় হাতাহাতি হয়। পরে সংগঠনের নেতারা মিছিল নিয়ে মল চত্বরে গেলে সেখানে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নাম ঘোষণা করা হয়। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার, আর সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। বিকেল ৩টায় ঘোষণার জন্য সংগঠনের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হন। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যা না থাকায় বিক্ষোভ শুরু করে।
সংবাদ সম্মেলনের পর বিকেল চারটার দিকে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় হাতাহাতি হয়। পরে সংগঠনের নেতারা মিছিল নিয়ে মল চত্বরে গেলে সেখানে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।