রাজনৈতিক পটপরিবর্তনের গতি কাজে লাগিয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী দুই মাসে নতুন এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়েছে বিএনপি। আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এবার শুধুমাত্র নবায়ন নয়; আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক প্রাথমিক সদস্য করব ইনশাল্লাহ।”
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সাত বছর পর গত ২৭ ফেব্রুয়ারি দলটি বর্ধিত সভা করেছে। চলতি বছর নাগাদ জাতীয় সম্মেলন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন জেলায় কমিটি গঠন চলছে। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।
রিজভী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। দলীয় কার্যালয় আক্রমণ করে কম্পিউটার, ফাইল, দলিল ভাঙচুর করেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা কঠিন হলেও তা আমাদের করতে হচ্ছে।”
তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো নিয়ম-শৃঙ্খলার মধ্যে গড়ে ওঠে। কিন্তু একদলীয় দুঃশাসন কায়েম রাখার জন্য বিরোধী দলগুলোর ওপর হামলা হয়েছে। এখন সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই বলে সমাজের সবক্ষেত্রের মানুষ বিএনপির সদস্য হতে আগ্রহী হবে বলে আমরা প্রত্যাশা করি।”
আওয়ামী লীগে থেকে কেউ আসতে পারবে?
সাংবাদিকদের এমন প্রশ্নে রিজভী বলেন, “যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার সমর্থন করে না এবং সরে এসেছে, তারা কেন আসতে পারবে না? তবে সমাজের ফ্রেশ মানুষ, যাদের সুনাম আছে—তাদের সদস্য করা হবে। একজন শিক্ষক, ব্যাংকার, কৃষক, শ্রমিক কিংবা তরুণ যে কেউ সদস্য হতে পারবেন।”
তিনি জানান, এবার সদস্য ফরমের সঙ্গে একটি আবেদনপত্র পূরণ করতে হবে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দোষীরা যাতে ঢুকতে না পারে, সেদিকে কড়া নজর থাকবে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
রাজনৈতিক পটপরিবর্তনের গতি কাজে লাগিয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী দুই মাসে নতুন এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়েছে বিএনপি। আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এবার শুধুমাত্র নবায়ন নয়; আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক প্রাথমিক সদস্য করব ইনশাল্লাহ।”
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সাত বছর পর গত ২৭ ফেব্রুয়ারি দলটি বর্ধিত সভা করেছে। চলতি বছর নাগাদ জাতীয় সম্মেলন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন জেলায় কমিটি গঠন চলছে। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।
রিজভী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। দলীয় কার্যালয় আক্রমণ করে কম্পিউটার, ফাইল, দলিল ভাঙচুর করেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা কঠিন হলেও তা আমাদের করতে হচ্ছে।”
তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো নিয়ম-শৃঙ্খলার মধ্যে গড়ে ওঠে। কিন্তু একদলীয় দুঃশাসন কায়েম রাখার জন্য বিরোধী দলগুলোর ওপর হামলা হয়েছে। এখন সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই বলে সমাজের সবক্ষেত্রের মানুষ বিএনপির সদস্য হতে আগ্রহী হবে বলে আমরা প্রত্যাশা করি।”
আওয়ামী লীগে থেকে কেউ আসতে পারবে?
সাংবাদিকদের এমন প্রশ্নে রিজভী বলেন, “যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার সমর্থন করে না এবং সরে এসেছে, তারা কেন আসতে পারবে না? তবে সমাজের ফ্রেশ মানুষ, যাদের সুনাম আছে—তাদের সদস্য করা হবে। একজন শিক্ষক, ব্যাংকার, কৃষক, শ্রমিক কিংবা তরুণ যে কেউ সদস্য হতে পারবেন।”
তিনি জানান, এবার সদস্য ফরমের সঙ্গে একটি আবেদনপত্র পূরণ করতে হবে এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দোষীরা যাতে ঢুকতে না পারে, সেদিকে কড়া নজর থাকবে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।