জামায়াতের আজহার খালাস
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না।”
মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, “আমরা প্রতিশোধ নেইনি, ন্যায়বিচার চেয়েছি। এটা ছিলো ইচ্ছাকৃতভাবে নেতৃত্বকে হত্যা করা। সেই সত্যকেই আল্লাহ আজ আমাদের দেখিয়েছেন।”
তিনি আরও বলেন, “জনগণের জন্য আমরা কিছু করতে চাই। বিপদের ঝুঁকি নিয়েও চেষ্টা করেছি দেশবাসীর পাশে থাকার। আমাদের সীমাবদ্ধতা আছে। কোনো কাজে বা আচরণে কষ্ট পেয়ে থাকলে, বিনা শর্তে ক্ষমা চাচ্ছি। মানুষ হিসেবে, দল হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই।”
ট্রাইব্যুনালের রায়ের সমালোচনা করে তিনি বলেন, “নেতারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাদের মৃত্যু ছিলো বীরোচিত। আজ আদালতের রায়ই বলে দিয়েছে, সেটি ছিলো ন্যায়ভ্রষ্ট।”
উল্লেখ্য, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেন। মামলায় রাষ্ট্রপক্ষ এখন উচ্চ আদালতে আপিল করবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি।
জামায়াতের আজহার খালাস
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না।”
মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, “আমরা প্রতিশোধ নেইনি, ন্যায়বিচার চেয়েছি। এটা ছিলো ইচ্ছাকৃতভাবে নেতৃত্বকে হত্যা করা। সেই সত্যকেই আল্লাহ আজ আমাদের দেখিয়েছেন।”
তিনি আরও বলেন, “জনগণের জন্য আমরা কিছু করতে চাই। বিপদের ঝুঁকি নিয়েও চেষ্টা করেছি দেশবাসীর পাশে থাকার। আমাদের সীমাবদ্ধতা আছে। কোনো কাজে বা আচরণে কষ্ট পেয়ে থাকলে, বিনা শর্তে ক্ষমা চাচ্ছি। মানুষ হিসেবে, দল হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই।”
ট্রাইব্যুনালের রায়ের সমালোচনা করে তিনি বলেন, “নেতারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাদের মৃত্যু ছিলো বীরোচিত। আজ আদালতের রায়ই বলে দিয়েছে, সেটি ছিলো ন্যায়ভ্রষ্ট।”
উল্লেখ্য, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দেন। মামলায় রাষ্ট্রপক্ষ এখন উচ্চ আদালতে আপিল করবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি।