রাজধানীতে ঝটিকা মিছিল করার দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের নামে এক বার্তায় জানানো হয়, রোববার (১৮ মে) বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-মিরপুর বিভাগের একটি দল সন্ধ্যা আনুমানিক ৬:২০ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে করে আঃ লতিফ ঢালীকে গ্রেপ্তার করে।
ডিবি আরো জানায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭:০৯ মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে সুব্রত পালকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।
আর আজ সোমবার (১৯ মে) রাত ২ টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মো: মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একই দিনে রাত সাড়ে বারোটায় যাত্রাবাড়ী এলাকা থেকে রাসেল ওরফে ‘পাংকু’ রাসেলকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
আর রোববার (১৮ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে মুগদা এলাকা থেকে পিন্টু মিত্রকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তারা ‘সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের’ মাধ্যমে দেশকে ‘অস্থিতিশীল; করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে ‘আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায়’ লিপ্ত ছিল বলে পুলিশের বার্তায় বলা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
গ্রেপ্তারদের তালিকা পাঠিয়েছে পুলিশ। তারা হলেন: ১। নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য জাকির হোসেন বেপারী (৩৮) ২। বরগুনা জেলার স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য নাজমুল হাসান সোহাগ (৩৮) ৩। বরগুনা জেলার আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন (৪০) ৪। যাত্রাবাড়ী থানার আওয়ামীলীগ কর্মী শফিকুল ইসলাম শফিক (৩৬) ৫। সুবাড্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (৩০) ৬। বরগুনা জেলার আওয়ামীলীগ কর্মী মহিউদ্দিন (৪৬) ৭। বংশাল থানা ছাত্রলীগের সদস্য মো:ফাইসাল হোসেন (২৯) ৮। কদমতলী থানা আওয়ামীলীগের সদস্য মো:আবু হোসেন(৪৫) ৯। ঢাকা জেলার ছাত্রলীগ সমর্থক আর রহমান (১৮) ১০। কেরানীগঞ্জ থানার ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান (১৯) ১১। পল্টন থানার আওয়ামীলীগ কর্মী করিম (৪৫) ১২। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ ঢালী (৫৮) ১৩। পল্টন থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল (৫৫) ১৪। সবুজ বাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান (৩০) ১৫। ৬২ নং ওয়ার্ড যুবলীগের সহঃ সেক্রেটারি রাসেল ওরফে পাংকু রাসেল ও ১৬। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংগঠক, "ধানমণ্ডি ৩২ হোয়াটসঅ্যাপ গ্রুপ" এর এডমিন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার যুবলীগ নেতা পিন্টু মিত্র (৪২)।
সোমবার, ১৯ মে ২০২৫
রাজধানীতে ঝটিকা মিছিল করার দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের নামে এক বার্তায় জানানো হয়, রোববার (১৮ মে) বিকাল আনুমানিক সাড়ে চারটার সময় রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-মিরপুর বিভাগের একটি দল সন্ধ্যা আনুমানিক ৬:২০ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে করে আঃ লতিফ ঢালীকে গ্রেপ্তার করে।
ডিবি আরো জানায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭:০৯ মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে সুব্রত পালকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।
আর আজ সোমবার (১৯ মে) রাত ২ টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মো: মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একই দিনে রাত সাড়ে বারোটায় যাত্রাবাড়ী এলাকা থেকে রাসেল ওরফে ‘পাংকু’ রাসেলকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
আর রোববার (১৮ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে মুগদা এলাকা থেকে পিন্টু মিত্রকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তারা ‘সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের’ মাধ্যমে দেশকে ‘অস্থিতিশীল; করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে ‘আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায়’ লিপ্ত ছিল বলে পুলিশের বার্তায় বলা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
গ্রেপ্তারদের তালিকা পাঠিয়েছে পুলিশ। তারা হলেন: ১। নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য জাকির হোসেন বেপারী (৩৮) ২। বরগুনা জেলার স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য নাজমুল হাসান সোহাগ (৩৮) ৩। বরগুনা জেলার আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন (৪০) ৪। যাত্রাবাড়ী থানার আওয়ামীলীগ কর্মী শফিকুল ইসলাম শফিক (৩৬) ৫। সুবাড্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (৩০) ৬। বরগুনা জেলার আওয়ামীলীগ কর্মী মহিউদ্দিন (৪৬) ৭। বংশাল থানা ছাত্রলীগের সদস্য মো:ফাইসাল হোসেন (২৯) ৮। কদমতলী থানা আওয়ামীলীগের সদস্য মো:আবু হোসেন(৪৫) ৯। ঢাকা জেলার ছাত্রলীগ সমর্থক আর রহমান (১৮) ১০। কেরানীগঞ্জ থানার ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান (১৯) ১১। পল্টন থানার আওয়ামীলীগ কর্মী করিম (৪৫) ১২। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ ঢালী (৫৮) ১৩। পল্টন থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল (৫৫) ১৪। সবুজ বাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান (৩০) ১৫। ৬২ নং ওয়ার্ড যুবলীগের সহঃ সেক্রেটারি রাসেল ওরফে পাংকু রাসেল ও ১৬। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংগঠক, "ধানমণ্ডি ৩২ হোয়াটসঅ্যাপ গ্রুপ" এর এডমিন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার যুবলীগ নেতা পিন্টু মিত্র (৪২)।