ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরানোর পক্ষে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “আগে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির ছিল, যা পরে বাতিল করা হয়। আমরা তা ফেরত পেতে প্রস্তাব করেছি।”
তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্র বাতিলের ক্ষমতা ইসির হাতে আছে। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ওই ক্ষমতা ব্যবহার করে ভোট বন্ধ করা হয়েছিল।
তরুণ ভোটারদের আলাদা তালিকা ও বুথের বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে বিবেচনা করা হবে। নারী, অসুস্থ, সিনিয়রদের মতো তরুণদেরও অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে। সম্পূরক ভোটার তালিকার খসড়া আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। আগস্টে চূড়ান্ত তালিকা আসবে।
প্রার্থীদের হলফনামায় আজীবনের ফৌজদারি মামলার তথ্য যুক্ত করার প্রস্তাব এসেছে। শাপলা প্রতীক বাতিল করা হয়েছে।
নিবন্ধিত নতুন দলের আবেদন যাচাই চলছে। ১৪৪টি দল ১৪৭টি আবেদন দিয়েছে।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশোধনের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, সাত মাসে ৯ লাখ আবেদন নিষ্পত্তি হয়েছে।
৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ চূড়ান্ত পর্যায়ে। ঢাকার আসন সংখ্যা বেশি কমবে না।
নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন ও ‘ইসি সার্ভিস’ গঠনের প্রস্তাবও এসেছে।
প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। অনলাইনে আবেদন করে তারা ভোট দেবেন।
তিনি আরও বলেন, “ইভিএম আর কোনো নির্বাচনে ব্যবহার হবে না।”
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরানোর পক্ষে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “আগে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির ছিল, যা পরে বাতিল করা হয়। আমরা তা ফেরত পেতে প্রস্তাব করেছি।”
তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্র বাতিলের ক্ষমতা ইসির হাতে আছে। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ওই ক্ষমতা ব্যবহার করে ভোট বন্ধ করা হয়েছিল।
তরুণ ভোটারদের আলাদা তালিকা ও বুথের বিষয়ে তিনি বলেন, প্রয়োজন হলে বিবেচনা করা হবে। নারী, অসুস্থ, সিনিয়রদের মতো তরুণদেরও অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে। সম্পূরক ভোটার তালিকার খসড়া আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। আগস্টে চূড়ান্ত তালিকা আসবে।
প্রার্থীদের হলফনামায় আজীবনের ফৌজদারি মামলার তথ্য যুক্ত করার প্রস্তাব এসেছে। শাপলা প্রতীক বাতিল করা হয়েছে।
নিবন্ধিত নতুন দলের আবেদন যাচাই চলছে। ১৪৪টি দল ১৪৭টি আবেদন দিয়েছে।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশোধনের অগ্রগতি জানিয়ে তিনি বলেন, সাত মাসে ৯ লাখ আবেদন নিষ্পত্তি হয়েছে।
৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ চূড়ান্ত পর্যায়ে। ঢাকার আসন সংখ্যা বেশি কমবে না।
নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন ও ‘ইসি সার্ভিস’ গঠনের প্রস্তাবও এসেছে।
প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। অনলাইনে আবেদন করে তারা ভোট দেবেন।
তিনি আরও বলেন, “ইভিএম আর কোনো নির্বাচনে ব্যবহার হবে না।”