প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’কে কেন্দ্র করে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। শনিবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
সন্ধ্যা সোয়া ৭টার পর বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনায় প্রবেশ করেন। চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে মতভেদ এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা— এসব নিয়ে রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে আগের দিন এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির সঙ্গে বৈঠকের পর রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
রাজনৈতিক অস্থিরতা ও গুঞ্জনের মধ্যে বিএনপির প্রতিনিধি দলটি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বিভিন্ন ইস্যুতে অভ্যুত্থানপন্থি দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ ধরেই মতবিরোধ চলছিল।
এদিকে মিছিল-সমাবেশের নামে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির অভিযোগে সরকার সমালোচিত হয়। যমুনায় সরকারপ্রধানের বাসভবনের সামনে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনের পর দিন বিক্ষোভ চলে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ইউনূসের পদত্যাগ ভাবনা প্রকাশ্যে আসায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে আরেকটি এক-এগারোর পরিস্থিতি তৈরি হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবির মধ্যে এনসিপি সরকারের তিন উপদেষ্টা— ওয়াহিদউদ্দিন মাহমুদ, সালেহউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে।
অন্যদিকে বিএনপি দাবি তোলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম এবং ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার।
জুলাই আন্দোলনের প্রধান শরিকদের মধ্যে বিরোধ বাড়তে থাকায় শনিবার যমুনায় বিএনপি ও জামায়াতকে ডেকে নেওয়া হয়।
শনিবার, ২৪ মে ২০২৫
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’কে কেন্দ্র করে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। শনিবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
সন্ধ্যা সোয়া ৭টার পর বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনায় প্রবেশ করেন। চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে মতভেদ এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা— এসব নিয়ে রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে আগের দিন এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির সঙ্গে বৈঠকের পর রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
রাজনৈতিক অস্থিরতা ও গুঞ্জনের মধ্যে বিএনপির প্রতিনিধি দলটি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বিভিন্ন ইস্যুতে অভ্যুত্থানপন্থি দলগুলোর মধ্যে কয়েক সপ্তাহ ধরেই মতবিরোধ চলছিল।
এদিকে মিছিল-সমাবেশের নামে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির অভিযোগে সরকার সমালোচিত হয়। যমুনায় সরকারপ্রধানের বাসভবনের সামনে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনের পর দিন বিক্ষোভ চলে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ইউনূসের পদত্যাগ ভাবনা প্রকাশ্যে আসায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে আরেকটি এক-এগারোর পরিস্থিতি তৈরি হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবির মধ্যে এনসিপি সরকারের তিন উপদেষ্টা— ওয়াহিদউদ্দিন মাহমুদ, সালেহউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে।
অন্যদিকে বিএনপি দাবি তোলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম এবং ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার।
জুলাই আন্দোলনের প্রধান শরিকদের মধ্যে বিরোধ বাড়তে থাকায় শনিবার যমুনায় বিএনপি ও জামায়াতকে ডেকে নেওয়া হয়।